NCTB Class 9 and 10 Bengali Chapter 3 সুভা Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 3 সুভা Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 3 সুভা Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 3 সুভা.

NCTB Solution Class 9 and 10 Chapter 3 সুভা : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Three
Chapter Name সুভা

NCTB Class 9 and 10 Bengali Chapter 3 সুভা Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

 (১) ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল ?

(ক) সুভাষিণীর

(খ) বাণীকন্ঠের

(গ) সুকেশিনীর

(ঘ) প্রতাপের

উত্তর :  (ঘ) প্রতাপের

(২) বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?

(i) সুভাকে বিয়ে দেবেন বলে

(ii) সুভা কথা বলতে পারে না বলে

(iii) মেয়েটির ভবিষ্যৎ ভেবে

নিচের কোনটি সঠিক ?

(ক) iii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :   (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড়ো হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায় ।

(৩) মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো-

(ক) ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ

(খ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ

(গ) একাকিত্বের সাথি ইতর প্রাণী

(ঘ) সবার থেকে নিজেকে আড়ালে রাখা।

উত্তর :  (খ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ

(৪) উদ্দীপকের মূলভাব সুভাগল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

(i) দিনে তিনবার গোয়ালঘরে যাওয়া

(ii) দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা

(iii) মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা।

নিচের কোনটি সঠিক ?

(ক) i ii

(খ) ii iii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :   (ক) i ও ii

সৃজনশীল প্রশ্ন :

দুই পুত্রসন্তানের পর কন্যাসন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এল। নাম রাখা হলো কল্যাণীসকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন, বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, ‘পলাশ বাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণীমাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই।

(ক) সুভার গ্রামের নাম কী?

উত্তর :  সুভার গ্রামের নাম ছিল চন্ডিপুর।

(খ) পিতা-মাতার নীরব হৃদয়ভার‘ – কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন? –

উত্তর :  এই কথাটির মধ্য দিয়ে লেখক পিতা-মাতার মনে সন্তানের ভবিষৎ ও ভালো থাকার জন্য যে এক গভীর চিন্তাকে। পিতা-মাতার মনে সন্তানদেরকে নিয়ে যে ব্যাকুলতা থাকে তার ভাবকে লেখক এই কথার মধ্য দিয়ে তুলে ধরেছেন। গল্পে বাণীকণ্ঠবাবুর তিনটি মেয়ের মধ্যে দুটি মেয়ের বিয়ে হয়ে গেলেও ছোট মেয়েটিকে নিয়ে তারা বেজায় চিন্তিত ছিল। কারণ ছোট মেয়েটি ছিল বোবা। তার রূপ ছিল অপরিসীম কিন্তু কণ্ঠে ছিল না কোনো আওয়াজ। তাই পিতা-মাতা তাদের ছোট মেয়ের জীবন ও ভবিৎষত নিয়ে সর্বদা চিন্তিত থাকতো। লেখক এই কথার মধ্য দিতে পিতা-মাতার এই ব্যাকুলতকেই বোঝাতে চেয়েছেন।

(গ) উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে- তা ব্যাখ্যা কর।

উত্তর :  গল্পের সুভার সাথে উদ্দীপকের কল্যাণীর শারীরিক অক্ষমতার দিকটি ফুটে উঠেছে। গল্পের সুভার যেমন বড়ো হয়ে উঠেছিল কিন্তু তার কণ্ঠে কোনো আওয়াজ ছিল না। অন্যদিকে উদ্দীপকের কল্যাণী বয়সে বড়ো হয়ে উঠেছিল ঠিকই কিন্তু তার মানসিক বিকাশ তেমন হয় নি।   তাদের দুজনের মধ্যেই প্রকাশ পেয়েছে বিশেষ একটি শরীরীক ও মানসিক অক্ষমতা। তাদের দুজনকে নিয়েই তাদের পিতা-মাতা ছিল বিশেষ চিন্তিত। তারা তাদের সন্তানের ভবিৎষত ও পরবর্তী জীবনের কথা চিন্তাকরে ব্যাকুল হয়ে উঠতো। গল্পের সুভা ও উদ্দীপকের কল্যাণী  দুজনের মধ্যে এই দিকগুলির সঙ্গতি দেখানো হয়েছে।

(ঘ) কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন।‘- বিশ্লেষণ কর।

উত্তর : গল্পের সুভা ও উদ্দীপকের কল্যাণী একই পরিস্তিতির শিকার হলেও তাদের উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি হয়েছিল ভিন্ন। গল্পের সুভা ছিল জন্ম থেকেই বধির কিন্তু তার রূপ ছিল অসামান্য। তার পিতা-মাতা সর্বক্ষণ তার চিন্তায় ব্যাকুল হয়ে থাকতো। দেখতে দেখতে সে ব্রো হয়ে উঠে।একদিন তার একমাত্র মানুষ বন্ধু তার ক্ষতি করে। এরপর সুভা ও তার বাড়ির লোক সবাই গ্রাম ছেড়ে কলিকাতাতে চলে যায়। এই জন্য সুভার পরিণতি হয়েছিল দুঃখের । অন্যদিকে, কল্যাণী ছোট থেকে বড়ো হয়ে উঠেছিল কিন্তু সেই তুলনায় তার মানসিক বিকাশ সে ভাবে হয়ে উঠেনি। এ নিয়ে তার পিতামাতা চিন্তিত হয়ে থাকতো। সেই সময় কল্যাণীর বিয়ের কথা চলছিল। কল্যাণীর বাবা ছেলের বাবাকে সব কথা খুলে বলেন এবং তাতে বরের বাবা কোনো অমত করেন না এবং মানবিকতা ও উদারতার পরিচয় দিয়ে নিজের ছেলের সাথে কল্যাণীর বিয়ের পাকা কথা সেরে ফেলেন। অবশেষে কল্যাণীর পরিণতি হয়েছিল সুখের। তাই বলা যায় কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও তাদের পরিণতি হয়েছিল ভিন্ন।

 

Next Chapter Solutions :  

Updated: September 14, 2023 — 2:31 pm

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *