NCTB Class 6 BGS Chapter 2 বাংলাদেশ ও বিশ্বসভ্যতা Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 2 বাংলাদেশ ও বিশ্বসভ্যতা Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 2 বাংলাদেশ ও বিশ্বসভ্যতা Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্বসভ্যতা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 2 বাংলাদেশ ও বিশ্বসভ্যতা : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 2
Chapter Name বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

বাংলাদেশ ও বিশ্বসভ্যতা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 2 বাংলাদেশ ও বিশ্বসভ্যতা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) হরপ্পাতে পাওয়া গেছে কোনটি?

(ক) রত্নভাণ্ডার

(গ) বিশ্রামাগার

(খ) গ্রন্থাগার

(ঘ) শস্যাগার

উত্তর :

(ঘ) শস্যাগার

 (২) উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত উন্নত শিল্পবোধের পরিচয় বহন করে-

(i) অলংকৃত বিভিন্ন ধরনের মৃৎপাত্র

(ii) কাচের পুঁতির তৈরি অলংকার

(iii) চুন ইট দ্বারা নির্মিত রাস্তা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ii

(গ) i iii

(ঘ) ii iii

উত্তর :

(ঘ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও-

(১) সবাই আইন মেনে চলে (১) শক্তিশালী কৃষি ব্যবস্থা
(২) কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা (২) শত্রুর হাত থেকে দেশ রক্ষার কৌশল গ্রহণ
(৩) একই স্থানে অনেক সভ্যতার জন্ম (৩) ব্রোঞ্জের শিল্পকর্ম
১ নং সভ্যতার বৈশিষ্ট্য ২ নং সভ্যতার বৈশিষ্ট্য

(৩) ১ নং সভ্যতায় কোন সভ্যতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) মেসোপটেমীয়

(গ) পারসীয়

(খ) মিশরীয়

(ঘ) রোমান

উত্তর :

(ঘ) রোমান

(8) ১ ও ২ নং সভ্যতার সাদৃশ্য হলো-

(ক) নদীভিত্তিক সভ্যতা

(খ) প্রশাসনভিত্তিক সভ্যতা

(গ) আইনভিত্তিক সভ্যতা

(ঘ) সামরিকতন্ত্রভিত্তিক সভ্যতা

উত্তর :

(গ) আইনভিত্তিক সভ্যতা

সৃজনশীল প্রশ্ন : 

(১) দৃশ্যকল্প-১

মিতুর শ্রেণি শিক্ষক ক্লাসে একটি ভিডিও চিত্র দেখাচ্ছিলেন। সেখানে মিতু দেখতে পেলো মানুষ নদীর পানিকে কাজে লাগিয়ে নানারকম খাদ্যশস্য উৎপাদন করছে। খাদ্যের নিশ্চয়তার পর তারা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে চাকাযুক্ত গাড়ি তৈরি করে। বাড়িঘরগুলো নতুনভাবে তৈরি করে তারা তাদের অবস্থার পরিবর্তন করে।

দৃশ্যকল্প- ২

রাফি তার গ্রামের সকলকে নিয়ে জলাবদ্ধতা দূর করার জন্য ছোটো ছোটো ড্রেন কাটার ব্যবস্থা করে বড় ড্রেনের সাথে সংযোগ স্থাপন করল। যত্রতত্র ময়লা আবর্জনা দূর করার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবহার করল।

(ক) বাংলাদেশে সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় পাওয়া গিয়েছে ?

উত্তর : বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প পাওয়া গিয়েছে উয়ারী বটেশ্বর নগরে। যা বর্তমান বাংলাদেশের নরসিংহ জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম।  প্রাচীন বহ্মপুত্র নদীর তীরে প্রায় ২৫০০ বছর আগে এই সভ্যতা বা নগর গড়ে উঠেছিল। এই  নগরটি একটি নদীবন্দর ছিল। এই নগরের সাথে দক্ষিন-পূর্ব এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই সভ্যতা মধ্যে পাঠ পাথর ও ব্রোঞ্জের মূর্তি, কাছের পুতি, এবং  চুন  সুরকির রাস্তা অন্যতম নিদর্শন বলা যেতে পারে।

(খ) প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আবাসিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর : প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আবাসিক বিশবিদ্যালয়ের সাথে তুলনা করার কারণ হলো – প্রাচীন কাল থেকেই বৌদ্ধধর্মালম্বী মানুষদে জন্য তাদের শিক্ষা, জ্ঞান অর্জন, ধ্যান এবং গুরুর পূজা অর্চনা করা ইত্যাদি কাজের জন্য এই বৌদ্ধ বিহার গুলি তৈরী করা হয়েছিল। এই বৌদ্ধ বিহার গুলিতে এই  ধর্মের লোকেরা ছোট বেলা থেকেই শিক্ষা ও যাবতীয় জ্ঞান অর্জন করার জন্য এই বৌদ্ধ বিহারগুলিতে থাকতো এবং আনুসাঙ্গিক জ্ঞান ও শাস্ত্র জ্ঞান অর্জন সম্পূর্ণ হওয়ার পর এই বৌদ্ধ বিহারে গুরু রূপে বা ধর্ম সম্প্রচারের উদ্যেশে সমগ্র বিশ্বে যাত্রা করতেন। এই বৌদ্ধ বিহারগুলির কার্যকারিতার সঙ্গে বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির অনেক মিল  খুঁজে পাওয়া যায় বলে বৌদ্ধ বিহারগুলিকে আবাসিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয়েছে।

(গ) মিতুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে কী বলে ? ব্যাখ্যা দাও ।

উত্তর : মিতুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে সভ্যতার বিকাশ বলা যেতে পারে এবং সাথে সাথে মানুষের ক্রমবর্ধমান বিকাশও বলা যেতে পারে। কারণ এখানে যেমন মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নানা রকম খাদ্যশষ্য উৎপাদন করেছে তেমনি আবার উৎপাদিত এই খাদ্যশষ্যকে সুরক্ষিত রাখার জন্য এবং একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার জন্য চাকাযুক্ত গাড়ির আবিষ্কার করেছে। আবার একই সাথে নিজেদের বাসস্থানগুলোকে উন্নত করে নিজের সুরক্ষা বৃদ্ধি ও জীবনের মান উন্নত করেছে। তাই এই সব বিকাশ বা উন্নতির সাথে সাথে যেমন সমাজের উন্নতি সাধন হয়েছে তেমনি বেড়েছে মানুষের জীবনেরযাপনের মান।

(ঘ) রাফির কাজে সিন্ধু সভ্যতারই প্রভাব লক্ষণীয়”-বক্তব্যটি মূল্যায়ন কর ।

উত্তর : আজ থেকে প্রায় ৫০০০ হাজার বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সময়ের থেকে অনেক বেশি উন্নত এক সভ্যতা যা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতার দুটো উন্নত নগর হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। এই নগরগুলোতে বাড়িঘর ছিল সুসজ্জিত একতলা বা দ্বিতল বিশিষ্ট। সমগ্র নগরটি ছিল পরিকল্পিত করে বানানো। নগরের রাস্তা ছিল পাথর বিছানো মসৃন ও বেশ চওড়া এবং রাস্তার দুপাশে ছিল বড়ো ড্রেন। নগরের সকল বাড়িঘরের থেকে নির্গত ছোট ড্রেন গুলি রাস্তার বড়ো ড্রেনগুলির সাথে যুক্ত ছিল। এই নগরের সকল বাড়িতে ছিল পানীয় জলের সুব্যাবস্থা,  স্নানের জন্য আলাদা ঘর। নগরের নোংরা আবর্জনা ফেলার জন্য ছিল ডাস্টবিনের ব্যবস্থা অর্থাৎ নগরের রাস্তার মোড়ে মোড়ে ছিল আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা। বিপদের জন্য খাদ্যসঞ্চয়ের জন্য বানানো ছিল বড়ো বড়ো শষ্যভান্ডার এবং সমগ্র নগরটি ছিল চারিদিকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা যাতে বাইরে থেকে শত্রুপক্ষ কোনোভাবে আক্রমণ করতে না পারে। উপরিউক্ত আলোচনা থেকে এটাই জানা হলো যে সিন্ধু সভ্যতা কতটা উন্নত ছিল এবং সময়ের থেকে অনেক বেশি এগিয়েও ছিল। মূলত এই কারণের জন্যই রাফির কাজে সিন্ধু সভ্যতার প্রভাব লক্ষ করা গেছে।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৫) বাংলাদেশের সমাজ

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:04 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *