NCTB Class 9 and 10 Bengali অন্ধবধূ Solution

NCTB Class 9 and 10 Bengali অন্ধবধূ Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution অন্ধবধূ Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution অন্ধবধূ.

NCTB Solution Class 9 and 10 অন্ধবধূ : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name অন্ধবধূ

NCTB Class 9 and 10 Bengali অন্ধবধূ Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) অন্ধবধূকবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে ?

(ক) কাক

(খ) চোখ গেল

(গ) কোকিল

(ঘ) শালিক

উত্তর :

(খ) চোখ গেল

(২) মন্দ নেহাত হয় না কিন্তু তায়বাক্যটি দিয়ে কী বোঝানা হয়েছে?

(ক) মৃত্যুকে বরণ করে নেয়া

(খ) অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি

(গ) সকলের কষ্ট দূর করা

(ঘ) স্বামীকে দায়মুক্ত করা

উত্তর :

(খ) অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি

নিচের উদ্দীপকটি পড়ে ৩ – সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই, তাঁর সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে।

(৩) উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূকবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) স্মৃতি কাতরতা

(খ) বিরহ কাতরতা

(গ) প্রতিবন্ধকতা

(ঘ) আত্মমর্যাদা

উত্তর :

(খ) বিরহ কাতরতা

সৃজনশীল প্রশ্ন :

মানুষের জীবন ক্ষণস্থায়ী। জীবনের এই স্বল্প সময়ের সমগ্র হিসাব চুকিয়ে, সব সম্পর্ক ছিন্ন করে পরপারে চলে যেতে হয়। গৃহবধূ সুদীপা মাঝে মাঝে দুঃখ করে বলেন, ‘সুন্দর এই পৃথিবী, ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যা, জোছনা ভরা রাত সব ছেড়ে আমাদের বিদায় নিতে হবে।

(ক) মধুমদির বাসেকথাটির অর্থ কী ?

উত্তর : মধুমদির বাসে কথার অর্থ হলো মধুর গন্ধে মোহময় সুগন্ধে আচ্ছন্ন মনোরম পরিবেশ। আলোচ্য কবিতায় অন্ধবধূকে বাড়ি যাওয়ার তারা দিলে সে প্রকৃতির স্নিগ্ধ বাতাসে আরো দু-দণ্ড বসে থাকার জন্য এই শব্দটি ব্যবহার করেছিলেন।

(খ) কোকিল-ডাকা শুনেছি সেই কবেপঙ্ক্তিটি দ্বারা প্রকৃতির কোন রূপের ইঙ্গিত পাওয়া যায়?

উত্তর : আলোচ্য পঙক্তিটির দ্বারা প্রকৃতির মনোরম পরিবেশে, মোহময়ীরূপ, ও সুমধুর সংগীতময় শব্দের ইঙ্গিত পাওয়া যায়। কবিতায় অন্ধবধূ বাড়ির এক কোনে থাকতো সারাদিন। তাই সে শুনতে পেত না প্রকৃতির কোনো ডাক। তাই বাইরে বেরিয়ে প্রকৃতির স্নিগ্ধ বাতাস, গাছে গাছে ককিলের ডাক তার মনকে শান্ত করে দিতো। অন্ধবধূ চোখ দিয়ে কিছু দেখতে কন্যা পেলেও মানের দরজা দিয়ে দেখতে পেতো সবই। চোখ দিয়ে সে গাছের আম পাকার সেই অপরূপ সৌন্দর্য্য দেখতে পায় না। তার কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে  গ্রামবাংলার বৈচিত্রময় সৌন্দর্য্যের চিত্র। গ্রামবাংলার বনে জঙ্গলে ডেকে চলা মধুর কন্ঠিত সব পাখির ডাক। আলোচ্য গল্পের অন্ধবধুর কথায় ফুটে উঠেছে প্রকৃতির অপরূপ রূপের ইঙ্গিত।

 (গ) উদ্দীপকের বক্তব্য অন্ধবধূকবিতার যে বিশেষ দিকটিকে আলোকপাত করেছে তা ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের বক্তব্য আলোচ্য ‘অন্ধবধূ’ কবিতার  প্রাকৃতিক সৌন্দর্য্যের দিকটিকে আলোকপাত করেছেন। মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও পৃথিবীর এই মনোরম পরিবেশ চিরস্থায়ী। উদ্দীপকের  কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের প্রতিফলন। আমাদের গ্রামবাংলারসুবজে ভরা মাঠ, স্নেহময়ী সব নদী, গাছে গাছে রংবেরঙের ফলের বাহার, শস্যশামলিত সোনায় ভরা খেত, বনজঙ্গলের জানা ও অজানা কত মধুর কন্ঠিত পাখির ডাক, চারিদিকের স্নিগ্ধময় বাতাস যেন মনকে করে তোলে ব্যাকুলিত।

(ঘ) উদ্দীপকের বক্তব্যে অন্ধবধূকবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি।বিশ্লেষণ কর।

উত্তর : উদ্দীপকের বক্তব্যে প্রকাশ পেয়েছে প্রকৃতির অপরূপ রূপের বর্ণনা। এই অপরূপ সৌন্দর্য্যে ভরা পৃথিবী ছেরে চলে যাওয়ার দুঃখ্য। কিন্তু আলোচ্য ‘অন্ধবধূ’ কবিতার অন্ধবধূ প্রাকৃতিক সৌন্দর্য্যের ব্যাখ্যা দিয়ে তা না দেখতে পাওয়ার বেদনাকে তুলে ধরেছিলেন। বাড়ির এক কোনে পরে থেকে থেকে সে না পেত খোলা হাওয়ায় শ্বাস নিতে, না পারতো প্রকৃতির মাধুর্য্যে ভরা অপরূপ সৌন্দর্য্যকে স্বচক্ষে দেখার সুখ। তাই সে ভাবতো যদি পুকুরপাড়ের সিঁড়ির শ্যাওলাতে পা পিছলে পরে যদি জলে ডুবে গিয়ে এই ধরা থেকে চলে যেত তবে সে হয়তো তার অন্ধত্বের থেকে মুক্তি পেতো। তার এই কথার থেকে প্রতিবন্ধদের জীবনের অসহায়তা ও কষ্ট ফুটে উঠেছিল। আবার যখন সে বাইরে প্রকৃতির কোলে এসে পড়তো তখন সে তার সব ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির সব স্বাদটুকুকে গ্রহণ করতে চাইতো। অনেক দিনের না শোনা কোকিলের ডাক যেন তার কানে সংগীতের সৃষ্টি করে। বয়েচলা স্নিগ্ধ বাতাস তা অন্তরকে জুড়িয়ে দেয়। সব শেষে তার মধ্যে ফুটে উঠে সে প্রতিবন্ধকতার না বলা সব হতাশা।

 

Next Chapter Solutions :  

Updated: September 23, 2023 — 11:27 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *