NCTB Class 9 and 10 Bengali Chapter 1 প্রত্যুপকার Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 1 প্রত্যুপকার Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 1 প্রত্যুপকার Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 1 প্রত্যুপকার.

NCTB Solution Class 9 and 10 Chapter 1 প্রত্যুপকার : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter One
Chapter Name প্রত্যুপকার

NCTB Class 9 and 10 Bengali Chapter 1 প্রত্যুপকার Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন ?

(ক) বাগদাদ

(খ) ডেমাস্কাস

(গ) সিরিয়া

(ঘ) ইরান

উত্তর : (ক) বাগদাদ

উদ্দীপকটি পড়ে ২-সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

সে বিস্ময়াবহ কাহিনি শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন। বহুদিনের বিদ্বেষভাব দূরে গেল, ভক্তিতে অন্তর আর্দ্র হইল। প্রেমের জয় হইল। নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান। তাঁহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইলধন্য হাতেম, ধন্য তাহার কুল!

(২) নৃপতির মাধ্যমে ‘প্রত্যুপকার’ গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ?

(ক) বদান্যতা

(খ) মহানুভবতা

(গ) দানশীলতা

(ঘ) ঔচিত্যবোধ

উত্তর : (খ) মহানুভবতা

সৃজনশীল প্রশ্ন :

চুরির অভিযোগে কিছুলোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয়, সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল।

(ক) প্রত্যুপকারশব্দের অর্থ কী ?

উত্তর : প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার করা। কোনো ব্যাক্তি বিপদে পড়লে তাকে যখন কেউ সাহার্য্য করে তখন সেই ব্যাক্তি হয় উপকারী। কিন্তু ঘটনা ক্রমে যখন সেই উপকারী ব্যাক্তি কোনো বিপদে পরে তখন সেই ব্যাক্তিকে উপকার পাওয়া ব্যাক্তি যদি সাহার্য্য করে তখন তাকে প্রত্যুপকার বলে। এক কথায় উপকারীর উপকার করলে তাকে প্রত্যুপকার বলা হয়।

(খ) খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন?

উত্তর : আলী আব্বাসকে খলিফা একদিন একজন ব্যাক্তিকে তার আপন আলয়ে নিয়ে গিয়ে রুদ্ধ করে রাখার আদেশ দিয়েছিলেন। আব্বাস খলিফার আদেশ অনুযায়ী সেই ব্যাক্তিকে নিজের আলয়ে নিয়ে গিয়ে অতি সাবধানে রুদ্ধ করে রাখলেন। পরে সেই ব্যাক্তিকে জিজ্ঞেস করলে সে জানতে পারে যে তার বাড়ি ডেমাস্কাসে। এই ডেমাস্কাসের কথা শুনে আব্বাসের মনে পরে যায় কি ভাবে একজন দয়াবান ব্যাক্তি তার প্রাণরক্ষা করেছিলেন। এই সব শুনে সেই ব্যাক্তি বলেন যে তিনিই সেই ব্যাক্তি। এরপর আলী আব্বাস তাকে সাহার্য্য করার জন্য ব্যাতিব্যাস্ত হয়ে উঠেন। আব্বাস তাকে পালানোর জন্য সাহার্য্য করতে চাইলেও সে  অস্বীকার করে এবং বলেন সে যদি তাকে ছেড়ে দেন তাহলে খলিফা তার প্রাণ নিয়ে নেবেন। এরপর পরের দিন সকালে যখন খলিফা সেই বন্দিকে নিয়ে আসার জন্য আদেশ দেন তখন আব্বাস খলিফার কাছে সে ব্যাক্তির মুক্তি কামনা করেন এবং খলিফাকে ওই সকল ঘটনার কথা খুলে বলেন। তখন আব্বাস খলিফাকে বলেন যে এই রূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ কি করে দুরাচর হতে পারেন। এই সকল কথা শুনে খলিফা কিছুক্ষন মৌন হয়ে গেলেন।  এবং পরে সেই ব্যাক্তিকে প্রান্দন্ড হতে অব্যহতি দিলেন।

(গ) উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

উত্তর : এই ঘটনাটি প্রত্যুপকার গল্পের আলী আব্বাসের প্রাণরক্ষার ঘটনাটি স্বরণ করিয়ে দেয়। ডেমাস্কাসের পুরোনো রাজা পদচুত্য হয়েছেন এবং নতুন রাজা সিংহাসনে বসেছেন। এই জন্য আলী আব্বাসরা সেখানে গিয়েছিলেন। কিন্তু পুরাতন রাজা আক্রমণ করলে সবাই প্রাণভয়ে পালিয়ে যান। সেখান একজন ধনবান ব্যাক্তি তার বাড়ীতে আব্বাসকে এক মাস রেখে তার প্রাণ রক্ষা করেছিলেন। পরবর্তী সময়ে সে দয়াবান ও পরোপকারী ব্যাক্তিটি আলী আব্বাসের দেশে খলিফার কাছে বন্দি হয়েছিল এবং ঘটনাক্রমে আলী আব্বাসের বাড়িতেই তাকে রুদ্ধ করে রাখা হয়েছিল। আলী আব্বাস যখন জানতে পারেন নিজে এই ব্যাক্তি আসলে সেই উপকারী ব্যাক্তি তখন সে অপ্রাণ চেষ্টা করে সেই ব্যাক্তির প্রাণ রক্ষা করেছিল। উদ্দীপকের বন্দির ঘটনা গল্পের এই ঘটনাটির কথা স্বরণ করিয়ে দেয়।

(ঘ) আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একে অপরের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি।‘ – বিশ্লেষণ কর।

উত্তর : গল্পের আলী ইবনে আব্বাস ও উদ্দীপকের আমজাদ উভয়েই বন্দি কর্তৃক উপকৃত হয়েছিল কিন্তু তারা একে অপরের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। করুন দুজন বন্দির পরিণতি হয়েছিলো  ভিন্ন। আলী আব্বাস তার উপকারীর রক্ষার জন্য প্রানপন চেষ্টা করেছিল এবং তাকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু অপরদিকে, আমজাদ তার উপকারীকে চিনতে পারলেও নিজের বিপদের কথা ভেবে তাকে না চেনার ভান করেন। এবং উপকারীকে বিপদের মুখে ঠেলে দেন। তাই একদিকে আলী ইব্ন আব্বাস তার উপকারীকে রক্ষা করে দায়িত্বজ্ঞানতার ও কর্ত্তব্যপরায়ণতার পরিচয় দিয়েছেন। অপরদিকে, আমজাদ নিজের কথা ভেবে তার উপকারীকে না চেনার ভান করে অমানবিকতা ও স্বার্থপরতার পরিচয় দিয়েছেন। আলী আব্বাস  নিজের প্রাণের ভয় না করে উপকারী বন্দিকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত করতে চেয়েছিলো।  এই কারণে উদ্দীপকের আমজাদ ও গল্পের আলী ইব্ন আব্বাস একে অপরের প্রতিনিধিত্ব করতে পারে নি। তারা দুজনে তাদের কর্মের মাধ্যমে নিজেদের এক ভিন্ন চরিত্রের বহিঃপ্রকাশ করেছিল।

 

Next Chapter Solutions :  

Updated: September 14, 2023 — 2:30 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *