NCTB Class 9 and 10 Bengali Chapter 22 একাত্তরের দিনগুলি Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 22 একাত্তরের দিনগুলি Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 22 একাত্তরের দিনগুলি Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 22 একাত্তরের দিনগুলি.

NCTB Solution Class 9 and 10 Chapter 22 একাত্তরের দিনগুলি : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Twenty Two
Chapter Name একাত্তরের দিনগুলি

NCTB Class 9 and 10 Bengali Chapter 22 একাত্তরের দিনগুলি Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল?

(ক) আট তারিখ

(খ) নয় তারিখ

(গ) দশ তারিখ

(ঘ) এগারো তারিখ

উত্তর :

(খ) নয় তারিখ

(২) নির্লজ্জ মিথ্যাভাষণে ভরা বিবৃতিবলতে কী বুঝ ?

(ক) বিবৃতি দেওয়ানোর কূটকৌশল

(খ) বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি

(গ) গোয়েবলসের মতো বিবৃতি

(ঘ) বুদ্ধিজীবী ও শিল্পীদের দেওয়া বিবৃতি

উত্তর :

(ক) বিবৃতি দেওয়ানোর কূটকৌশল

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ সংখ্যক প্রশ্নগুলোর উত্তর দাও :

হুমায়ূন আহমেদের আগুনের পরশমণিউপন্যাসে বদি মুক্তিযোদ্ধা কমান্ডার। বদি ঢাকাকে মুক্ত করার জন্য গেরিলা বাহিনীকে সংগঠিত করে। দেশ বিপদাপন্ন বলে সাধারণ পরিবারের সদস্যরা পরিবারকে জানিয়ে কিংবা না জানিয়ে মুক্তিযুদ্ধে যায়। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রত্যাশা ছিল দেশ যেন তাড়াতাড়ি শত্রুমুক্ত হয়।

(৩) উদ্দীপকের অনুভব একাত্তরের দিনগুলির যে দিকটিকে উন্মোচিত করেছে তা হচ্ছে-

(i) রুমীর যুদ্ধে যাওয়া

(ii) রুমীর বাবার উৎকণ্ঠা

(iii) রুমীর মায়ের উৎকণ্ঠা

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ)  ii iii

(গ) i iii

(ঘ) iii

উত্তর :

(খ)  ii iii

(৪) উদ্দীপকের অনুভবটি একাত্তরের দিনগুলির কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

(ক) রুমীকে অন্যভাবে বের করে আনার চেষ্টা করা হবে; কিন্তু মার্সি পিটিশন করে নয়।

(খ) যে কোনো প্রকারে রুমীকে উদ্ধারের চেষ্টা করতে হবে।

(গ) খুনি সরকারের কাছে রুমীর প্রাণ ভিক্ষা করা মানেই রুমীর আদর্শকে অপমান করা।

(ঘ) রুমীর মতো এমন অসাধারণ মেধাবী ছেলের জীবন বাঁচলে দেশেরও মঙ্গল ।

উত্তর :

(গ) খুনি সরকারের কাছে রুমীর প্রাণ ভিক্ষা করা মানেই রুমীর আদর্শকে অপমান করা।

সৃজনশীল প্রশ্ন :

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে নেপথ্য ভূমিকা রেখেছিল। তারেক মাসুদ মুক্তির গানপ্রামাণ্যচিত্রে দেখিয়েছেন শিল্পীরা বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করছেন। যুদ্ধ কেবল মুক্তিযোদ্ধারা করেনি। এ যুদ্ধে শিল্পী, কলাকুশলী ও শব্দসৈনিকের ভূমিকাও ছিল।

(ক) যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?

উত্তর : আলোচ্য গল্পে যুদ্ধের সময় জামী দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

(খ) নিয়াজীর আত্মসমর্পণ আনন্দের কিন্তু শরীফের কুলখানি বেদনারকেন? বুঝিয়ে লেখ।

উত্তর : নিয়াজির আত্মসমর্পণ ছিল আনন্দের কারণ এতো যুদ্ধ, এতো লড়াই এবং এতো নিরীহ মানুষের প্রাণ নিয়ে  শেষ পর্যন্ত পাকিস্তানের জেনারেল নিয়াজী তিরানব্বই পাকিস্তানি সৈন্য নিয়ে অনত্মসমর্পন করেছে। কিন্তু  এতো আনন্দের মধ্যে দিয়েও শরীফের কুলখানি ছিল বেদনার।পাকিস্তানের নির্মাণ সৈন্যরা বাংলাদেশের সাধারণ জনগনের জীবনকে ঠেলে দিয়েছিলো গভীর অন্ধকরে। বিনা অপরাধে নিরীহ শিশু থেকে বৃদ্ধ ও মহিলাদের উপর চালিয়েছিল অকথ্য অত্যাচার। জীবন দিয়েছিলো মায়ের বুকের ছোট্ট ছোট্ট সন্তানেরা। দেশকে স্বাধীন করতে প্রাণ দিতে হয়েছিল তরুণ সব যুবক-যুবতীদের। যারা ছিল এই দেশের ভবিৎষত ও মেরুদন্ড। লেখিকাকেও হারাতে হয়েছিল তার সন্তানকে। দেশের নাগরিকদের মৃত দেহের রক্তে বাংলাদেশের নদী,মাটি, বায়ু হয়ে উঠেছিল রক্তে রাঙা লাল। তাই এতো জীবনের বলিদানের পর দেশকে স্বাধীন করতে পেরে এবং জেনারেল নিয়াজীর আত্মসমর্পন আনন্দের হলেও শরীফের কুলখানি ছিল বেদনার, দুঃখের এবং অসহায়তার।

(গ) উদ্দীপকের ভাবনা একাত্তরের দিনগুলির কোন দিককে উন্মোচিত করেছে? ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকে আলোচ্য “একাত্তরের দিনগুলি” গল্পের মুক্তি যোদ্ধা থেকে শুরুকরে শিল্পী, কলাকুশলী, শব্দসৈনিক এবং সর্বোপরি দেশের তরুণ নাগরিকদের মধ্যে দেশকে স্বাধীন করার যে অপ্রাণ চেষ্টার ভাবকে উন্মোচিত করেছে। দেশকে স্বাধীন করার জন্য জাতিধর্ম নির্বিশেষে সমগ্র দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছিল। মুক্তিযুদ্ধে শুধু মুক্তিযোদ্ধারাই লড়েনি লড়েছিল দেশের সকল নাগরিক থেকে শুরু করে দেশের শিল্পী, কলাকুশলী সবাই। যুদ্ধে পাকিস্তানিদের রাইফেলের সামনে যখন মূর্ছিত হয়ে পড়েছেন, মনোবল যখন ভেঙে গিয়েছিলো তখন এই শিল্পী, কবি, কলাকূশলীরাই তাদের শিল্পের মধ্যে দিয়ে তাদেরকে পুনর্জীবিত করেছিল, তাদের মনবলকে সাহসিকতার শীর্ষে পৌঁছে দিয়েছিলো। বিভিন্ন মাধ্যমকে হাতিয়ারে পরিণত করেছিল। তাদের মধ্যেও দেখা গিয়েছিলো দেশকে স্বাধীন করার অপ্রাণ চেষ্টা এবং পরাধীনতার থেকে মুক্ত হওয়ার আশা। দেশকে স্বাধীন করার জন্য মনে প্রাণে লড়েছিল দেশের সকল তরুণ থেকে বৃদ্ধ। তাই উদ্দীপকটি গল্পের এই ভাবকেই উন্মোচিত করেছিল।

(ঘ) উদ্দীপকের অনুভব একাত্তরের দিনগুলির সমগ্র অনুভবকে ধারণ করে কি? মূল্যায়ন কর ।

উত্তর : উদ্দীপকের অনুভব আলোচ্য “একাত্তরের দিনগুলি” গল্পের সমগ্র অনুভবকেই ধারণ করেছে বলা যায়। গল্পের মধ্য দিয়ে যেমন জানা যায় কি ভাবে দেশের মুক্তিযোদ্ধাদেরকে সাহার্য্য করার জন্য দেশের সমগ্র স্তরের শিল্পীরা, কলাকুশলীরা নানা উপায় অব্লম্বন করেছিল। সে তাদের মনোবলকে পুনর্জীবিত করা হোক বা তাদেরকে শত্রুপক্ষের কোন গোপন তথ্য প্রদান করার জন্যই হোক। দেশের মঙ্গল সাধনায় শিল্পীদের শিল্পই যেন হাতিয়ার হয়ে উঠেছিল। শিল্পের মধ্যে দিয়ে তারা দেশের সকল নাগরিকদের মনে দেশপ্রেমকে জাগ্রত করেছিল। তাদেরকেও পড়তে হয়েছিল অনেক বিপদে, মুক্তিযোদ্ধাদের মতো তারাও প্রাণ দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। যখন মুক্তিযোদ্ধাদের পাকিস্তানিদের রাইফেলের গুলির সামনে বেহাল দশা লড়াইয়ের সব মনোবল চূর্ণ সেই সময় এই শিল্পীরাই তাদেরকে নতুনকরে উদ্বুদ্ধ করেছিল, মনে করবে দিয়েছিলো মায়ের শুন্যবুক, নিরীহ মানুষের রক্তে লাল হয়ে উঠা বাংলার মাটি থেকে সুরি করে নদী। মনে করিয়ে দিয়েছিলো কিভাবে শত্রুরা মেরে ফেলেছিলো তাদের দেশের ভাইবোনদের , শুন্য করেছিল না জানি কত মায়ের কোল। তাই বলা যেতে পারে উদ্দীপকটির অনুভব আলোচ্য গল্পের মূল ভাবকেই প্রকাশ করেছিল।

 

Next Chapter Solutions :  

Updated: September 16, 2023 — 11:31 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *