NCTB Class 9 and 10 Bengali Chapter 11 জীবনে শিল্পের স্থান Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 11 জীবনে শিল্পের স্থান Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 11 জীবনে শিল্পের স্থান Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 11 জীবনে শিল্পের স্থান.

NCTB Solution Class 9 and 10 Chapter 11 জীবনে শিল্পের স্থান : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Eleven
Chapter Name জীবনে শিল্পের স্থান

NCTB Class 9 and 10 Bengali Chapter 11 জীবনে শিল্পের স্থান Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) সবচেয়ে বড় শিল্প কোনটি?

(ক) চারুশিল্প

(খ) জীবনশিল্প

(গ) স্থাপত্যশিল্প

(ঘ) কারুশিল্প

উত্তর :   

(খ) জীবনশিল্প

(২) জীবন-শিল্প বলতে কী বোঝায়?

(ক) গৃহের চারপাশ সুন্দর রাখা

(খ) মানস সৌন্দর্যের চর্চা করা

(গ) সুন্দরকে আরও গভীরভাবে জানা

(ঘ) চারপাশে শিল্পকলার প্রয়োগ ঘটানো

উত্তর :   

(ঘ) চারপাশে শিল্পকলার প্রয়োগ ঘটানো

নিচের উদ্দীপকটি পড়ে ৩- সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

পৃথিবীর সব ফুল একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে। আমরা দেখে বলি সুন্দর। এ নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকবে। এই এক নিয়ম মেনেই কত রকম ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে।

(৩) উদ্দীপকে জীবনে শিল্পের স্থানপ্রবন্ধের প্রতিফলিত দিকটি হলো

(i) জীবন-সৌন্দর্য

(ii) নিয়ন্ত্রিত জীবন

(iii) সৃষ্টির প্রয়াস

নিচের কোনটি সঠিক?

(ক) ii

(খ) iii

(গ) i ii

(ঘ) i, ii iii

উত্তর :   

(ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

মানুষের মন বলে, প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন- নকশিকাঁথা, রাতে বিছানায় গায়ে দিয়ে শোওয়ার জন্য একটি সামগ্রী- সেটা তো সুন্দর-অসুন্দর হওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুঁই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছেন গাঁয়ের বধূরা। নকশিকাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। এ কারণেই জ্ঞানীরা বলেন, ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করল আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল।

(ক) সমবায়িকশব্দের অর্থ কী?

উত্তর :  সমবায়িক শব্দের অর্থ হলো সম্মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার বা সম্পূর্ণ করার প্রয়াস বা প্রচেষ্টা। লেখক আমাদেরকে সম্মিলিত ভাবে আমাদের নিজের জীবন ও সমাজকে সুন্দর করে তোলার প্রচেষ্টা  করতে বলেছে।

(খ) আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে কেন?

উত্তর : লেখকের মতো সবচেয়ে বড়ো শিল্প হলো জীবন শিল্প। বাকি সব শিল্পই হচ্ছে জীবন শিল্পের এক একটি বিভাগ মাত্র। তাই যদি আমাদের জীবন শিল্পকে সার্থক করতে হয় তবে আমাদের জীবনের প্রত্যেকটি কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে হবে। জীবন শিল্পের প্রতিটি বিভাগকে সুষ্ট  ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তবেই আমরা আমাদের জীবন শিল্পকে সার্থক করে তুলতে পারবো।  তাই লেখক মানুষের জীবনকে সফল ও সুন্দর করে তোলার জন্য তাদের কর্মকাজকে নিয়ন্ত্রণ করতে বলেছে।

(গ) উদ্দীপকে জীবনে শিল্পের স্থানপ্রবন্ধে ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকে আলোচ্য গল্পের জীবনকে সুন্দর করে তোলার দিকটি প্রস্ফুটিত হয়েছে। উদ্দিপকেও বলা হয়েছে মানুষের মন বলে শুধু প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে। এই কথার মধ্য দিয়ে গল্পের জীবনকে সুন্দর করে তোলার ভাবটিকেই তুলে ধরা হয়েছে। লেখক যেমন বলেছে জীবনকে সুন্দর করে তোলার জন্য তার আশেপাশের সমস্ত জিনিসকে ও কর্মকাজকে সুন্দর করে তোলা প্রয়োজন। তেমনি উদ্দীপকে বলা হয়েছে মানুষের মন বলে শুধু প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে। ঠিক যেমন নকশিকাঁথা যা শুধু রাতে শোয়ার সময়েই ব্যবহার হয়। কিন্তু তাও গ্রামের মেয়ে বৌরা একে সুই সুতো দিয়ে রঙিন করে তোলে। তাই উদ্দীপকের এই কথা যেন গল্পের মূল কথাকেই তুলে ধরেছে। যে জীবন শুধু চললেই হবে না তাকে হতে হবে সুন্দরও ।

(ঘ) উল্লিখিত ফুটে ওঠা দিকটি জীবনে শিল্পের স্থানপ্রবন্ধের আংশিক প্রতিফলন মাত্র।” – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর :  উল্লিখিত ফুটে ওঠা দিকটি “জীবনে শিল্পের স্থান” প্রবন্ধের আংশিক ভাবকেই প্রতিফলিত করেছে। আলোচ্য গল্পের লেখকের মতে সবচেয়ে বড়ো শিল্প হচ্ছে জীবন শিল্প। এই জীবন শিল্পকে সার্থক করতে হলে আমাদের সকল কর্মকাজকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কাজের মধ্যে দিয়ে জীবনকে সুন্দর করে তুলতে হবে। আর জীবনকে সুন্দর করে তোলার জন্য আমাদের চার পাশের সব কিছুকেই অর্থাৎ আমাদের বাড়িঘর, আসবাবপত্র, রাস্তাঘাট, ইত্যাদিকে সুন্দর করে তুলতে হবে। আর এই সব কারো পক্ষে একা করা সম্ভব নয়। তাই আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ইহাকে সম্বব করিতে হবে। উদ্দীপকে মানুষের মনের কথা বলা হয়েছে। মানুষের নিজস্ব শখের কথা বলা হয়েছে। এখানে মানুষের মন ও শরীরকে তৃপ্ত করার জন্য সৌন্দর্য্যের কথা বলা হয়েছে। কিন্তু লেখক শুধু নির্দিষ্ট মানুষের নয় সমগ্র সমাজের ও সমগ্র মানুষের জীবন শিল্পকে  সম্মিলিত ভাবে সুন্দর ও সফল করে তোলার কথা বলেছেন। তাই উদ্দীপকটিকে আলোচ্য প্রবন্ধের আংশিক প্রতিফলন মাত্র বলা হয়েছে।

 

Next Chapter Solutions :  

Updated: September 14, 2023 — 2:34 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *