NCTB Class 9 and 10 Bengali চুনিয়া আমার আর্কেডিয়া Solution

NCTB Class 9 and 10 Bengali চুনিয়া আমার আর্কেডিয়া Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution চুনিয়া আমার আর্কেডিয়া Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution চুনিয়া আমার আর্কেডিয়া.

NCTB Solution Class 9 and 10 চুনিয়া আমার আর্কেডিয়া : 

Board          NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Name চুনিয়া আমার আর্কেডিয়া

NCTB Class 9 and 10 Bengali চুনিয়া আমার আর্কেডিয়া Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) চুনিয়া কী খুব অপছন্দ করে?

(ক) ফুল

(খ) গুলি

(গ) সম্ভাব

(ঘ) মারণাস্ত্র

উত্তর :

(খ) গুলি

(২) চুনিয়া নৈরাশ্যবাদী নয় কেন?

(i) আশাবাদী বলে

(ii) সভ্যতার প্রতি বিরূপ বলে

(iii) পরিবর্তন প্রত্যাশী বলে

নিচের কোনটি সঠিক ?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i iii

উত্তর :

(ঘ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

মধুপুরী পল্লিটি অত্যন্ত মনোরমরূপে গড়ে তোলা হয়েছে। শহর থেকে অনেক দূরে অবস্থিত বলে সেখানে অমানবিক যান্ত্রিক কোলাহল পৌঁছাতে পারেনি। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পশু, পাখি ও প্রাণী বসবাস করে। মাঝে মধ্যে সেখানে শুটিং হলেও জায়গাটির সৌন্দর্য ও মহিমা হারিয়ে যায়নি।

(৩) উদ্দীপকটি চুনিয়া আমার আর্কেডিয়াকবিতার কোন দিককে প্রকাশ করছে ?

(ক) স্পর্শকাতরতা

(খ) প্রতিযোগিতা

(গ) সহজ-সরলতা

(ঘ) পরিবর্তনশীলতা

উত্তর :

(গ) সহজ-সরলতা

(৪) উদ্দীপকে প্রতিফলিত ভাবটি চুনিয়া আমার আর্কেডিয়াকবিতার কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে ?

(ক) চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি

(খ) চুনিয়া এখনো আছে এই সভ্য সমাজের কারো কারো মনে

(গ) এই নাম উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে, অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা চুনিয়া একটি গ্রাম

(ঘ) শেষাবধি মানুষেরা হিংসা-দ্বেষ ভুলে, পরস্পর সম্প্রতিবেশী হবে।

উত্তর :

(ক) চুনিয়া যোজনব্যাপী মনোরম আদিবাসী ভূমি

সৃজনশীল প্রশ্ন :

উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

জানি নে তোর ধনরতন

আছে কিনা রানির মতন

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

(ক) অন্তর্হিতশব্দের অর্থ কী ?

উত্তর : অন্তর্হিত শব্দের অর্থ হলো মিলিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। আলোচ্য কবিতায় অন্তর্হিত শব্দের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন নাম উচ্চারণের ফলে হারিয়ে যাবে চুনিয়ার প্রকৃত মহিমা। চুনিয়া একটি গ্রাম যা কোনো দিন হিংসা, রক্ত, বা ক্ষমতার লড়াই দেখেনি।

(খ) চুনিয়া এখনো কেন সভ্য সমাজের কারো কারো মনে আছে? বুঝিয়ে লেখ।

উত্তর : চুনিয়া হলো একটি স্নিগ্ধ কোমল ছোট্ট আদিবাসী গ্রাম। মনোরম সবুজে ঘেরা পটভূমিতে স্থাপিত এই চুনিয়া গ্রাম। মানুষকে শুধু ভালোবাসতে জানে এই গ্রাম। শহরের মানুষের হিংস্রতা, হানাহানি, রক্তপাত বা ক্ষমতার লড়াই। চুনিয়া শুধু জানে মুক্ত মনে মানুষকে ভালোবাসতে। কবি বলেছে প্রত্যেকটি মানুষের মনে এই রকম একটি স্নিগ্ধ চুনিয়া রয়েছে। সভ্যসমাজের অনেকেই শহরের হিংস্রতা ও হানাহানি থেকে দূরে এই রকম একটি স্নিগ্ধ ও মনোরম পরিবেশের মধ্যে যেতে চায়। সকল মানুষ একদিন সব অস্ত্র, সস্ত্র, যুদ্ধে বা সব মরণাস্ত্র ফেলে একদিন হয়ে উঠবে পরস্পরের সৎ প্রতিবেশী। ভুলে যাবে হিংস্রতা। এবং ফিরে আসবে এই স্নিগ্ধ পরিবেশে।

(গ) উদ্দীপকটি চুনিয়া আমার আর্কেডিয়াকবিতার কোন দিককে প্রতিফলিত করেছে।ব্যাখ্যা কর

উত্তর : আলোচ্য ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতার সকল মানুষের সব কিছু ছেড়ে প্রকৃতির শান্তিতে ফিরে গিয়ে আবার একে অপরের সৎপ্রতিবেশী হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি বলেছেন যে সকল মানুষের মনের গভীরে লুকিয়ে আছে চুনিয়ার মতো একটি সবুজের সৌন্দর্য ভরা স্নিগ্ধ এক গ্রাম। সভ্যসমাজের সকল মানুষ শহরের হিংস্রতা ও হানাহানি, ক্ষমতার লড়াইকে ফেলে রেখে, ধ্বংস খেলায় মেতে ওঠা মানুষেরা সমস্ত মরোণস্ত্রকে ফেলে একদিন ঠিক পৌঁছে যাবে শহর থেকে বহুদূরে সবুজের আড়ালে লুকিয়ে থাকা চুনিয়া গ্রামে এবং হয়ে উঠবে গ্রামের এক সৎপ্রতিবেশী। উদ্দীপকের বক্তব্যেও প্রতিফলিত হয়েছে একই কথা। বলা হয়েছে গ্রাম্য প্রকৃতির রূপের কথা। গ্রামের স্নিগ্ধ প্রকৃতির কোলে এসে সর্ব সুখ প্রাপ্তির কথা। আলোচ্য বক্তব্যে প্রকৃতির রূপকে তুলনা করা হয়েছে রানীর ধনরতনের সাথে। প্রকাশ পেয়েছে প্রকৃতির স্নিগ্ধতার কথা।

(ঘ) উদ্দীপকটি চুনিয়া আমার আর্কেডিয়াকবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি ।” মূল্যায়ন কর।

উত্তর : আলোচ্য ‘চুনিয়া আমার আর্কেডিয়া’কবিতার বলা হয়েছে মানব সভ্যতার সব হিংস্রতা, হানাহানি, গোলযোগ, যুদ্ধকে ফেলে রেখে সভ্য সমাজের সকল মানুষকে হয়ে উঠতে হবে একে অপরের সৎ প্রতিবেশী। অর্থ্যাৎ মানবতার পক্ষে  দাঁড়ানোই হচ্ছে মানব সভ্যতার মূল কথা। কবি বলেছেন সমাজের সকল মানুষের মনের গভীরে লুকিয়ে আছে চুনিয়ার মতো সুবুজে ঘেরা স্নিগ্ধ একটি গ্রাম। যে গ্রামে নেই কোনো হানাহানি, নেই কোনো হিংস্রতা, যে গ্রাম দেখেনি কোনো মানুষের লড়াই। চুনিয়া এমন একটি গ্রাম যেখানে সবাই সবার সৎপ্রতিবেশী। যেখানে নেই কোনো সিংহাসনের লড়াই। কবি এই কথার মধ্যে দিয়ে তুলে ধরেছেন মানুষের মানবত্ববোধকে। কবি বলেছেন মানবসভ্যতা মূল কথা হলো মানবতার পক্ষে সবার একত্রিত হয়ে ওঠাকে। অপরদিকে, উদ্দীপকে শুধু প্রকাশ পেয়েছে প্রকৃতির নিবিড়তা, শান্তি এবং স্নিগ্ধতার কথা। উদ্দীপকের প্রকাশ পেয়েছে প্রকৃতির কাছে পাওয়া এক নিবিড় ও মনোরম শান্তির কথা।

 

Next Chapter Solutions :  

Updated: September 28, 2023 — 9:24 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *