NCTB Class 9 and 10 Bengali Chapter 28 তথ্য প্রযুক্তি Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 28 তথ্য প্রযুক্তি Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 28 তথ্য প্রযুক্তি Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 28 তথ্য প্রযুক্তি.

NCTB Solution Class 9 and 10 Chapter 28 তথ্য প্রযুক্তি : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Twenty Eight
Chapter Name তথ্য প্রযুক্তি

NCTB Class 9 and 10 Bengali Chapter 28 তথ্য প্রযুক্তি Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) ফাইবার অপটিকে কীসের ভেতর দিয়ে তথ্য পাঠানো হয়?

(ক) তামার তারের

(খ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গে

(গ) কাচের তন্তুর

(ঘ) কার্বনের তন্ত্রর

উত্তর :

(গ) কাচের তন্তুর

(২) তথ্য প্রযুক্তির বিপ্লবে নেতৃত্ব নিতে হলে যে বিষয়ে দক্ষ ও পরিচিত হওয়া প্রয়োজন, তা হচ্ছে

(i) গণিত

(ii) ইংরেজি

(iii) কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে একটি ল্যাপটপ, একটি মডেম ও একটি প্রজেক্টর নিয়ে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল ক্লাস নেয়ার কার্যক্রম। শিশুদের ইংরেজি বর্ণমালা শেখানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত শব্দগুলো স্থান পাচ্ছে। শিক্ষার্থীরা ই-মেইল, ইন্টারনেট সম্পর্কে জানতে পারছে। মানুষের সৃজনশীল কাজকে সহায়তা প্রদান, সংরক্ষণ করা, তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে প্রধানতম ভূমিকা পালন করছে কম্পিউটার রাশেদ অনুভব করলো তথ্যের মহাসড়কে যোগ্যতম সঙ্গী হওয়াই জাতীয় কর্তব্য।

(৩) তথ্য প্রযুক্তিপ্রবন্ধের যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত হয়েছে তা হলো- –

(ক) কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন

(খ) প্রযুক্তির উৎকর্ষ সাধন

(গ)  তথ্যপ্রযুক্তি বিপ্লবে যোগদান

(ঘ) কম্পিউটারে দক্ষ হওয়া

উত্তর :

(গ)  তথ্যপ্রযুক্তি বিপ্লবে যোগদান

(৪) উদ্দীপকের অনুভব তথ্য প্রযুক্তিপ্রবন্ধের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

(ক) বর্তমান পৃথিবীটা হচ্ছে তথ্য প্রযুক্তির পৃথিবী

(খ) আগে কম্পিউটারের কাজ ছিল কল্পবিজ্ঞানের মতো

(গ) তথ্যপ্রযুক্তির বিপ্লবের পিছনে রয়েছে ডিজিটাল কম্পিউটার

(ঘ) ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় ব্যবস্থা গড়ে উঠেছে।

উত্তর :

(ক) বর্তমান পৃথিবীটা হচ্ছে তথ্য প্রযুক্তির পৃথিবী

সৃজনশীল প্রশ্ন :

সোনিয়া আমেরিকার এম. আই. এস. টি-তে ভর্তি হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যাবতীয় তথ্য সে ইন্টারনেটের মাধ্যমে জোগাড় করলো। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ই- মেইল ঠিকানা জেনে সোনিয়া তাদের সাথেও যোগাযোগ স্থাপন করলো। ইন্টারনেটের মাধ্যমে ভর্তি হবার সব তথ্য জেনে সোনিয়ার মনে হলো তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হলেই এদেশ সমৃদ্ধ হতে পারবে।

(ক) জি.পি.এস. কী?

উত্তর : জি.পি.এস এর পুরো নাম হল Global Positioning System এর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান সুনির্দিষ্ট ভাবে খুঁজে বের করতে পারি। এই প্রযুক্তিকে ব্যাবস্থার করে বর্তমান যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়ে উঠেছে। পৃথিবী পৃষ্ঠ থেকে রকেটের মাধ্যমে অনেক গুলো উপগ্রহকে পৃথিবীর চারিদিকে প্রেরণ করা হয়েছে এই উপগ্রহগুলি অনবরত আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। আর এই উপগ্রহ গুলিই আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান জানিয়ে দিতে পারে। আধুনিক যানবাহন থেকে, ট্রেন, প্লেন, জাহাজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য জি.পি.এস কে ব্যবহার করে। বর্তমানে যোগাযোগ করার জন্য জি.পি.এস এক অতিআবশ্যিক মাধমে হিসেবে কাজ করেছে।

(খ) মোবাইল টেলিফোন বুদ্ধিমান যন্ত্রকেন?

উত্তর : আগেকার দিনের টেলিফোনকে বুদ্ধিহীন যন্ত্র বলা হতো কারণ এই যন্ত্রের সাহার্য্যে শুধু কথা বলা   এবং শোনা যেত। কিন্তু বর্তমানের মোবাইলে শুধু কথা বলা বা শোনা যাওয়া ছাড়াও ফটো তোলা, গান সোনা’, ভিডিও বানানো, গেম খেলা, ম্যাসেজ পাঠানো, রেডিও শোনা, ইন্টারনেট ব্যবহার করা সব কিছুই অনায়াসে করা যায়। বর্তমানে মোবাইল একটি ছোট কম্পিউটার থেকে কিছু কম নয়। মোবাইল নিজেই একটি কম্পিউটারে পরিণত হয়েছে। তাই আলোচ্য পাঠে ‘মোবাইল টেলিফোনকে’ একটি বুদ্ধিমান যন্ত্র বলা হয়েছে।

(গ) উদ্দীপকটিতে তথ্য প্রযুক্তিপ্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর ।

উত্তর : উদ্দীপকটিতে আলোচ্য “তথ্য প্রযুক্তি’ প্রবন্ধের প্রযুক্তির বিকাশের দিকটি  প্রকাশিত হয়েছে। আলোচ্য প্রবন্ধে যেমন বলা হয়েছে যে বর্তমানে প্রযুক্তির বিকাশ ঘটাতে পারলে তবেই দেশের উন্নতি সম্ভব। উদ্দীপকের সোনিয়া সেই কথাটিই যেন প্রমান করেছে। প্রযুক্তির বিকাশের সাথে সাথে সাধারণ মানুষ হয়ে উঠে বুদ্ধিমান ও অনেক বেশি উন্নত। যেমন ইন্টারনেটের জন্য মানুষ বর্তমানে ঘরে বসেই পুরো বিশ্বের খবর রাখতে পারে। যোগাযোগ করতে পারে একদেশ থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশে। ঘরে বসেই করা যায় বিভিন্ন কাজ। তেমনি আবার প্রযুক্তির উন্নতির সাথে সাথে যে কোন দেশের যোগাযোগ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নত হয়ে উঠে। উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকার দরুন আপাতকালীন পরিষেবা অনেক বেশি দ্রুত হয়ে উঠে। দেশের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে চোখের নিমিষেই খবর চলে যায়। অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ সব জায়গাতেই আধুনিক প্রযুক্তি বিশেষ ভূমিকা রেখেছে। আজকাল ছাত্র ছাত্রীরা তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশের বা দেশেরই দূরের কোনো কলেজ বা বিশ্বিদ্যালয়ে স্বশরীরে উপস্থিত না হয়ে পড়াশোনা করতে পারে ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে।

(ঘ) উদ্দীপকে তথ্য প্রযুক্তিপ্রবন্ধের মূল ভাবনা উন্মোচিত হয়নি।মূল্যায়ন কর।

উত্তর : উদ্দীপকটিতে আলোচ্য ‘তথ্য প্রযুক্তি’ প্রবন্ধের মূল ভাবনাটি প্রকাশিত হয়নি কারন উদ্দীপকটি শুধু তথ্যপ্রযুক্তির একটি মাত্র অংশকে তুলে ধরেছে। উদ্দীপকে শুধু ইন্টারনেটের সুবিধা ও উপকারিতার কথা প্রতিফলিত হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি শুধু ইন্টারনেটের মধ্যেই সীমিত নয়। এর ব্যাপকতা বিশাল। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে দেশের সুরক্ষা সর্বক্ষেত্রে তথ্যও প্রযুক্তি বিশেষ ভূমিকা নিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদের সুবিধা প্রদান থেকে হসপিটালে রোগীদের চিকিৎসায় আজ তথ্য প্রযুক্তি হয়ে উঠেছে এক বিশেষ মাধ্যম। আধুনিক বিশ্বের নতুন শিল্প বিপ্লবে তথ্য প্রযুক্তি সবচেয়ে গুরুপ্তপূর্ণ। যে দেশ তথ্য প্রযুক্তিতে যত বেশি উন্নত সেই দেশ ততটাই শক্তিশালী হয়ে উঠবে এবং সবার থেকে এগিয়ে যাবে। তাই উন্নত হতে গেলে তথ্য প্রযুক্তিকে আয়ত্ত করতে হবেই না হলে পিছিয়ে পড়তে হবে সবার থেকে। তথ্য প্রযুক্তি যে কোনো দেশের সার্বিক উন্নয়নে সাহার্য্য করে। এটাই তথ্য প্রযুক্তির মূল ভাবনা।

 

Next Chapter Solutions :  

Updated: September 20, 2023 — 2:37 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *