NCTB Class 9 and 10 Bengali Chapter 17 প্রবাস বন্ধু Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 17 প্রবাস বন্ধু Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 17 প্রবাস বন্ধু Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 17 প্রবাস বন্ধু.

NCTB Solution Class 9 and 10 Chapter 17 প্রবাস বন্ধু : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Seventeen
Chapter Name প্রবাস বন্ধু

NCTB Class 9 and 10 Bengali Chapter 17 প্রবাস বন্ধু Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) তম্বীশব্দের অর্থ কী?

(ক) বড় দেহ

(খ) ক্ষীণ দেহ

(গ) তিরস্কার

(ঘ) পুনরায়

উত্তর :

(গ) তিরস্কার

(২) আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?

(ক) আচরণের জন্য

(খ) শারীরিক গঠনের জন্য

(গ) বেশি রান্নার জন্য

(ঘ) বেশি খাওয়ার জন্য

উত্তর :

(খ) শারীরিক গঠনের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাবাকে বলে,’এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে?

(৩) উদ্দীপকের জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া একসূত্রে বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন-

(ক) অবকাশ যাপনের জন্য

(খ) বিনোদনের জন্য

(গ) জীবন বাঁচাতে

(ঘ) সৌন্দর্য উপভোগের জন্য

উত্তর :

(গ) জীবন বাঁচাতে

(৪) উদ্দীপকের জাফলং- এর সঙ্গে প্রবাস বন্ধুগল্পের পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়-

(i) প্রাকৃতিক সৌন্দর্যে

(ii) ঋতু বৈচিত্র্যে

(iii) জীবন যাত্রায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) ii iii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(খ) ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়

কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে।

এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রানি সে-যে আমার জন্মভূমি।

(ক) অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর : অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন। তিনি জাতে ছিলেন ফরাসি। কর্ম উদ্দেশ্যে  তিন কাবুল দেশের অধিবাসী হয়েছিলেন।  

(খ) প্রবাস বন্ধুপ্রবন্ধে আবদুর রহমানকে নরদানববলা হয়েছে কেন?

উত্তর : উদ্দীপকে আলোচ্য প্রবাস বন্ধু গল্পের আবদুর রহমানের সরলতার দিকটি ফুটে উঠেছে। কারণ আলোচ্য প্রবন্ধে আবদুর রহমানের দানব সমান চেহারা হলেও তার মধ্যে শিশুসুলভ সরলতার পরিচয় পাওয়া যায়। কারণ যখন লেখক তাকে রান্নার জন্য সব সরঞ্জাম কিনে আনতে বললে সে বাজার থেকে একই সব প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজের পিঠে করে বয়ে নিয়ে এসেছিলো। আবার অন্যদিকে সে আশেপাশের প্রকৃতিরও খবৰ রাখতো। প্রকৃতির সৌন্দর্য্যকে সে উপভোগ করতো।

(গ) উদ্দীপকে প্রবাস বন্ধুগল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটিকে ধারণ করে তা ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকে আলোচ্য প্রবাস বন্ধু গল্পের আবদুর রহমানের সরল ও সৌন্দর্য্যের প্রতি ভালোবাসার দিকটি ফুটে উঠেছে। কারণ আলোচ্য প্রবন্ধে আবদুর রহমানের দানব সমান চেহারা হলেও তার মধ্যে শিশুসুলভ সরলতার পরিচয় পাওয়া যায়। কারণ যখন লেখক তাকে রান্নার জন্য সব সরঞ্জাম কিনে আনতে বললে সে বাজার থেকে একই সব প্রয়োজনীয় সামগ্রী কিনে নিজের পিঠে করে বয়ে নিয়ে এসেছিলো। আবার অন্যদিকে সে আশেপাশের প্রকৃতিরও খবৰ রাখতো। প্রকৃতির সৌন্দর্য্যকে সে উপভোগ করতো।

(ঘ) বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাস বন্ধুভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য।” – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর : বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাস বন্ধু গল্পের ভ্রমণ কাহিনী মধ্যে রয়েছে বিস্তর ফারাক। কেননা উদ্দীপকে ছুটি কাটানোর উদ্দেশ্যে জেরিন সিলেটের জাফলং এ বেড়াতে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলো। সেখাকার পাহাড়, ঝর্ণা, নদী সবকিছুই তাকে গভীর ভাবে আকর্ষিত করে তুলেছিল। তাই সে তার বাবাকে সেখানে একটি বাড়ি তৈরী করার আবদার করেছিল। কিন্তু আলোচ্য প্রবন্ধে লেখক কাবুল গিয়েছিলো তার কাজের জন্য। অপরদিকে কাবুলের প্রকৃতি ছিল অনেকবেশি নির্মম রুক্ষ। সেখানকার বরফগলা নদীর জলে মানুষের চামড়া হয়ে উঠেছিল কাবুলের কোনো ফাটা মাপের মতো। সেখানে রাতে বেরহতে গেলে হাতে অস্ত্র থাকা ছিল অনিবার্য। সেখানে পদে পদে যেন বিপদ ওঁৎ পেতে বসে থাকে। সেখানকার প্রকৃতি ছিল ভয়ানক ও দুস্কর। কাবুলে শীতকালে দেখা যেত খাবারের সংকট। তাই আলোচ্য গল্পে আমরা প্রকৃতির এক বিপরীত  দৃশ্যের পরিচয় পাই। তাই উদ্দীপকে যেমন প্রকৃতির সৌন্দর্য্যের বর্ণনা করা হয়েছে তেমনি আলোচ্য গল্পে প্রকৃতির ভয়ানক রূপকে বর্ণনা করা হয়েছে।

 

Next Chapter Solutions :  

Updated: September 16, 2023 — 11:29 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *