NCTB Class 9 and 10 Bengali অবাক সূর্যোদয় Solution

NCTB Class 9 and 10 Bengali অবাক সূর্যোদয় Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution অবাক সূর্যোদয় Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution অবাক সূর্যোদয়.

NCTB Solution Class 9 and 10 অবাক সূর্যোদয় : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name অবাক সূর্যোদয়

NCTB Class 9 and 10 Bengali অবাক সূর্যোদয় Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) কার খুন লেগে সূর্য জেগে উঠেছে?

(ক) কিশোরের

(খ) শহিদের

(গ) বাঙালির

(ঘ) মানুষের

উত্তর :

(খ) শহিদের

(২) কুহেলি পোড়ানো মিছিলের হুতাশনে

লাখ অযুতকে ডাক।

লাখ অযুতকে ডাকবলতে বোঝানো হয়েছে –

(ক) মুক্তিকামী জনতা

(খ) মেহনতি মানুষ

(গ) মিছিলের সহযোদ্ধা

(ঘ) সাধারণ শ্রমিক

উত্তর :

(গ) মিছিলের সহযোদ্ধা

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী।

(৩) উদ্দীপকে অবাক সূর্যোদয়কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো-

(i) পরাধীনতা থেকে মুক্তির আহ্বান

(ii) মনুষ্যত্বের অপমানকারীদের ধ্বংস কামনা

(iii) ঐক্যবদ্ধ হয়ে দৃপ্ত শপথের অঙ্গীকার।

নিচের কোনটি সঠিক?

(ক) ii

(খ) iii

(গ) i ii

(ঘ) ii iii

উত্তর :

(গ) i ও ii

(৪) উদ্দীপকে প্রতিফলিত অনুভব নিচের কোন চরণে ফুটে উঠেছে?

(ক) কিশোর তোমার দুই হাতে দুই

সূর্য উঠেছে জেগে

(খ) কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান।

যাক পুড়ে যাক আপামর পশু

(গ) সারা শহরের মুখ

তোমার হাতের দিকে

(ঘ) হাতের তালুতে আকুল সূর্যোদয়

রক্তশোভিত মুখমণ্ডলে চমকায় বরাভয়

উত্তর :

(খ) কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান।

যাক পুড়ে যাক আপামর পশু

সৃজনশীল প্রশ্ন :

শব্দভুক পদ্যব্যবসায়ী ভীরু বঙ্গজ পুঙ্গব সব এই মহাকাব্যের কাননে খোঁজে

নতুন বিস্ময়। কলমের সাথে আজ

কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে ।

কবিতায় আর নতুন কী লিখব ?

যখন বুকের রক্তে

লিখেছি একটি নাম

বাংলাদেশ।

(ক) বরাভয়শব্দের অর্থ কী ?

উত্তর : বরাভয় শব্দের অর্থ হলো আশীর্বাদ করার সময় হাতের যে করভঙ্গি বা আশ্বাসসূচক হাতের মুদ্রাবিশেষ। অর্থ্যাৎ কাউকে আশীর্বাদ করার সময় মানুষের হাতের যে করভঙ্গি বা আকৃতি।

(খ) মনুষ্যত্বের ধিক অপমানবলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর : মনুষ্যত্বের ধিক অপমান বলতে কবি বোঝাতে চেয়েছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে মানুষের করুন অবস্থাকে। পৃথিবীর সর্বত্ৰ আজ পাপে ছেয়ে গিয়েছে, মানুষ হয়েছে কুলসিত। কুহেলি পোড়ানোর মিছিলে আজ মানুষকে আহ্বান করতে হচ্ছে যোগদানের জন্য। মানুষের এই  অপারগতাকে কবি মনুষ্যত্বের ধিক অপমান বলেছেন। মানুষের এই অন্ধকারচ্ছন্ন জীবনের অবসান ঘুটিয়ে নতুন এক আলোময় জীবনের সৃষ্টি করতে সূর্যোদয় হয়েছে কিশোরের হাতে।

(গ) উদ্দীপকের প্রতিফলিত দিকের সঙ্গে অবাক সূর্যোদয়কবিতার সাদৃশ্য কীসে? ব্যাখ্যা কর।

উত্তর : আলোচ্য ‘অবাক সূর্যোদয়’ কবিতার নতুন সূর্যোদয় এর কথা প্রকাশিত হয়েছে। কবি বলেছেন নব যুগের কিশোরদের হাতে হয়েছে সূর্য্যোদয় আর এই সূর্য্যের আলোতেই কেটে যাবে পৃথিবীর সব অন্ধকার। কিশোররা হচ্ছে ভয়হীন সত্তার অধিকারী এক মাত্র তারই পারে সব অন্ধকারকে মুছে আলোময় নব যুগের সূচনা করতে। মানুষ যেমন মুক্তির পথ খুজেছিলো শহীদের রক্ত মাখা কিশোরদের হাতে সূর্যোদয়ে। কিশোররা ছিল নব যুগের কান্ডারি। উদ্দিপকেও ঠিক তেমনি ফুটে উঠেছিল নতুন বিস্ময়ের। কবিতায় নতুন কিছু লেখার জন্য আর কিছু নেই যখন তিনি বুকের রক্ত দিয়ে লিখেছিলেন এক নাম বাংয়ালাদেশ।

(ঘ) উদ্দীপকের ভাবটি অবাক সূর্যোদয়কবিতার একমাত্র বিষয়বস্তু নয়।” – মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর ।

উত্তর : উদ্দীপকে প্রকাশিত ভাবটি আলোচ্য ‘অবাক সূর্য্যোদয়’ কবিতার একমাত্র বিষয়বস্তূ ছিল না। কারণ আলোচ্য কবিতায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের পরাধীনতার অন্ধকারময় জীবনের, প্রকাশিত হয়েছে হাজার হাজার শহীদের বলিদান, কিশোরদের হাত ধরে দেশের এক নব যুগের সূচনার। প্রকাশিত হয়েছে মানুষের কুহেলি পোড়ানো মিছিলে যোগদান করার আহ্বান। কবি বলেছেন বাংলার মানুষের মনে জেগে উঠেছে এক নতুন আশা। অন্ধকারময় পরাধীনতার জীবন থেকে মুক্ত হয়ে কিশোরদের হাতে উদয় হওয়া সূর্য্যের আলোয় এক নতুন জীবনের। কবি কামনা করেছেন কিশোররা যাতে তাদের দুহাতকে উঁচু করে রাখতে সমর্থ থাকে। দেশকে নিয়ে যেতে পারে এক নতুন উচ্চতায়। কবি আরো বলেছেন উত্তোলিত এই হাতই একদিন মানুষকে বরাভয় করতে শেখাবে এবং ঢেকে দেবে সমস্ত পাপ। এই কিশোররাই একদিন আহ্বান জানাবে হাজার হাজার মানুষকে কুহেলির মিছিলে। কবি প্রকাশ করতে চেয়েছেন দেশের কিশোরাই হয়ে উঠবে দেশের কান্ডারি। কবি প্রকাশ করেছেন কিশোরদের সাহসিকতাকে।

 

Next Chapter Solutions :  

Updated: September 27, 2023 — 2:33 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *