NCTB Class 9-10 Science Bengali Version Chapter 5 দেখতে হলে আলো চাই Solution

NCTB Class 9-10 Science Bengali Version Chapter 5 দেখতে হলে আলো চাই Solution

Bangladesh Board Class 9-10 Science Solution Chapter 5 দেখতে হলে আলো চাই Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 9-10 Chapter 5 দেখতে হলে আলো চাই : 

Board NCTB Bangladesh Board
Class 9-10
Subject Science
Chapter 5
Chapter Name দেখতে হলে আলো চাই

দেখতে হলে আলো চাই অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 9-10 Science Bengali Version Chapter 5 দেখতে হলে আলো চাই Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

(ক) ৫ সেমি

(খ) ১০ সেমি

(গ) ২৫ সেমি

(ঘ) ৫০ সেমি

উত্তর :

(গ) ২৫ সেমি

(২) উত্তল লেলের ক্ষেত্রে প্রযোজ্য হলো :

(i) এটির ক্ষমতা ধনাত্মক

(ii) লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা

(iii) সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

চিত্রটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর : 

(৩) উদ্দীপকে উল্লিখিত চোখের ত্রুটিকে কী বলা হয়?

(ক) হ্রস্বদৃষ্টি

(খ) দীর্ঘদৃষ্টি

(গ) বার্ধক্য দৃষ্টি

(ঘ) বিষম দৃষ্টি

উত্তর :

(ক) হ্রস্বদৃষ্টি

(৪) উল্লিখিত জুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে?

(ক) উত্তল লেন্স

(খ) অবতল লেন্স

(গ) উত্তলাতল লেন

(ঘ) সমতলাবতল লেন্স

উত্তর :

(খ) অবতল লেন্স

সৃজনশীল প্রশ্ন : 

(১) সেঁজুতি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে সেঁজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। পরবর্তীকালে সেঁজুতি ও তার বাবা ভাঙারের শরণাপন্ন হলে ডাক্তার সেঁজুতির জন্য এক ধরনের লেন এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন ব্যবহারের পরামর্শ দিলেন

(ক) আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর : যখন কোনো আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মিটির দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনকেই আলোর প্রতিসরণ বলে। কারণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মির যাত্রা পথ বা এর গতিপথ পরিবর্তিত হয়ে যায় ফলে আলোকরশ্মি প্রতিসরিত হয়।

(খ) স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কী বুঝায়?

উত্তর : চোখের নিকটতম যে বিন্দু পর্যন্ত কোনো লক্ষ বস্তূকে খালি চোখে স্পষ্ট ভাবে দেখা যায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে এই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে।

(গ) সেঁজুতি চোখের কোন ধরনের জুটিতে আক্রান্ত? ব্যাখ্যা কর।

উত্তর : সেজুতি চোখের হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত হয়েছে। চোখের ত্রুটির কারণে কাছের বস্তূকে স্পষ্ট ভাবে দেখা গেলেও দূরের কোনো বস্তূকে স্পষ্ট ভাবে দেখা সম্ভব হয় না। কারণ চোখের এই ত্রুটির কারণে দূরের বস্তূগুলি চোখের অসীম দূরত্বের থেকে কিছুটা দূরে অবস্থান করে ফলে বস্তূটিকে স্পষ্ট ভাবে দেখা যায় না। এই সমস্যা মূলত দুটি কারণে হয়ে থাকে যথা চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে এবং কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে। চোখের এই রকম অবস্থায় দূর থেকে আসা আলোকরশ্মি রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরী না করে রেটিনার একটি সামনে প্রতিবিম্ব তৈরী করে। তাই বস্তূটিকে অস্পষ্ট বা ঘোলা দেখা যায়।

(ঘ) সেঁজুতির খাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর : প্রদপ্ত উদ্দীপকটিতে সেজুতি ও তার বাবা চোখের দুটি ভিন্ন ত্রুটির দ্বারা আক্রান্ত হয়েছেন। এখানে সেজুতি চোখের ক্ষীণদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত অর্থাৎ সে কাছের জিনিস স্পষ্ট দেখতে পারে কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পারে না। অপরদিকে, সেজুতির বাবা দূরের জিনিস স্পষ্ট দেখতে পারে কিন্তু কাছের জিনিস দেখতে পারে না অর্থাৎ সেজুতির বাবা চোখের দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। তাই যেহেতু তারা দুজনে চোখের দুটি ভিন্ ত্রুটিতে আক্রান্ত হয়েছেন তাই ডাক্তার তাদের দুটি ভিন্ন ধরণের লেন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ডাক্তার সেজুতিকে অবতল লেন্সের চশমা ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন এবং সেজুতির বাবাকে উত্তল লেন্সের চশমা ব্যবহার করার পরামশ দিয়েছিলেন। যাতে সেজুতি অবতল লেন্স যার ফোকাস দূরত্ব হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হবে এই লেন্স  ব্যবহার করে সে দূরের জিনিসকে স্পষ্ট করে দেখত পেত। এই কারণে ডাক্তার তাদের দুজনকে দুটি ভিন্ন ধরণের লেন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।

(২) পরবর্তী চিত্র-১ ও চিত্র-২ দেখে এগুলোর উত্তর দাও :

(ক) লেন্স কাকে বলে?

উত্তর : দুটি গোলীয় পৃষ্ঠের মধ্যে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্সের মধ্যবর্তি অংশটি স্বচ্ছ প্রকৃতির হয় যাতে এর মধ্য দিয়ে আলোকরশ্মি বাধাহীন ভাবে চলা ফেরা করতে সক্ষম হয়। লেন্স মূলত দুই রকমের হয় যথা উত্তল লেন্স এবং অবতল লেন্স। মানুষের চোখের ত্রুটি দূর করতে লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স দূরের বস্তূকে দেখতে সাহার্য্য করে এবং উত্তল লেন্স কাছের বস্তূকে দেখতে সাহার্য্য করে। লেন্সের এই গুনকে ব্যবহার করে বর্তমানে মানুষের চোখের ত্রুটি  দূর করা ছাড়াও আরো অনেক ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ;লেন্সের ব্যবহার করা হয়।  যেমন চিকিৎসা ক্ষেতে, মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র খোঁজার টেলিস্কোপ তৈরী করার জন্য।

(খ) লেন্সের ক্ষমতা বলতে কী বুঝায়?

উত্তর : লেন্স দুই ধরণের হয় যথা উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে। অপরদিকে অবতল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারিত করে বা ছড়িয়ে দেয়। লেন্সের একগুচ্ছ  আলোকরশ্মিকে এই অপসারি ও অভিসারী করার প্রক্রিয়াকে পরিমাপ করার জন্য লেন্সের “ক্ষমতা” শব্দটি ব্যবহার করা হয়েছে। যে কোন লেন্সের ফোকাস দূরত্বকে ১ দিয়ে ভাগ করলে লেন্সের ক্ষমতা জানা যায়। যেমন কোনো লেন্সের ফোকাস দূরত্ব ৩ মিটার হলে ওই লেন্সের ক্ষমতা হবে 0.3। লেন্সের ক্ষমতার একক হলো হলো ডায়প্টার (diopter)  এবং এর SI একক হলো রেডিয়ান/মিটার। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। যেমন -২D বা + ১D   লেন্সের এই রকম নাম থেকে লেন্সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।  যেমন কোনো লেন্সের ক্ষমতা -২D হলে এই লেন্সটি একটি অবতল লেন্স এবং এই লেন্সটি প্রধান অক্ষের  ২ মিটার দূরত্বের আলোকরশ্মিকে অপসারিত করবে।

(গ) ১ নং চিত্রের X দর্পণটি ব্যবহারের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর : প্রদপ্ত চিত্রের X  দর্পনটি সাধারণত পাহাড়ি রাস্তার সংকীর্ণ বাক বা মোর গুলোতে লাগানো থাকে যাতে উল্টোদিক থেকে কোনো গাড়ি আসছে কিনা তা দেখা যায়। কারণ পাহাড়ের বাক অনেক সময় ৯০ ডিগ্ৰী পর্যন্ত হতে পারে এর ফলে পাহাড়ের অন্য পাশথেকে কোনো গাড়ি আসছে কিনা তা বোঝার জন্য এই দর্পনগুলি ব্যবহার করা হয়। স্থান বিশেষে এই দর্পন গুলি উত্তল ও অবতল হতে পারে। তবে এই দর্পনগুলি গোলীয় আকৃতির হয়। এই রকম দর্পন আমরা শহরের অনেক তীক্ষ বাঁকে বা চৌরাস্তার মোড়েও দেখতে পারি।

(ঘ) ২ নং চিত্রের গাড়িটিতে P, Q, R দর্পণের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর : প্রদপ্ত ২নং চিত্রে গাড়িটিতে P, Q, R দর্পন অর্থাৎ সাইড ভিউ মিরর (P ,R) এবং রিয়ার ভিউ মিরর (Q) এর ভূমিকা অনস্বীকার্য। কারণ এই দর্পন গুলির সাহার্য্যে গাড়ির চালক শরীরের কোনো রকম পরিবর্তন না করে বা গাড়ির স্টিয়ারিঙ্গের থেকে হাত না সরিয়েই গাড়ির দুই পাশে এবং গাড়ির পেছনে কি আছে তা জানতে পারে। ফলে চালকের জন্য গাড়ি চালানো অনেক বেশি সহজ হয়ে ওঠে এবং চালক কোনো বিপদের হাত থেকে রক্ষা পায়। গাড়ির দরজার দু পাশের দর্পনের সাহার্য্যে গাড়ির দুই পাশে কি আছে বা কি ঘটছে তা জানা যায় এবং চালকের সামনে লাগানো মিরর দিয়ে গাড়ির পেছনের দৃশ্য স্পষ্ট ভাবে দেখা যায়। গাড়িকে পেছোতে বা ব্যাক করার সময় এই দর্পন গুলি অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়ায়।

 

More Solutions : 

Updated: October 31, 2023 — 8:12 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *