NCTB Class 9 and 10 Bengali আমার পরিচয় Solution

NCTB Class 9 and 10 Bengali আমার পরিচয় Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution আমার পরিচয় Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution আমার পরিচয়.

NCTB Solution Class 9 and 10 আমার পরিচয় : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name আমার পরিচয়

NCTB Class 9 and 10 Bengali আমার পরিচয় Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত?

(ক) ১২০০

(খ) ১৩০০

(গ) ১৪০০

(ঘ) ১৫০০

উত্তর :

(খ) ১৩০০

(২) আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে‘ – এখানে চর্যাপদের অক্ষরগুলোবলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) অতীত ঐতিহ্য

(খ) সাংস্কৃতিক রূপ

(গ) ঐতিহাসিক পটভূমি

(ঘ) সাংস্কৃতিক পরিচয়

উত্তর :

(ঘ) সাংস্কৃতিক পরিচয়

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

উপমহাদেশে শাসনব্যবস্থার ক্রমবিকাশ সম্বন্ধে পড়াতে গিয়ে জনাব মোহাম্মদ কামরুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মোগল, পাঠান ইত্যাদি শাসকগোষ্ঠীর শাসনকাল ও শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময়কালের স্থাপত্যের নিদর্শনস্বরূপ বেশকিছু বিষয়ের উল্লেখ করেন।

(৩) উদ্দীপকের সঙ্গে আমার পরিচয়কবিতার সাদৃশ্য রয়েছে-

(i)  জাতিগত পরিচয়ের

(ii) ঐতিহাসিক পরিচয়ের

(iii) সাংস্কৃতিক বিবর্তন ধারার।

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

(৪) এরূপ সাদৃশ্যের কারণ কী?

(ক) সামগ্রিকতা

(গ) ঐক্যসূত্র

(খ) পটভূমি

(ঘ) ঐতিহ্য

উত্তর :

(ঘ) ঐতিহ্য

সৃজনশীল প্রশ্ন : 

ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী এক সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।

(ক) বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?

উত্তর : আলোচ্য কবিতার বৌদ্ধবিহারটি অবস্থিত ছিল পাহাড়পুরে। কবিতার বৌদ্ধবিহারটি বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামে অবস্থিত। বৌদ্ধবিহার হলো বৌদ্ধধর্মালম্বী মানুষের শিক্ষাস্থান ও ধ্যান করার বিশেষ একটি স্থান।

(খ) আমি তো এসেছি কমলার দীঘি‘, ‘মহুয়ার পালাথেকে।”-এ কথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?

উত্তর : আলোচ্য উক্তিটির দ্বারা কবি বাংলার ইতিহাসকে তুলে ধরতে চেয়েছেন। কবি সমগ্র কবিতা জুড়েই স্বার্বভৌম বাংলা জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে এক সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরেছেন। কবি উল্লেখ করেছেন স্বধীনতা সংগ্রাম থেকে উঠে আসা বাঙালির সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য, ও সংস্কৃতিকে। কবি বিশ্বের দরবারে বাঙালিকে মনে করিয়ে দিতে চেয়েছেন তার পরিচিতি তার গৌরবময় ইতিহাসের। উক্ত উক্তির মধ্যে কবি বলেছে তিনি এসেছেন কমলার দীঘি থেকে, তিনি  এসেছেন মহুয়ার পালা থেকে। এর মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন বাংলার সংস্কৃতিকে। মহুয়ার পালা থেকে ফুটে উঠেছে বাংলার লোকসাহিত্যের।

(গ) উদ্দীপকটি আমার পরিচয়কবিতার সাথে যেদিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।

উত্তর : আলোচ্য কবিতার মতো উদ্দিপকেও প্রকাশ হয়েছে ভারতের ইংরেজ শাসকের সাথে বিদ্রোহের কথা, প্রকাশ পেয়েছে বিভিন্ন আলন্দলোনের ইতিহাস ও তার বিবরণী। ফুটে উঠেছে ভারতের  সকল দেশবাসীকে একত্রিত করে বিভিন্ন গণআন্দোলনের কথার। উদ্দিপকেও প্রকাশ পেয়েছে ভারতের সুসমৃদ্ধ ইতিহাসের। পরিচত হয়েছে দেশের বীরেরা। কবি যেমন করে তাদের তার রচনার প্রতিটি অংশে আলোকিত করেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে। ঠিক তেমনি উদ্দীপকেও ফুটে উঠেছে ভারতের ইতিহাস ও পরিচিতি।

(ঘ) উদ্দীপকটি আমার পরিচয়কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়।”- যুক্তিসহ লেখ।

উত্তর :

আলোচ্য “আমার পরিচয়” কবিতায় কবি তার বক্তব্যে ব্যক্ত করেছেন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ও ঐতিহ্যকে। বিশ্বের দরবারে বাঙালিকে মনে করিয়ে ছিল তার মুলকে। কবি তার কবিতায় যেভাবে তুলে ধরেছেন বাংলার আন্দোলনের ইতিহাসকে, বিপ্লব- বিদ্রোহ আর মতাদর্শের বিকাশকে। তিনি তুলে ধরেছেন বাংলার ধাপে ধাপে বিকশিত হওয়াকে। এরই সাথে  প্রকাশ পেয়েছে বাংলার বিভিন্ন লোকসাহিত্যের কথা। যেমন চাঁদ-সওদাগরের বাণিজ্য যাত্রা, পাল যুগের চিত্রকলা, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা আরো নানা কাহিনী। কবিতায় ব্যাক্ত হয়েছে বাংলার জীবনের এক অনবদ্যরূপ। ফুটে উঠেছে বাংলার ভূমিতে হয়ে চলা নানা আন্দোলন, বিরোধ, বিদ্রোহ, ও সমগ্র বিদ্রোহীদের কথা। অপরদিকে, আলোচ্য উদ্দিপকে প্রকাশিত হয়েছে ভারতে হয়ে থাকে গণবিদ্রোহের কথা। উদ্দীপকে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গান্ধীজি। প্রকাশিত হয়েছে তার মহিমা।

 

Next Chapter Solutions :  

Updated: September 27, 2023 — 2:34 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *