NCTB Class 9 and 10 Bengali Chapter 5 দেনাপাওনা Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 5 দেনাপাওনা Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 5 দেনাপাওনা Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 5 দেনাপাওনা.

NCTB Solution Class 9 and 10 Chapter 5 দেনাপাওনা : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Five
Chapter Name দেনাপাওনা

NCTB Class 9 and 10 Bengali Chapter 5 দেনাপাওনা Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন?

(ক) ভাদ্র

(খ) আশ্বিন

(গ) কার্তিক

(ঘ) অগ্রহায়ণ

উত্তর : (খ) আশ্বিন

(২) শাস্ত্রশিক্ষা, নীতিশিক্ষা একেবারে নাই‘- একথা বলার কারণ কী?

(ক) মুখে মুখে কথা বলা

(খ) ধর্মীয় বিধিনিষেধ না মানা

(গ) পণের টাকা উপেক্ষা করা

(ঘ) বাবার অমতে বিয়ে করা

উত্তর : (ঘ) বাবার অমতে বিয়ে করা

উদ্দীপকটি পড়ে ৩-সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

গনি মিয়া একজন কৃষক। ইতোমধ্যে চাষাবাদ করে আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছে। একমাত্র ছেলের বিয়ে দেয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে অনেক প্রস্তাব আসতে শুরু করল। গ্রামের লোকজন ধরল ধুমধামের সঙ্গে বিয়ের উৎসব করার জন্য। আর এতে গনি মিয়াকে চড়া সুদে ধার করতে হলো মোটা অঙ্কের টাকা। একসময় সবকিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়।

(৩) উদ্দীপকের গনি মিয়ার সঙ্গে দেনাপাওনাগল্পের রামসুন্দরের মিল হলো – –

(i) অদূরদর্শী পরিকল্পনা

(ii) ঋণগ্রস্ত অবস্থা

(iii) সন্তানবাৎসল্য

নিচের কোনটি সঠিক ?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :  (ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

হৈমুর বাবা পেশায় অধ্যাপক। তাঁর একমাত্র মেয়েকে বৌ করে ঘরে তুলতে অনেকের আগ্রহ। তাদের বিশ্বাস হৈমুর বাবার সমস্ত সম্পত্তির মালিক হবে হবু বর। এ লড়াইয়ে বিজয়ী হলো অপূর্বদের পরিবার। শ্বশুরবাড়িতে বউয়ের মর্যাদা অশেষ। একসময় তারা জানতে পেল, অগাধ ধনসম্পত্তি দূরে থাক, মেয়ের বিয়েতে বাবা মোটা অঙ্কের ঋণ করেছেন। এতে শ্বশুরবাড়িতে হৈমুর প্রতি ভালোবাসা এবং তার বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির এতটুকু ঘাটতি কখনোই দেখা দেয়নি। বরং তাঁকে ঋণ থেকে মুক্তি দেয়ার জন্য এগিয়ে যায় হৈমুর শ্বশুর।

(ক)  নিরুপমার বিয়েতে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?

উত্তর : নিরুপমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাক পণ চেয়েছিলো। এবং এই বিপুল পরিমান অর্থের পাশাপাশি আরো বহুল দানসামগ্রী।

(খ) বর্তমান শিক্ষার বিষময় ফলবলতে লেখক কী বুঝিয়েছেন?

উত্তর :  বর্তমান শিক্ষার বিষময় ফল বলতে লেখক এখানে রায়বাহাদুর বাবুর ছেলের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠাকে বুঝিয়েছেন। কারণ যখন রায়বাহাদুর বাবু যৌতুকের টাকা পুরো না পাওয়ায়  বিয়ে বন্ধ করার জন্য ঝামেলা করছিলেন তখন তার ছেলে বাবার অমতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তার যৌতুকের টাকার প্রতি কোনো ভ্রুক্ষেপ ছিল না। তখন ছেলেকে অবাধ্য হয়ে উঠতে দেখে বাবা রায়বাহাদুর হতোদ্যম হয়ে বসে পড়লেন।

(গ) উদ্দীপকের হৈমুর বাবার সঙ্গে দেনাপাওনাগল্পের নিরুপমার বাবার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের হৈমুর বাবা ও দেনাপাওনা গল্পের নিরুপমার বাবার সাদৃশ্য ছিল একটাই যে মেয়ের বিয়ে দিতে গিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তাদের পরিস্থিতি হয়ে উঠেছিল করুন। গল্পে নিরুপমার বাবা ভালো ঘরের পাত্র পেয়েছিলেন। কিন্তু তাদের প্ণের পরিমান ছিল তার ধরাছোয়ার বাইরে। কিন্তু মেয়ের ভালো থাকার কথা ভেবে তিনি তাতেও রাজি হয়ে যান। এরফস্বরূপ তার দুর্গতিপূর্ণ অবস্থা হয়ে উঠেছিল। অন্যদিকে হৈমুর বাবা ছিলেন অধ্যাপক কিন্তু তার বিয়ের জন্য তার বাবার প্রচুর টাকার ঋণ করতে হয়েছিল। এরফলে তাকে পড়তে হয়েছিল চরম বিপদে।

(ঘ) উদ্দীপকের হৈমু ও দেনাপাওনাগল্পের নিরুপমাকে একসূত্রে গাঁথা যায় কি?”- যুক্তিসহ প্রমাণ কর।

উত্তর : উদ্দীপকের হৈমু ও দেনাপাওনা গল্পের নিরুপমার মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও তাদের পরিণতি হয়েছিল ভিন্ন তাই তাদের একসূত্রে গাঁথা যায় না। গল্পের নিরুপমার বাবা ছিল গরিব বিয়েতে তার বাবা পণের সম্পুর্ন্ন অর্থ প্রদান করতে না পারার জন্য তার বিয়ে প্রায় ভাঙতে বসেছিল। কিন্তু ছেলে তার বাবার পণের কথা না শুনে তা অমতে বিয়ে করেছিল। কিন্তু নিরুপমার সৌভাগ্য হয়নি বরং জুটেছিল দুর্ভাগ্য। বিয়ের পরথেকেই তার উপর চলেছিল শারীরিক ও মানসিক অত্যাচার। অসুস্থতার সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য তাকে মৃত্যু বরণ করতে হয়েছিল । অপরদিকে, উদ্দীপকের হৈমুর বাবা ছিল অধ্যাপক সবাই তার সম্পত্তির জন্য তার মেয়েকে নিজের ঘরের বৌ করে নয় আসার জন্য লড়াই করছিলো। অবশেষ হৈমুর বিয়ে সম্পন্ন হলো। শশুর বাড়িতে তার আঘাত আদর। সবাই তাকে মাথায় করে রাখে। কিন্তু একদিন জানা গেলো যে তার বাবার আর কিছুই নেই, মেয়ের বিয়েতে খরচ করতে গিয়ে আঘাত ঋণ করে ফেলেছিলেন এর ফলে তার অবস্থা হয়েছিল বড়োই দুর্গতির। কিন্তু এই খবর পেয়ে হৈমুর শশুর বাড়িতে আদরের এতটুকু খামতি হয়নি উল্টে তার শশুরমশাই তার বাবাকে সাহার্য্য করার জন্য এগিয়ে এসেছিলো। এই কারণে উদ্দীপকের হৈমুর সাথে দেনাপাওনা গল্পের নিরুপমাকে একসূত্রে গাঁথা যায় না।

 

Next Chapter Solutions :  

Updated: September 14, 2023 — 2:32 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *