NCTB Class 6 BGS Chapter 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 4
Chapter Name বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি অনুশীলনী প্রশ্ন এবং উত্তর : 

NCTB Class 6 BGS Chapter 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি Solution/Guide

বহুনির্বাচনী প্রশ্ন :

(১)  নিচের কোনটি জনমিতির উপাদান নয়?

(ক) জন্মহার

(খ) মৃত্যুহার

(গ) জনস্বাস্থ্য

(ঘ) স্থানান্তর

উত্তর :

(গ) জনস্বাস্থ্য

(২) মৃত্যুহার হ্রাস পেলে নিচের কোনটি ঘটে?

(ক) জনসংখ্যা কমে

(খ) জনসংখ্যা বাড়ে

(গ) সচেতনতা কমে

(ঘ) শিক্ষার হার বাড়ে

উত্তর :

(খ) জনসংখ্যা বাড়ে

(৩) জন্মহার পরিমাপ করতে নিচের কোনটির প্রয়োজন নেই? নির্দিষ্ট-

(ক) সংখ্যা

(খ) বয়স

(গ) সময়

(ঘ) স্থান

উত্তর :

(খ) বয়স

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও ।

পাঁচ ভাইয়ের মধ্যে রাজু সবার বড়। এইচএসসি পাশ করার পর সে একটি শীত প্রধান, উন্নত, ও কম জনসংখ্যার দেশে চলে যায়। উচ্চশিক্ষা শেষ করার পর রাজু সেখানে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করে। কখনো কখনো দুই সন্তান নিয়ে বাংলাদেশে আসে। অন্যদিকে তার চার ভাই উচ্চ শিক্ষা শেষে বিয়ে করে দেশেই থাকে। তবে রাজুর তুলনায় তার ভাইদের সন্তান সংখ্যা অনেক বেশি।

(৪) রাজুর চেয়ে তার ভাইদের সন্তান সংখ্যা বেশি হওয়ার কারণ কী।

(ক) উন্নত স্বাস্থ্যসেবা

(খ) কম বয়সে বিয়ে

(গ) সচেতনতার অভাব

(ঘ) জলবায়ুর প্রভাব

উত্তর :

(ঘ) জলবায়ুর প্রভাব

(৫) রাজুর বর্তমান বসবাসরত দেশে নিচের কোনটি ঘটে ?

(ক) সম্পদের অপচয়

(খ) পরিবেশের ভারসাম্যহীনতা

(গ) সম্পদের সঠিক ব্যবহার

(ঘ) ভূমির সঠিক ব্যবহার

উত্তর :

(গ) সম্পদের সঠিক ব্যবহার

সৃজনশীল প্রশ্ন :

(১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনাব আনিস ঢাকায় থাকতেন। একদিন পাক বাহিনী এসে তার ঘরবাড়ি পুড়িয়ে দেয়। তখন থেকে তিনি গ্রামে গিয়ে বসবাস করে। প্রায় একই কারণে প্রতিবেশি মিয়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজারে বাস করে। তবে রোহিঙ্গাদের এই স্থানান্তর কক্সবাজার অঞ্চলে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে।

(ক) সামাজিক গতিশীলতা কী?

উত্তর : সামাজিক গতিশীলতা বলতে সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝানো হয়  অর্থাৎ সমাজের কোনো নিম্নবিত্ত বা দারিদ্র পরিবারের কোনো সদস্য যদি উচ্চ শিক্ষা গ্রহণ করে এবং কোনো উচ্চপদে চাকরি করে তখন তার সামাজিক পদমর্যাদা বৃদ্ধি পাবে। এর ফলে তার মধ্যে সামাজিক কর্তব্য ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজের কুসংস্কারের প্রভাব থেকে সে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে। এর ফলস্বরূপ বহুবিবাহ, বাল্যবিবাহের ও সন্তান সংখ্যার আধিক্য বন্ধ হবে। সমাজের এই ঘটনাকে সামাজিক গতিশীলতা বলে।

(খ) উন্নত দেশে জন্মহার কম থাকার কারণ বুঝিয়ে লেখ ।

উত্তর : কোনো দেশ যত উন্নত হবে সেই দেশের জনগণও সেই হারে শিক্ষিত ও সচেতন হয়ে উঠবে এর ফলে এই উন্নত দেশগুলোতে কোনো উন্নত দেশের তুলনায় জন্মহার অনেক কম থাকে। উন্নত দেশের মানুষ নিজের ভবিৎষতের পাশাপাশি নিজেরদের সন্তানের উজ্জ্বল ভবিৎষতের জন্য অনেক বেশি সচেতন ও চিন্তাশীল। এই কারণে উন্নত দেশের সমাজে সন্তান সংখ্যার মধ্যে  সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। এছাড়া উন্নত দেশের শিক্ষিত মানুষ পরিবেশের উপর অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। তাই তারা বহু সন্তানের জন্মে আগ্রহী হয় না এবং এর ফলে জন্মহার কম হয়। এছাড়া উন্নত দেশগুলোতে পুরুষ ও মহিলা সমান সমান ক্ষমতা ও পদমর্যাদার অধকারী হয় তাই সেই সব দেশের মহিলারা শুধু গৃহবধূ বা ঘরের কাজে সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানের মধ্যে নিযুক্ত থাকে  ফলে তারা হয় অনেক বেশি স্বাবলম্বি। এই কারণে উন্নত দেশ গুলোতে বিবাহ হারও অনেক কম। এই সকল কারণের জন্য উন্নত দেশ গুলিতে জন্মহার অনেক কম।

(গ) গ্রামের বাড়িতে আনিসের বসবাস কোন ধরনের স্থানান্তর ব্যাখ্যা কর।

উত্তর : গ্রামের বাড়িতে আনিসের বসবাস করা অভ্যন্তরীন স্থানান্তর। কারণ আনিস মুক্তি যুদ্ধের সময়  ঢাকা থেকে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন তাই তিনি শুধু দেশের ভেতরেই একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়েছেন এই কারণে দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাই একে অব্ভন্তরীন স্থানান্তর বলা হয়। এই স্থানান্তর শুধু দেশের এক একটি নির্দিষ্ট স্থানের জনসংখ্যার মধ্যে প্রভাব ফেলতে পারে। যেমন – গ্রামের লোকেরা ভালো জীবন ও উপার্জনের জন্য গ্রামছেড়ে শহরে প্রস্থান করে এর ফলে গ্রামের জনসংখ্যা হ্রাস পায় এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণ স্বরূপ ঢাকা।

(ঘ) উদ্দীপকে ক্ষতিকর প্রভাব” বিষয়টি পাঠ্যপুস্তকের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ কর।

উত্তর : প্রতিবেশী দেশ মায়ানমার থেকে প্রচুর রোহিঙ্গা অধিবাসী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে এই কারণে  সেখানকার প্রকৃতির উপর দেখা দিয়েছে ক্ষতিকর প্রভাব। কারণ সেখানে অল্পসময়ের মধ্যে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এর ফলে এই অঞ্চলের তাদের বসবাসের জন্য ঘরবাড়ি বানানোর জন্য প্রাকৃতিক সম্পদের যেমন বোন জঙ্গল, চাষের খালি জমি, নদীতরবর্তী এলাকা ইত্যাদির উপর ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া অতিরিক্ত জনসংখ্যার থেকে অনেক বেশি পরিমানে জৈবিক ও অজৈবিক আবর্জনার পরিমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই বিপুল জনসখার খাদ্যের অতিরিক্ত যোগান মেটানোর জন্য চাপ পড়ছে প্রাকৃতিক সম্পদের উপর। এর ফলস্বরূপ এই অঞ্চলে দেখা দিচ্ছে জলদূষণ, মৃত্তিকাদূষণ, বায়ুদূষণের মতো ক্ষতিকারক প্রভাব এবং সংকট দেখা দিচ্ছে খাদ্যের   উপর। আর এই ধরণের স্থানান্তরকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। কারণ এখানে অন্য দেশের মানুষ বাংলাদেশে এসেছে আশ্রয় নিতে ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৫) বাংলাদেশের সমাজ

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:05 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *