NCTB Class 9-10 Science Bengali Version Chapter 6 পলিমার Solution

NCTB Class 9-10 Science Bengali Version Chapter 6 পলিমার Solution

Bangladesh Board Class 9-10 Science Solution Chapter 6 পলিমার Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পলিমার অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 9-10 Chapter 6 পলিমার : 

Board NCTB Bangladesh Board
Class 9-10
Subject Science
Chapter 6
Chapter Name পলিমার

পলিমার অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 9-10 Science Bengali Version Chapter 6 পলিমার Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন ?

(ক) পাট

(খ) পশম

(গ) রেশম

(খ) লিনেন

উত্তর :

(খ) লিনেন

(২) পাশের চিত্রে উৎপাদিত জন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি

(i) বেশ মিহি

(ii) খুব সস্তা

(iii) দ্রুত গরম হয়

নিচের কোনটি সঠিক

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii, iii

উত্তর :

(ক) i ও ii

পরের চিত্রটি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

(৩) B চিত্রে উৎপাদিত একটি কী?

(ক) রেজিন

(খ) পলিখিন

(গ) মেলামাইন

(ঘ) অ্যাসবেস্টস

উত্তর :

(খ) পলিখিন

(8) B চিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?

(ক) সিল্কের

(খ) পশমের

(গ) উলের

(ঘ) পলিস্টারের

উত্তর :

(গ) উলের

সৃজনশীল প্রশ্ন :

(১) আরজু জানুয়ারি মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একটি সুতি শার্টের উপর আর একটি সুতি শার্ট পরল। সে লক্ষ করল তাতেও তার বেশ ঠাণ্ডা লাগছে। কিন্তু তার মনে হলো তিন মাস আগে সে যখন শুধু একটি শার্ট পরেই স্কুলে যেত, তখন এ ধরনের কোনো সমস্যা হতো না।

(ক) নন সেলুলোজিক ভণ্ডু কাকে বলে?

উত্তর : যে সকল কৃত্তিম তন্তুকে সেলুলোজ তৈরী না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে তৈরী করা হয়, সেই সকল তন্তুকে নন সেলুলোজিক তন্তু বলে। যেমন – নাইলন, পলিয়েস্টার, ডেক্রন ইত্যাদি।

(খ) লিনেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয়?

উত্তর : লিলেন তন্তু তৈরী হয় শন বা তিসি গাছের তন্তু থেকে এবং তন্তু প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বলে লিলেনকে প্রাকৃতিক তন্তু বলে। লিলেন তন্তু তৈরী করার জন্য পাট চাষের মতো এই তিসি গাছেরও চাষ হয়ে থাকে।

(গ) আরজুর কোন ধরনের কাপড় পরা দরকার ছিল? ব্যাখ্যা কর।

উত্তর : আরজুর পশম বা উলের কাপড় পড়ার দরকার ছিল। কারণ পশম বা উল তৈরী করা হয় বিভিন্ন পশুর লোম থেকে যেমন ভেড়া, ছাগল ও ইয়াক ইত্যাদি। এই ধরণের কাপড়গুলির মধ্যে ফাঁকা স্থান থাকে যার মধ্যে হাওয়া আটকে থাকে। এই ধরণের কাপড় তাপের কুপরিবাহী। ফলে শরীরের গরম এই কাপড়ের ভেতর থেকে বাইরে বেরোতে পারে না এবং বাইরের শীতল হাওয়া এই কাপড় ভেদ করে শরীরে প্রবেশ করেতে পারে না। তাই শীতের দিনে পশম বা উলের কাপড়  পড়া উচিত। অপরদিকে আরজুর পড়া সুতির কাপড় আরজুর শরীরের গরমকে বাইরে বের করে দিচ্ছিল এবং বাইরের শীতল হাওয়াকে কাপড়ের মধ্যে দিয়ে প্রবেশ হওয়া থেকেও আটকাতে পারছিলো না। কারণ সুতির কাপড় তাপের সুপরিবাহী এবং প্রচুর সুক্ম সূক্ষ্ম ছিদ্র যুক্ত হয়। ফলে এই কাপড়ের মধ্য দিয়ে অনায়াসেই শরীরের গরম বেরিয়ে যেতে পারে এবং বাইরের শীতল হাওয়া সহজেই প্রবেশ করতে পারে। এই জন্য সুতির কাপড় গরমের জন্য বিশেষ ভাবে উপযোগী।

(ঘ) একই কাপড়ে দুই সময় দুই ধরনের অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ কর।

উত্তর : আরজুর পরিহিত সুতির কাপড় তাপের সুপরিবাহী এবং এই ধরণের কাপড়ে মধ্যে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। সুতির কাপড়ের এই বৈশিষ্ঠের জন্যই সুতির কাপড়ের মধ্যে দিয়ে  শরীরের তাপ সহজেই শরীরের থেকে বের হয়ে যেতে পারে এবং বাইরের শীতল হাওয়া এই কাপড় ভেদ করে সহজেই প্রবেশ করতে পারে। সুতির কাপড়ের এই বৈশিষ্ট গ্রীষ্মকালের জন্য আরামদায়ক কারণ গ্রীষ্মকালের প্রচন্ড গরম থেকে রেহাই পাওয়ার জন্য শরীরের গরম নিষ্কাশিত হওয়া এবং বা বাইরের শীতল হওয়ার শরীরে প্রবেশ করানো অত্যন্ত জরুরি এর ফলে আমরা গরমের দিনে শীতলতা অনুভব করি। কিন্তু শীতের দিনে সুতির কাপড়ের এই  বৈশিষ্ট আমাদের জন্য আরামদায়ক হয়ে উঠে। কারণ শীতের দিনে প্রচন্ড ঠান্ডায় আমাদের শরীরের তাপকে আটকে রাখা ও  বাইরের শীতল হাওয়াকে কাপড় ভেদ করে শরীরের লাগা থেকে বন্ধ করা অত্যন্ত আবশ্যিক। কিন্তু সুতির কাপড় তাপের সুপরিবাহী ও ছিদ্র যুক্ত হওয়ার দরুন আমাদের শরীরের সব তাপ বেরিয়ে যায় এবং বাইরের শীতল হাওয়া অনায়েসেই এই কাপড় ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে। তাই আমাদের ঠান্ডা লাগে। এই কারণে একই বস্ত্ৰ দুই ধরণের সময়ে দুই রকমের অনুভূতি দিয়েছে।

(২) মিলন সাহেবের একটি পিভিসি পাইপ তৈরির কারখানা আছে। তিনি ইমন ও মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বললেন। ইমন যে কাঁচামাল সরবরাহ করল সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। আবার মামুনের সরবরাহকৃত কাঁচামালের ভৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটিকে যেকোনো আকার দেওয়া যায়। রাসায়নিক ভাবে এটি নিষ্ক্রিয়। তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল।

(ক) মনোমার কী?

উত্তর : পলিমার তৈরির ক্ষুদ্র অণুগুলিকেওই মনোমার বলা হয়। একই ধরনের অনেক গুলি ক্ষুদ্র অনু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার তৈরী করে আর পলিমার তৈরির এই ক্ষুদ্র অণুগুলোকেই মনোমার বলা হয়। একই মনোমার থেকেই সবসময় পলিমার তৈরি এমন  নাও হতে পারে। যেমন সুইচ বোর্ড দুই রকমের মনোমার থেকে তৈরী করা হয়।

(খ) মেলামাইনকে কেন পলিমার বলা হয়?

উত্তর : মেলামাইন-ফরমালডিহাইড পলিমার গঠনের জন্য মেলামাইন পরিচিত। মেলামাইন দ্বারা সাধারণত রান্নার থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, পিভিসি পাইপ, কার্পেট ইত্যাদি তৈরী করতে ব্যবহার হয় এ গুলি পলিমার দিয়ে গঠিত। এই কারণে মেলামাইনকে পলিমার বলা হয়। মেলামাইন সাধারনত পেপ জাতীয় প্রাকৃতিক উপকরণকে রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে প্রস্তুত করা হয়। একে সিন্থেটিক পলিমারও বলে।

(গ) ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামালগুলো কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ব্যাখ্যা কর।

উত্তর : ইমন ও মামুনের সরবরাহকৃত কাঁচামাল মিলন সাহেবের কারখানায় পিভিসি পাইপ তৈরী করতে ব্যবহার করা হয়। তাদের সরবরাহকৃত কাঁচামাল গুলো পরিবেশের বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে। এই সকল উপাদানগুলি মাটিতে অপচনশীল। এই উপাদান গুলিকে পোড়ালে এর থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এই গ্যাস গুলি আমাদের পরিবেশের বায়ুমন্ডলকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ করে। এই পলিমার গুলোকে প্রচন্ড তাপ ও চাপের মধ্যে রাখতে হয় ফলে এর    জন্য প্রচুর পরিমান বিদ্যুৎশক্তির প্রয়োজন হয় এবং পরবর্তী পর্যায়ে জল ব্যবহার করে তৈরী পণ্যকে ঠান্ডা করতে হয়। এর ফলে এই সকল ক্ষতিকারক কাঁচামালের থেকে জল দূষণও হচ্ছে। সকল প্লাস্টিকের কারখানার চিমনি থেকে প্রচুর পরিমানে বিষাক্ত ধোয়া নির্গত হয়ে আমাদের পরিবেশের ক্ষতি সাধন করে। পিভিসি তৈরির বিভিন্ন কাঁচামাল আমাদের পরিবেশের নানান ভাবে ক্ষতি ও দূষণ ঘটিয়ে চলেছে।

(খ) পিভিসি পাইপ তৈরিতে মিলন সাহেবের কোন কাঁচামালটি ব্যবহার করা উচিত বলে তুমি মনে কর?

উত্তর : পিভিসি পাইপ তৈরী করার জন্য মিলন সাহেবের মামুনের সরবরাহকৃত কাঁচামালের ব্যবহার করা উচিত। কারণ মামুনের সরবরাহকৃত কাঁচামালের ভৌত ধর্ম হলো গলিত অবস্থায় একে যে কোনো আকার আকৃতি দেওয়া যায়। তাই মিলন সাহেব যেহেতু তার কারখানায় পিভিসি পাইপ তৈরী করছিলো তাই মামুনের সরবরাহকৃত কাঁচামাল তার অধিক কাজে লাগবে। কারণ পিভিসি পাইপ বিভিন্ন আকার আকৃতির হয়। তাই মিলন সাহেবকে পিভিসি পাইপকে বিভিন্ন আকৃতি প্রদান করতে হবে এই কারণে মামুনের সরবরাহকৃত কাঁচামাল বেশি কার্যকারী হবে।

 

More Solutions : 

Updated: October 31, 2023 — 8:12 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *