NCTB Class 9 and 10 Bengali Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন .

NCTB Solution Class 9 and 10 Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Fifteen
Chapter Name উপেক্ষিত শক্তির উদ্বোধন

NCTB Class 9 and 10 Bengali Chapter 15 উপেক্ষিত শক্তির উদ্বোধন Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের ওপর নির্ভর করছে?

(ক) ছয় আনা

(খ) আট আনা

(গ) দশ আনা

(ঘ) বারো আনা

উত্তর :

(গ) দশ আনা

(২) আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?

(ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা

(খ) গণজাগরণের অভাব

(গ) স্বপ্নরাজ্যে বিচরণ

(ঘ) ব্যক্তিকে প্রাধান্য দেওয়া

উত্তর :

(ক) মেহনতি মানুষদের প্রতি অবহেলা

নিচের উদ্দীপকটি পড়ে ৩ – সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।

(৩) উপেক্ষিত শক্তির উদ্‌বোধনপ্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে?

(ক) অসাম্প্রদায়িকতার

(খ) সত্যবাদিতার

(গ) ভ্রাতৃত্ববোধের

(ঘ) সাম্যবাদিতার

উত্তর :

(গ) ভ্রাতৃত্ববোধের

সৃজনশীল প্রশ্ন :

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

(ক) ব্যক্তির সমষ্টিকে এক কথায় কী বলা যায়?

উত্তর : ব্যাক্তিকে সমষ্টিকেই এক কোথায় জাতি বলা হয়। আর এই জাতিকে নিয়েই গড়ে উঠে কোনো দেশের গণতন্ত্র। সমগ্র জাতির উন্নতি হলেই দেশের উন্নতি সম্ভব হবে। তাই কোনো দেশের জাতিকেই সেই দেশের মেরুদন্ড বলা যায়।

(খ) আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?

উত্তর : আমাদের দেশে জনশক্তি গঠন হতে না পাড়ার সবথেকে বড়ো কারণ হলো আমাদের দেশের জনগোষ্ঠীর মধ্যে ভেদা ভেদ। আমাদের দেশে উচ্চ সমাজ সবসময় নিচু সমাজকে অবহেলিত করে চলেছে। তারা নিম্নজাতির লোকেদেরকে মানুষ বলে ভাবে না। কিন্তু মানুষের মধ্যে কি কোনো ভেদা ভেদ থাকে? এর ফলে নিম্ন জাতির লোকেরা নিজেদেরকে নিম্ন ও ক্ষুদ্র ভাবে। তাদের চরিত্রে ফুটে উঠে তাদের মধ্যে অহেলিত ও ক্ষুদ্রতার পরিচয়। তারা নিজেদেরকে মানুষ ভাবতেই ভুলে গিয়েছে। কিন্তু এই উচ্চশ্রেণীর মানুষেরা এটা ভুলে গিয়েছে যে কোনো দেশের উন্নতি শুধু সেই দেশের সমগ্র জাতির উন্নতি দ্বারাই সম্ভব। আমাদের দেশের জনজাতির এই ভেদাভেদে যা কোনো দিনও সম্ভব হবে না। যত দিন উচ্চ জাতির লোকের সারা জীবন নিচুজাতির লোকেদের ওপর নিপীড়ন চালিয়ে যাবে ততো দিন আমাদের দেশ অবনিত হতে থাকবে। আর  এই উচ্চশ্রেণী ও নিম্নশ্রেণীর ভেদাভেদের জন্যই আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না।

(গ) উদ্দীপকের মজুর, মুটে ও কুলি’ ‘উপেক্ষিত শক্তির উদবোধনপ্রবন্ধের কাদের সমার্থক? ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের মুজুর, মুটে, ও কুলি হলে আলোচ্য প্রবন্ধের “ছোটোলোক” সম্প্রদায়ের সমার্থক। উদ্দীপকের এই মুজুর, মুটে, কুলি সমাজের হিসেবে নিম্ন স্তরের কাজ। এই সমস্ত মানুষ নিজেদের জীবন অতিবাহিত করার জন্য সমাজের বড়লোকদের দাসত্ত্ব স্বীকার করে। এই প্রকারের লোকেরা হয় মূর্খ বা স্বল্প শিক্ষিত তাই উচ্চশিক্ষিত বা বেশি শিক্ষিত লোকের নিজেদের সমসাময়িক ভাবে না। গল্পের “ছোটলোকদের” মতো এরাও সমাজের বড়োলোকেরদের দ্বারা নিপীড়িত হয়। অথচ এরা ছাড়া সমগ্র দেশ অচল। এই খেটে খাওয় নিচুজাতীর লোকেরা যদি না থাকে তাহলে এদের কাজ গেলো কে করবে তথাকথিত সেই বড়োলোক সম্পদায়ের শিক্ষিত লোকেরা। কিন্তু এতো কিছুর পর বড়োলোকের এই শ্রেণীর লোকেদের উপরে শোষণ চালায় এবং মুজুর, মুটে,ও কুলিরা নিজেদের উচ্চ স্বপ্নকে মেরে ফেলে দাসত্বতার পীড়া গ্রহণ করে। তাই বলা যায় উদ্দীপকের এই মজুর, মুটে ও কুলিরা যেন সমর্থন করেছে আলোচ্য গল্পের “ছোটোলোক” সম্পদায়কে।

(ঘ) উদ্দীপকের মূলভাব উপেক্ষিত শক্তির উদবোধনপ্রবন্ধের খণ্ডাংশ মাত্র।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর :

উদ্দীপকের মূলভাব আলোচ্য “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধরেনি এর শুধু  খণ্ডাংশ মাত্র। উদ্দীপকে শুধু নিচু সম্প্রদায়ের মানুষের গুণগান করা হয়েছে। তাদের দ্বারা নব উথানের কথা বলা হয়েছে। মুজুর, কুলি, মুটেদেরকে প্রকৃত মানুষ বলা হয়েছে। লিন্টু লেখক গল্পে বলেছেন সমাজের সাথে সাথে দেশের উন্নয়ন ও বিকাশ করতে হলে সমগ্র জনগোষ্ঠীকে একত্রিত হবে। এক ওপরের উন্নতি সাধন করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে আগে এক হতে হবে। সবচয়ে বড়ো ধর্ম হলো মানব ধর্ম এর উপরে কিছু নাই । তবেই আমরা সকল জনগোষ্ঠীর উন্নয়নের সাথে সাথে দেশের ও সমাজের উন্জয়ন করতে সংখ্যম হবো। কিন্তু উদ্দীপকে এ বিষয়ে কোন ভাব খুঁজে পাওয়া যায় না। কারণ উদ্দীপকে দেশের উন্নয়ন না সমাজের নিপীড়িত “ছোটোলোক” সম্প্রদায়য়ের উন্নয়ন ও তাদের প্র্যাপের কথা বলা হয়েছে।

 

Next Chapter Solutions :  

Updated: September 14, 2023 — 2:35 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *