NCTB Class 6 BGS Chapter 5 বাংলাদেশের সমাজ Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 5 বাংলাদেশের সমাজ Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 5 বাংলাদেশের সমাজ Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 5 বাংলাদেশের সমাজ : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 5
Chapter Name বাংলাদেশের সমাজ

বাংলাদেশের সমাজ অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 5 বাংলাদেশের সমাজ Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি?

(ক) গোত্র

(খ) গোষ্ঠী

(গ) সম্প্রদায়

(ঘ) পরিবার

উত্তর :

(ঘ) পরিবার

(২) নারীই প্রথম কৃষি কাজ শুরু করেন, কারণ তাদের ছিল –

(i) সৃজনশীল দৃষ্টিভঙ্গি

(ii) খাবার সংগ্রহের দায়িত্ব পালন

(iii) দায়িত্বপালনের বাধ্যবাধকতা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) iii

(গ) i ii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও-

স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে।

(৩) অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে?

(ক) শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক

(খ) উদ্যান কৃষিভিত্তিক

(গ) কৃষিভিত্তিক

(ঘ) শিল্পভিত্তিক

উত্তর :

(ঘ) শিল্পভিত্তিক

(8) উক্ত সমাজ ব্যবস্থার ফলে –

(I) অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে

(ii) কৃষির সূচনা হয়েছে

(iii) যোগাযোগ সহজতর হয়েছে

নিচের কোনটি সঠি

(ক) i

(খ) i ii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ক) i

সৃজনশীল প্রশ্ন :

(খ) আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন?

উত্তর : প্রাচীন যুগে আদিম মানুষ বন- জঙ্গলের হিংস্র বন্যজন্তু থেকে নিজেদেরকে বাঁচাতে ও খাদ্য সংগ্রহের জন্য দলবদ্ধ ভাবে বসবাস শুরু করেছিল। কারণ বনের হিংস্র জন্তুকে শিকার করা বা তার থেকে নিজেকে একা রক্ষা করা সম্ভব ছিল না। এছাড়া দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ করলে তা পরিমানে অনেক বেশি হতো ফলে কেউ কম খাবার সংগ্রহ করলে বা খাবার না পেলেও তার জন্য খাবারের অভাব হতো না। এই আদিম মানুষ সুরক্ষা ও খাদ্যের সুবিধার জন্য দলবদ্ধ ভাবে বাস করতে শুরু করে।

(গ) উদ্দীপকে ১নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে, ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের ১নং চিত্রটি  শিকার ও খাদ্যসংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করেছে। কারণ  চিত্রটিতে মানুষকে শিকার করার অবস্থায় দেখানো হয়েছে। এই প্রকার সমাজ ব্যবস্থা মানব সমাজের প্রাচীনতম রূপ। আদিমকালে মানুষ কৃষিকাজ বা পশুপালন এসব কোনো কিছু  জানতো না তখন তারা শুধু বন্যপ্রাণী শিকার করে ও ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করতো। এই সময় তারা শুধু খাদ্য সংগ্রহ ও শিকার করার কাজে জীবন ব্যতীত করেছে তাই তারা কোনো শক্তিশালী সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠান বানাতে পারেনি।এই মানুষ এক স্থানে স্থায়ী হতে শেখেনি। খাদ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এই সময়কার মানুষ দলবদ্ধ ভাবে থাকতে শিখেছিল। দলের সব থেকে শক্তিশালী লোকটি হতো দলপতি। এই সময় শিকারের জন্য মানুষ প্রথম হাতিয়ার বানাতে শিখেছিল। শিকার করার জন্য তার এই সময় বানিয়েছিলো কাটাপাথরের হাতিয়ার, তির-বল্লম, হারের সুই ইত্যাদি। শীতনিবারণের জন্য তারা গাছের ছাল ও শিকার করা পশুদের চামড়া ব্যবহার করতো।

(ঘ) ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন কর ।

উত্তর : প্রস্তরযুগ থেকে অর্থাৎ শিকার ও খাদ্য সংগ্রহের সময়ের সমাজ থেকে পুরুষরা বন্যজন্তুদের শিকার করেছে এবং মহিলারা বিভিন্ন গাছের ফলমূল ও খাদ্যশষ্য সংগ্রহ করার কাজ করে আসছে। এই ভাবে দীর্ঘ সময় যাওয়ার পর মানুষের উন্নতির সাথে সাথে যখন মানুষ স্থায়ী হতে শিখেছিল তখন মহিলারা বিভিন্ন ফলের বীজ সংরক্ষণের জন্য মাটির নিচে রাখলে তার থেকে চারা গাছ তৈরী হয় এই দেখে তারা ফলের বীজ থেকে নতুন গাছের উৎপত্তির ধারণা পায়। এই ভাবে সময়ের সাথে সাথে মহিলারা হাতিয়ার দিয়ে মাটি খনন করে এবং সেখানে সংরক্ষিত বীজ রোপন করে নতুন গাছ তৈরী করতে পারদর্শী হয়ে উঠে। এবং মানুষের খাদ্যের জন্য নতুন স্থানে যাওয়ার রীতি পড়িবর্তন হতে থাকে। মানুষ একটি নির্দিষ্ট স্থানে বাস শুরু করে এবং দোল, সংগঠন ও  পরিবার বানাতে শেখে। তাই উদ্দীপকের ইঙ্গিত যথার্থ। সমাজ গড়ে তোলার অন্যতম কারিগর হলো মেয়েরা বা এও বলা যেতে পারে যে সমাজের উদ্ভাবক হলো মেয়েরা।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:05 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *