NCTB Class 9 and 10 Bengali Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা.

NCTB Solution Class 9 and 10 Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Twenty Three
Chapter Name স্বাধীনতা আমার স্বাধীনতা

NCTB Class 9 and 10 Bengali Chapter 23 স্বাধীনতা আমার স্বাধীনতা Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) নূর মোহাম্মদ কাকে বেকুব বলেছিলেন?

(ক) বারেককে

(খ) দলিলকে

(গ) গরীবুল্লাহকে

(ঘ) মোয়াজ্জেম হোসেনকে

উত্তর :

(গ) গরীবুল্লাহকে

(২) যারা স্বাধীনতা, তোমার আমার স্বাধীনতার জন্য কাজ করছে তাদেরকে আমিও ভালোবাসি গরীবুলাহ।‘- পুলিশ কর্মকর্তার এ বক্তব্যে কী প্রকাশ পায়?

(ক) সরকারের প্রতি আনুগত্য

(খ) গভীর দেশপ্রেম

(গ) শাসকের কঠোরতা

(ঘ) দায়িত্বশীল আচরণ

উত্তর :

(খ) গভীর দেশপ্রেম

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

স্বাধীনতা যুদ্ধ শুরু হলে স্কুল মাস্টার গনি মিয়া গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে সাধারণ জনতাকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ছদ্মবেশে থেকে নিজে সমগ্র বিষয় পর্যবেক্ষণ করেন।

(৩) উদ্দীপকের গনি মিয়া স্বাধীনতা, আমার স্বাধীনতানাটিকার যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা হলো-

(i) নূর

(ii) বারেক

(iii) লোকটির

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) iii

(গ) ii

(ঘ) i, ii iii

উত্তর :

(খ) iii

(৪) উদ্দীপকের গনি মিয়ার সঙ্গে স্বাধীনতা আমার স্বাধীনতানাটিকার নূর মোহাম্মদ সাহেবের কোনটিতে সাদৃশ্য রয়েছে ?

(ক) সততা

(খ) দেশপ্রেম

(গ) সাহস

(ঘ) নেতৃত্ব

উত্তর :

(খ) দেশপ্রেম

সৃজনশীল প্রশ্ন :

মাস্টার দা সূর্য সেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এ দেশের গণমানুষকে জাগিয়ে তুলতে নানাভাবে চেষ্টা করেন। তাঁরই নির্দেশে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবে সফল হামলার পর ব্রিটিশ শাসকদের টনক নড়ে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। অর্থের লোভে জনৈক ব্যক্তি তার অবস্থান জানিয়ে দিলে তিনি ধরা পড়েন। অতঃপর তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।

(ক) রাহীকথার অর্থ কী?

উত্তর :

আলোচ্য গল্পের ‘রাহী’ কথার অর্থ হলো পথচারী বা পথিক। আলোচ্য গল্পে গরীবুল্লাহ ছিল একজন রাহী।

(খ) আমাদের সবদিকেই বিপদবারেক কেন এ কথা বলেছিল?

উত্তর : বারেক এই কথা নূর ও দলিলকে উদ্দেশ্য করে বলেছিলো নদীরঘাটে সেই বিপ্লবী ধরতে এসে। বারেক, নূর ও দলিল এরা ছিল যথাক্রমে দারোগা ও পুলিশের সিপাহী। তারা সরকারি হুকুমে এক বিপ্লবীকে পাকড়াও করতে এসেছিলো। যখন নদীরঘাটে একটি বিশেষ পায়ের ছাপ দেখে দারোগার সন্দেহ হয় এবং তারা মনে করেন যে সেই বিপ্লবী এই পথেই আবার ফিরবে তাই সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত হয়। কিন্তু তারা এক সাথে মিলিত ভাবে না থেকে ছড়িয়ে পড়েছিল তখন বারেক বিপদের কথা স্মরণ করিয়ে দিয়ে এই কথা বলেছিলো। কারণ বিপ্লবীকে ধরতে গেলেও তাদের বিপদ আবার যদি না ধরতে পারেন তাহলেও বিপদ। কারণ বিপ্লবী হাতছাড়া হয়ে গেলে উর্ধতন কর্তৃপক্ষ তাদের ছাড়বে না। তাই তাদের সব দিকেই বিপদ।

(গ) উদ্দীপকের সূর্য সেনের মাঝে স্বাধীনতা আমার স্বাধীনতানাটিকার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর ।

উত্তর : উদ্দীপকে সূর্যওসেন ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। দেশকে স্বাধীন করতে গিয়ে তিনি সর্ব্বোচ্চ বলিদান দিয়েছিলেন। তিনি দেশের জনগণের মনে স্বাধীনতার চেতনাকে জাগাবার জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন। তার নির্দেশেই চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে সফল ভাবে হামলা করা হয়েছিল। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং আমাদের দেশেরই কোনো এক লোভী ও লালসা পূর্ণ ব্যাক্তি তার গোপন ঠিকানা ইংরেজদেরকে বলে দিলে সূর্য্যসেন ধরা পড়েন এবং তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আলোচ্য নাটকে বিপ্লবীর মধ্যে ফুটে উঠেছিল সূর্যসেনের সেই চরিত্র। তাকে ধরার জন্য সরকার ২০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। আর তাকে ধরার জন্য সেই দেশেরই পুলিশ দিনরাত এক করে তাকে খুঁজে চলেছে। সে ছিল বিপ্লবী তার উদ্দেশ্য শাসকের অমানবিক কাজের বিরোধিতা করা এবং মানুষকে জাগ্রত করানো। কিন্তু  সে তার প্রাণকে উপেক্ষা করে তাই লড়ে চলেছে এই নির্মম অত্যাচারী শাসকের বিরুদ্ধে।

(ঘ) পরিণতি এক না হলেও সূর্য সেন ও স্বাধীনতা আমার স্বাধীনতানাটিকার বিপ্লবী ব্যক্তি যেন একসূত্রে গাঁথা।”- যুক্তিসহ প্রমাণ কর।

উত্তর :

উদ্দীপকের সূর্য সেনের সাথে আলোচ্য নাটকের বিপ্লবী ব্যাক্তির পরিণতি এক হয়নি ঠিকই কিন্তু তারা ছিল একসূত্রে গাঁথা। উদ্দীপকের সূর্যসেন যেমন নিজের প্রাণের থেকে দেশকে অত্যাচারি ও নির্মম ইংরেজদের হাত থেকে মুক্ত করাকে প্রাধান্য দিয়েছেন ঠিক তেমনি নাটকের বিপ্লব ব্যাক্তি তার প্রাণের তোয়াক্কা না করে প্রতিবাদী হয়ে উঠেছেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে। সূর্যসেনকে ধরার জন্য যেমন ব্রিটিশ সরকার তার উপর ১০,০০০ টাকার পুরস্কার ঘোষণা করে ছিলেন ঠিক তেমনি নাটকের বিপ্লবীকে ধরতে ২০০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাদের দুজনেরই উদ্দেশ্য ছিল এক অন্যায়ের প্রতিবাদ করা ও দেশকে সুশাসন প্রদান করা। তাদের মধ্যে প্রজ্জলিত হয়েছিল এই স্বপ্ন স্বাধীন দেশ স্বাধীন বাংলা। তারা অংশ নিয়েছেন বিভিন্ন আন্দোলনে যার মধ্য দিয়ে তারা পন্ড করেছে শাসকের সব দুর্নীতি ও চক্রান্ত। এই জন্য তারা হয়ে উঠেছিলেন সরকারের শত্রু। তাই তাদের শেষ করে যেন সরকারের এখন মৌল লক্ষ। তাই বলা যেতে পারে উদ্দীপকের সূর্য্যসেন এবং আলোচ্য নাটকের বিপ্লবী ব্যাক্তিটি ছিল একসূত্রে গাঁথা।

 

Next Chapter Solutions :  

Updated: September 16, 2023 — 11:31 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *