NCTB Class 9 and 10 Bengali একটি কাফি Solution

NCTB Class 9 and 10 Bengali একটি কাফি Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution একটি কাফি Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution একটি কাফি.

NCTB Solution Class 9 and 10 একটি কাফি : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name একটি কাফি

NCTB Class 9 and 10 Bengali একটি কাফি Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) কবির মন কতক্ষণ মুক্তি সুখে জিরায়?

(ক) দুঘণ্টা

(খ) দুদণ্ড

(গ) দুদিন

(ঘ) দুযুগ

উত্তর :

(খ) দুদণ্ড

(২) মাটির কাছে সব মানুষ খাতককেন?

(ক) মাটি থেকে সব কিছু উৎপন্ন হয়

(খ) মাটি ছাড়া মানুষ বাঁচতে পারে না

(গ) মাটি মায়ের মতই অনন্য

(ঘ) মাটি ছাড়া আমরা অস্তিত্বহীন

উত্তর :

(ঘ) মাটি ছাড়া আমরা অস্তিত্বহীন

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

পউষের বেলা শেষ পরি, জাফরানি বেশ

মরা মাচানের দেশ করে তোলে মশগুল

ঝিঙেফুল

(৩) উদ্দীপকের সঙ্গে একটি কাফিকবিতার মিল রয়েছে – –

(i) প্রাকৃতিক সৌন্দর্যে

(ii) স্বদেশ-প্রেমে

(iii) ব্যক্তিগত অনুভূতিতে

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

(৪) উদ্দীপকের মধ্যে একটি কাফিকবিতার কোন দিক প্রকাশিত হয়েছে?

(ক) সৌন্দর্যবোধ

(খ) আত্মতৃপ্তি

(গ) গভীর আবেগ

(ঘ) প্রকৃতিপ্রীতি

উত্তর :

(গ) গভীর আবেগ

সৃজনশীল প্রশ্ন :

দিনের আলোক-রেখা মিলায়েছ দূরে

নেমে আসে সন্ধ্যা ধীরে ধরণীর পুরে।

তিমির ফেলেছে ছায়া,

ঘিরে আসে কাল মায়া,

প্রান্তর-কানন-গিরি পল্লি বাটমাঠ

একাকার হয়ে আসে আকাশ বিরাট।

(ক) দুস্থতার পাতককথাটির অর্থ কী?

উত্তর : “দুস্থতার পাতক” কথাটির অর্থ হলো শারীরিক ও মানসিক অশান্তি। আলোচ্য কবিতায় কবি প্রকৃতির রূপে বিভোল হয়ে মানুষের শারীরিক ও মানসিক সকল অশান্তির থেকে মুক্তি পাবার অর্থে এই শব্দটি ব্যবহার করেছেন।

(খ) জানো কি সেই গানের আমি চাতক?’ এ কথাটি দিয়ে কবি কী বুঝিয়েছেন?

উত্তর : উদ্ধৃত এই কথাটির মধ্যে দিয়ে কবি মানুষকে বোঝাতে চেয়েছেন। মানুষ তার জীবনের সকল মানসিক ও শারীরিক অশান্তির থেকে মুক্তি পেতে পকৃতির রূপে ও স্নেহে বিভোল হতে চায়। যেমন চাতক পাখি জল পানের জন্য শুধু বৃষ্টির অপেক্ষা করে থাকে। মানুষও ঠিক তেমন জীবনের সকল সমস্যা থেকে মুক্তির জন্য এবং মানসিক শান্তির জন্য প্রকৃতির কোলে ঠাঁই নেয়। প্রত্যেক মানুষের মানের গভীরে লুকিয়ে আছে প্রকৃতির প্রতি এক বিশেষ টান। যেমন সন্তানের মনে তার মায়ের জন্য থাকে। তাই কবিতায় কবি সকল সমস্যার চাতক হিসেবে নিজেকে বর্ণনা করেছেন।

(গ) উদ্দীপকে ফুটে ওঠা দিকটির সঙ্গে একটি কাফিকবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।

উত্তর : উদ্দীপকে ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে একই সুর অর্থ্যাৎ পল্লীপ্রকৃতিতে ফিরে আসার কথা। কবির মতে মানুষের সকল দুস্থতার মুক্তির একমাত্র উপায় হলো প্রকৃতি। প্রকৃতির প্রাণভরা স্নেহ ও মমতা মানুষকে দেয় শারীরিক ও মানসিক শান্তি। কবি যেমন তার কবিতায় পল্লীপ্রকৃতির অপরূপ রূপকে বর্ণনা করেছে। বলেছেন মাটির কাছে সব মানুষই খাতক। তিনি  অবাক চোখে বিভোল হয়ে গ্রামের ফাঁকা খেতে বসে থাকেন উদাস হয় মন নিয়ে। আর সেই ফাঁকা খেত, ঘুঘুর ডাক, দুপুরের প্রাকৃতিক সৌন্দর্য্য ভুলিয়ে দেয় তার সব দুস্থতাকে। উদ্দিপকেও ঠিক তেমনি ফুটে উঠেছে প্রকৃতির সেই মাধুর্য্যে ভরা সৌন্দর্য্যের কথা। মানুষেকে প্রকৃতির কাছে ফিরে আসার আহ্বান।

(ঘ) উদ্দীপকটি একটি কাফিকবিতার মূলভাব প্রকাশে কতটুকু সফল? যুক্তিসহ প্রমাণ কর ।

উত্তর :  আলোচ্য ‘একটি কফি’ কবিতার মূল ভাব হলো প্রকৃতির সাথে মানুষের একাত্মবোধ। মানুষ ও পৃথিবীর নৈস্বর্গিক প্রকৃতির মধ্যে এক বিশেষ টানের কথা। আলোচ্য কবিতায় কবি বলতে চেয়েছেন যে একমাত্র প্রকৃতি মানুষের সকল দুস্থতাকে সরিয়ে মানুষকে দেয় এক মানসিক ও শারীরিক শান্তি। মানুষ তার মনের দুরাবস্থাকে দূর করার জন্য শুধু প্রকৃতির কাছে ফিরে যায়। প্রত্যেক মানুষের মনের গভীরে লুকিয়ে আছে নির্মল প্রকৃতির জন্য এক বিশেষ স্থান। যেমন একজন সন্তানের মধ্যে তার মায়ের জন্য থাকে। উদ্দীপকেও প্রকাশ পেয়েছে পল্লীপ্রকৃতির সেই একই রূপের কথা। বলা হয়েছে প্রকৃতি দিনের শেষে আলো দূরে কোথাও বিলীন হয়ে যাচ্ছে নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। বিরাট আকাশের মধ্যে বিলীন হয়ে আসছে প্রান্তর কানন থেকে   গিরি পল্লি মাঠ। যা  সৃষ্টি করেছে এক অমায়িক শান্তির। তাই কবলে যায় উদ্দীপকটি কবিতার মূলভাব প্রকাশে অনেকটাই সফল হয়েছে। কিন্তু এর সামগ্রিক ভাবকে তুলে ধরে নি।

 

Next Chapter Solutions :  

Updated: September 25, 2023 — 2:25 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *