NCTB Class 8 BGS Chapter 10 বাংলাদেশের সামাজিক সমস্যা Solution/Guide

NCTB Class 8 BGS Chapter 10 বাংলাদেশের সামাজিক সমস্যা Solution/Guide

Bangladesh Board Class 8 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 10 বাংলাদেশের সামাজিক সমস্যা. Solution for Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 8 Chapter 10 বাংলাদেশের সামাজিক সমস্যা : 

Board NCTB Bangladesh Board
Class 8
Subject BGS
Chapter দশম অধ্যায়
Chapter Name বাংলাদেশের সামাজিক সমস্যা

বাংলাদেশের সামাজিক সমস্যা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 8 BGS Chapter 10 বাংলাদেশের সামাজিক সমস্যা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?

(ক) দারিদ্র্য

(খ) আদর-যত্নের অভাব

(গ) বিবাহবিচ্ছেদ

(ঘ) চিত্তবিনোদনের অভাব

উত্তর :

(ক) দারিদ্র্য

(২) মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-

(i) ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া

(ii) নৈতিক মূল্যবোধ শেখানো

(iii) মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) 1ও ৷৷৷

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

তারিক মাতা-পিতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই বিরক্ত করে।

(৩) তারিকের আচরণটিতে কী প্রকাশ পায়?

(ক) শিশু অপরাধ

(খ) মূল্যবোধের অবক্ষয়

(গ) মাদকাসক্তি

(ঘ) নিঃসঙ্গতা

উত্তর :

(খ) মূল্যবোধের অবক্ষয়

(৪) উদ্দীপকে বর্ণিত তারিকের আচরণের ফলে-

(i) বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে

(ii) মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না

(iii) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন : 

(১) জনাব সাঈদ লক্ষ করলেন কয়েক মাস যাবত তার মেয়ে বিদ্যালয়ে একা যেতে সংকোচবোধ করছে। কারণ তার এলাকার ১৫-১৬ বৎসর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদেরকে নানাভাবে উত্যক্ত করে। বিষয়টি তাকে চিন্তিত করে তোলে। তিনি এ সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন।

(ক) মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে?

উত্তর : মাদকাসক্তি রোধে তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। মাদকাসক্তি রোধের জন্য প্রতিরোধমূলক ব্যাবস্থায় সবচেয়ে বেশি কার্যকর। তরুণদেরকে বিভিন্ন মাধ্যমে মাদকাসক্তির কুফলের সম্পর্কে সচেতন করতে হবে। মানব সমাজে বিশৃঙ্খলা এবং সকল অসামাজিক কর্মকান্ডের জন্য দায়ী এই মাদকাসক্তি। তাই তরুণদের মাধক গ্রহণে না, ধূমপানে না, মাদক জাতীয় বস্তূ সেবনে না, এবং মাদকাসক্ত সঙ্গীদের থেকে দূরে থাকার প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করতে হবে।

(খ) অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ- বুঝিয়ে লেখ।

উত্তর : বর্তমান আধুনিক সময়ে পৃথিবীর সকল সংস্কৃতি পরস্পরের সাথে মিলিত হতে পেরেছে। প্রত্যেক সংস্কৃতির আলাদা আলাদা বৈচিত্র থাকে যার কারণে মানুষ নিজের সংস্কৃতির সাথে অন্য   সংস্কৃতির সমন্বয় ঘটাতে উদ্বুদ্ধ হয়। সংস্কৃতির এই টানাপোড়নে সমাজের তরুণরা বিভ্রান্ত ও লক্ষভ্রষ্ট হচ্ছে। এছাড়া এই আধুনিক যুগে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গিয়েছে বিনোদনের বিভিন্ন মাধ্যম যেমন চলচ্চিত্র, টিভি, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার প্রভৃতি। এই সকল স্থানে বিভিন্ন ভাবে তরুণদেরক বিভিন্ন আসক্তিকর দ্রব্য গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এর ফলে অনেক অল্প বয়স্ক তরুণ-তরুণীরা এই সকল দ্রব্যকে সেবন করার জন্য উদ্বুদ্ধ হয়। এই সকল ঘটনা সামজের অপসংস্কৃতির ফল।

(গ) কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাঈদ চিন্তিত-ব্যাখ্যা করো।

উত্তর : জনাব সাঈদ সমাজের কিশোর অপরাধের জন্য চিন্তিত হয়েছেন। সামজের দারিদ্রতা, অশিক্ষা, ধর্মীয় কুসংস্কার, পারিপার্শিক অরাজকতা, কিশোরদের প্রতি পরিবারের অসাবধানতা ইত্যাদি কারণে সামজের অল্প বয়সের তরুণদের মধ্যে অপরাধমূলক চিন্তার উদ্বুদ্ধ ঘটে। এই বয়সে সকল কিশোর-কিশোরী নতুন নতুন বিপদজনক কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়। এই সময় এই কিশোর কিশোরীদেরকে সঠিক শিক্ষা ও সঠিক পথ প্রদর্শক না করলে তারা সমাজের বিভিন্ন অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে যায়। এই সমস্যার মধ্যে অন্যতম হলো পথে ঘাটে মেয়েদেরকে উতক্ত করা। যা উদ্দীপকের জনাব সাঈদ লক্ষ করতে পেয়েছেন। তাদের এলাকার মধ্যে কিছু কিশোর এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। কিশোরদের এই সকল ঘটনার জন্য বর্তমানে মেয়েদের বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হতে হয় এবং নিরাপত্তার অভাবে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।

(ঘ) জনাব সাঈদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো।

উত্তর : জনাব সাঈদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা নির্ভর করে কার্যকারিতার বাস্তবায়নের উপর। সমাজের কিশোর মধ্যে যে অপরাধ মূলক ভাবনার জন্ম হয়েছে তা এখনই দমন বা রোধ করা না গেলে ভবিৎষতে এর মারাত্বক ক্ষতিকরূক প্রভাব বিস্তার হবে। তাই জনাব সাঈদ তাদের এলাকার সকল অভিভাবকের সঙ্গে আলোচনার যে উদ্যেগ নিয়েছেন তা একদম সঠিক সিদ্ধান্ত  এবং কার্জকারীও। কিশোরদেড়কে সঠিক পথে চালিত করা যেমন প্রত্যেক মাতাপিতার কর্তব্য। কিশোরদের সব রকম অপরাধ মূলক কাজ কর্ম থেকে দূরে রাখতে এবং সঠিক শিক্ষা প্রদানের জন্য অভিভাবকরাই সবচেয়ে কার্যকরী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে। সামজের সর্বস্তরে শিক্ষার ব্যাপ্তি পৌঁছে দিলে অনেক কম সময়েই সমাজের সকল অপরাধমূলক কাজ কর্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *