NCTB Class 9 and 10 Bengali রানার Solution

NCTB Class 9 and 10 Bengali রানার Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution রানার Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution রানার.

NCTB Solution Class 9 and 10 রানার : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name রানার

NCTB Class 9 and 10 Bengali রানার Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়ামনে হয় কেন?

(ক) মেঘাচ্ছন্ন থাকায়

(খ) অভাবের তাড়নায়

(গ) সূর্য না ওঠায়

(ঘ) কলকারখানার কারণে

উত্তর :

(গ) সূর্য না ওঠায়

(২) দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

(ক) চাকরি হারানোর জন্য

(খ) ডাক না পাওয়ার ভয়ে

(গ) বাড়ি ফেরার তাড়া থাকায়

(ঘ) দায়িত্ববোধের কারণে

উত্তর :

(ক) চাকরি হারানোর জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩-সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

সুমন বেশ স্বেচ্ছাচারী। সব কাজই দায়সারা গোছে শেষ করে। ইচ্ছামতো অফিসে যাতায়াত করে। একদিন জরুরি সভা উপলক্ষে কর্মকর্তা অফিসে এসে দেখেন গেট বন্ধ। ফলে সমস্ত আয়োজন পণ্ড হয়ে যায়।

(৩) উদ্দীপকের সুমন ও রানারকবিতার রানার এর সাদৃশ্যের দিকটি হলো তারা উভয়েই – –

(i) চাকরিজীবী

(ii) দায়িত্ব সচেতন

(iii) সেবাদানকারী

নিচের কোনটি সঠিক ?

(ক) i

(খ) ii iii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ক) i

সৃজনশীল প্রশ্ন : 

সামাদ সাহেব ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে ৩০ বছর যাবৎ কর্মরত আছেন। সবার আগে অফিসে আসেন। এবং সবশেষে অফিস ত্যাগ করেন। একদিন ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে অপরাহ্ণে তিনি বাড়ি যান । পরদিন যথাসময়ে তিনি পুনরায় ফিরে আসেন। তার কারণে কারো এতটুকু কষ্ট যাতে না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন।

(ক) রানার ভোরে কোথায় পৌঁছে যাবে?

উত্তর : আলোচ্য কবিতায় রানার ভোরে পৌঁছে যাবে শহরে। পথ হোক দুর্গম বা কঠিন নতুন খবর আনার জন্য রানার পৌঁছে যাবে ঠিক ভোরে। সে হোক শহর বা দূরের কোনো গ্রাম। আলোচ্য কবিতায় রানার শব্দের মধ্য দিয়ে কবি ‘ডাক হকারদের’ কে বোঝাতে চেয়েছেন।

(খ) রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। রানার কেন ছোটে?

উত্তর : আলোচ্য কবিতায় রানার কর্থাৎ ডাক হকাররা ছুটে চলেছে নির্জন রাতে, পথের অজানা কত ভয়কে অবজ্ঞা করে শুধু মাত্র মানুষের সুখ, দুঃখের নানা খবর পৌঁছে দিতে। তাদের একমাত্র লক্ষ হলো মানুষের সুখ, দুঃখের নতুন খবর তাদের কাছে পৌঁছে দেওয়া। মানুষের জন্য চিঠি মাত্রই আনন্দের, সুখের, দুঃখের বা শোকের খবর। তাই রানাররা সঠিক সময়ে সকল মানুষকে তাদের প্রিয়জনেদের খবর পৌছেদেবার জন্য ছুটে চলেছে রাতদিন ও পথের সব দুর্গমতাকে অতিক্রম করে।

(গ) উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে রানারকবিতার রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর

উত্তর : উদ্দীপকের সামাদ সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে আলোচ্য ‘রানার’ কবিতার রানারদের দায়িত্বশীলতা ও কাজের প্রতি নিষ্ঠার বিষয়টি। আলোচ্য কবিতায় যেমন কবি বলেছেন মানুষেকে নতুন সংবাদ পৌঁছে দিতে দিনরাত ছুটে চলেছে রানাররা পথের সকল দুর্গমতাকে অতিক্রম করে। গ্রাম হোক বা শহর তারা ঠিক পৌঁছে যায় ভোরের আগে। তারা যেন নিজের জীবনকে উৎসর্গ করেছে মানুষের কাছে সঠিক সময়ে তাদের সুখ-আনন্দের, শোকের-দুঃখের সংবাদকে পৌঁছনোর জন্য। কারো যাতে কোনো সংবাদ পেতে দেরি না হয় তা যেন তাদের দায়িত্ব। উদ্দিপকেও, সামাদ সাহেবের মধ্যে ফুটে উঠছে তার কাজের প্রতি গভীর দায়িত্ব বোধের। দীর্ঘ ৩০ বছর ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে কাজ করার পর যখন তার কাছে তার ভাইয়ের মৃত্যু সংবাদ এসেছিলো তখন সে শুধু অপরাহ্নে বাড়ি গিয়ে পরের দিন যথা সময়ে আবার তার কাজে যোগদান করে ছিলেন যাতে ব্যাংকে আগত কোনো মানুষের কোনো সুবিধা না হয়।

(ঘ) সামাদ সাহেব রানারচরিত্রের বিশেষ দিককে ধারণ করলেও রানার স্বতন্ত্র “- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

উত্তর : উদ্দীপকের সামাদ সাহেব ব্যাংকে কর্মরত। তার হাত পা বাধা ব্যাংকের নিয়মে। তিনি শুধু দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্যই কাজ করে চলেছেন। ব্যাংই হয়ে উঠেছে তার জীবন। সে কখনো বাইরে বেরোতে পারে না তার ইচ্ছা মতো। এই অর্থে উদ্দীপকের সামাদ সাহেব পরাধীন। কিন্তু আলোচ্য কবিতার রানাররা দিনরাত ছুটে চলেছে খবর পৌঁছে দেবার জন্য। শহর  থেকে গ্রাম বা দিকদিগন্ত দূরে তারা ছুটে চলেছে স্বাধীন ভাবে। মানুষের সুখের আনন্দের, দুঃখের বা শোকের সব খবর পৌঁছে দেওয়াই যেন তাদের লক্ষ। দিনরাত এক করে তাই তারা ছুটে চলেছে দিকদিগন্তের পথে। তারা যেন স্বাধীন ও স্বতন্ত্র ভাবে শুধু ছুটে চলেছে নতুন খবরের উদ্দেশ্যে। তাদের মধ্যে নেই কোনো ভাবনা চিন্তা বা ভয়। পথের সকল বাধাকে অতিক্রম করে তারা পৌঁছে যাচ্ছে শহরে ঠিক ভোরের আগে। উভয় অংশে কর্মের নিয়মের ফারাকের জন্য কবি রানারদেরকে স্বতন্ত্র বলেছেন। রানারদেড় কাজই হলো সারা পৃথিবীতে ঘুরে ঘুরে সংবাদ পৌঁছে দেওয়া।

 

Next Chapter Solutions :  

Updated: September 27, 2023 — 2:33 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *