NCTB Class 6 BGS Chapter 7 বাংলাদেশের অর্থনীতি Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 7 বাংলাদেশের অর্থনীতি Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 7 বাংলাদেশের অর্থনীতি Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 7 বাংলাদেশের অর্থনীতি : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 7
Chapter Name বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 7 বাংলাদেশের অর্থনীতি Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি?

(ক) কৃষিখাত

(খ) শিল্পখাত

(গ) আমদানিখাত

(ঘ) সেবাখাত

উত্তর :

(ক) কৃষিখাত

(২) শহরের অর্থনীতিকে সচল রাখে

(i) ধনী, শিল্পপতি ও ব্যবসায়ী

(ii) চাকরিজীবী, মধ্যবিত্ত ও পেশাজীবী

(iii) নিম্নবিত্ত, শ্রমিক ও দিনমজুর

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সিরাজগঞ্জের সবজি চাষি বিমল মিত্র তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামেই বিক্রি করত। গ্রামে তেমন চাহিদা না থাকায় কমদামে বিক্রি করতে হতো। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় তিনগুণ বেড়ে যায়।

(৩) বিমল মিত্রের আয় বৃদ্ধির মূল কারণ কী-

(ক) অবকাঠামোগত নিৰ্মাণ

(খ) কৃষির আধুনিকীকরণ

(গ) সঠিক সিদ্ধান্ত গ্রহণ

(ঘ) পরিকল্পনা বাস্তবায়ন

উত্তর :

(গ) সঠিক সিদ্ধান্ত গ্রহণ

(৪) উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে-

(i) অর্থনৈতিক উন্নয়ন

(ii) শিল্পের প্রসার

(iii) বাজার সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) ii iii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ক) i ও ii

সৃজনশীল প্রশ্ন :

(১) আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনার হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুইজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার।

(ক) বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে?

উত্তর : বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ লোক শহরাঞ্চলে বসবাস করে। বাংলাদেশের বিভিন্ন শিল্পসমৃদ্ধ শহর যেমন ঢাকা,  খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম  ইত্যাদি শহর গুলিতে ব্যাপক জনসংখ্যা পরিলক্ষিত হয়। এই শহর গুলিতে শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণে এখানে মানুষের একদিকে যেমন প্রচুর অর্থ উপার্জন হয় তেমনি আবার মানুষের জীবনের প্রভূত উন্নতিও সাধন হয়েছে।

(খ) বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন?

উত্তর : বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এই কারণে এখানকার জমি খুবই উর্ব্বর প্রকৃতির। এই জন্য প্রাচীন কাল থেকেই বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির পেছনে কৃষিকাজের গুরুপ্তপূর্ণ  ভূমিকা নিয়েছে। বাগ্লাদেশের অধিকাংশ মানুষ তাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। ধান, পাট, চা, তুলা, ডাল ইত্যাদি ফসল প্রচুর পরিমানে উৎপাদিত হয় এর মধ্যে চা, পাট, তুলা হলো বাণিজ্য ফসল। এছাড়া বাংলাদেশের উর্ব্বরভূমিতে প্রচুর পরিমানে সবুজ শাকসবজি, ফলমূল যেমন কলা, নারকেল, সুপারি উৎপাদিত হয়। এই ফল গুলি অন্নান্য দেশে রপ্তানি করা হয়। এই ভাবে বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রায় ২০ শতাংশ অবদান কৃষি থেকে আসে। মূলত এই সকল কারণের জন্যই বাংলাদেশকে একটি কৃষিপ্রধান দেশ বলা হয়।

(গ) মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর : মিসেস জমিলার কাজটি অর্থনীতির ব্যবসা-বাণিজ্য খাতের অন্তর্গত। বাংলাদেশের অর্থনীতির জন্য যেমন বৈদেশিক বাণিজ্য গুরুপ্তপূর্ণ তেমনি আবার অব্যন্তরীন বাণিজ্যের গুরুপ্তও কিছু কম নয়। অব্ভন্তরীন ব্যাবসার মধ্যে যেমন বড়ো বড়ো শিল্পবাণিজ্য আছে তেমনি আবার ছোট ছোট বাণিজ্যও আছে যেমন মিসেস জমিলার ডিম বিক্রয় করার ব্যাবসা। মিসেস জমিলার মতো গ্রামের ও শহরের গৃহবধূদের এই ছোট্ট বাবসাগুলোর বাংলাদেশের অর্থনীতিতে এক বিশেষ ভূমিকা আছে। এই সব কাজকে স্থানীয় ব্যবসা বা সমবায় ব্যবসা বলা যেতে পারে যা বেশির ক্ষেত্রেই মহিলাদের দ্বারাই পরিচালিত হয়।

(ঘ) আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ।

উত্তর : আশরাফ আলী ও মিসেস জমিলা উভয়ের কাজই বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুপ্তপূর্ণ।কিন্তু আশরাফ আলীর চামড়ার তৈরী ব্যাগ বিদেশে রফতানি করার কাজটি বাগ্লাদেশের অর্থনীতির জন্য বেশি গুরুপ্তপূর্ণ। কারণ আফরাফের তৈরী ব্যাগ ইংল্যান্ডে বিক্রয় করার জন্য একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবেশ হচ্ছে তেমনি সুখ্যাতি  ছড়াচ্ছে বাংলাদেশের শিল্পের। এই কারণে বিদেশী শিল্পপতিরা বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করার আগ্রহ দেখাবে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে  শুধু আশরাফ আলীরই উন্নতি হবে না উন্নতি হবে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির।

(২) মধ্যবিত্ত লোকমান সাহেবের চার ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুরসহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে চার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা পায় ।

(ক) আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ?

উত্তর : বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষি ২০ শতাংশ অবদান রাখে। এই কারণে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের অধিকাংশ মানুষই তাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল।

(খ) সেবাখাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর ।

উত্তর : শিক্ষা, স্বাস্থ, আইন, সেনাবাহিনী, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক-বীমা ইত্যাদি হলো সকল দেশের সেবাখাত। অর্থাৎ কোনো দেশের যে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলি দেশের জনসারণকে কোনো না কোনো সেবা প্রদান করে তাদেরকে এক কোথায় সেবাখাত বলে।  যে কোনো দেশের অর্থনীতির জন্য সেবাখাত গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সেবাখাতের উন্নতি হলে দেশের মানুষের সামগ্রীক পরিবর্তন ও উন্নত জীবন যাপন সম্ভব হবে। এই সেবা খাতের মুখ্য তিনটি অংশ হলো শিক্ষা, স্বাস্থ এবং আইন ও বাহিনী। শিক্ষার উন্নতি করা হলে দেশের জনগণ শিক্ষিত ও সচেতন হবে এর ফলে দেশের অর্থনীতি লাভবান হবে। অপরদিকে, স্বাস্থ্যের উন্নতি হলে দেশের জনগণের স্বাস্থ ভালো থাকবে ও বিভিন্ন জটিল রোগের জন্য সঠিক ও উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা সম্ভব হবে। এমন অনেক দেশ আছে যেখানে ভালো চিকিৎসা ব্যাবস্থার জন্য দেশ-বিদেশের মানুষ তাদের রোগের চিকিৎসার জন্য শেখ ভ্রমণ করে। এর ফলে সেখাকার অন্যান্য ব্যবসাবাণিজ্যও লাভবান হয়। আইন ও বাহিনী প্রত্যেক দেশের মেরুদন্ড একদিকে আইন যেমন দেশের অভ্যন্তরীন শান্তিশৃখলা বজায় রাখে তেমনি সেনাবাহিনী দেশকে বৈদেশিক শত্রু ও দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে।

(গ) জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন? ব্যাখ্যা কর

উত্তর : আরমান সৌদি আরব থেকে ফিরে এসে দেশের কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। তিনি সৈদি আরবে গিয়ে সেখানকার ম্রু ভূমিতে উন্নত কৃষির চাষের সাহার্য্যে খেজুর চাষ দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আসেন এবং দেশের নিজেদের অনুর্বর জমিতে উন্নত কৃষিচাষ পদ্ধতির সাহার্য্যে খামারের ব্যবসা শুরু করে নিজের সাথে সাথে দেশের অর্থনীতির উন্নতি করেছেন। বর্তমানে কৃষিকাজের জন্য বিভিন্ন উন্নত ব্যবস্থা এসেছে যার মাধ্যমে এখন অনউর্ব্বর ও মরু জমিতেও কৃষিকাজ করা সম্ভব হয়েছে। এর ফলে কৃষিকাজ দেশের অর্থনীতির আরো বেশি উন্নতি সাধন করছে।

(ঘ) জনাব লোকমানের বেকার চার পুত্রই এখন মানবসম্পদ” – মূল্যায়ন কর।

উত্তর : প্রথম অবস্থায় জনাব লোকমানের চারপূত্র বেকার ছিল তাই তারা দেশের উন্নতিতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু পরে যখন তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়ে তাদের অনুর্বর জমিকে কাজে লাগিয়ে খামারের ব্যবসা করে দেশের অর্থনীতির উন্নতিতে সাহার্য্য করেছে। তারা তাদের খামারের মাধ্যমে তাদের পারিপার্শিক মানুষদেরও উন্নতি সাধন করেছে। এই কারণে তারা বর্তমানে মানব সম্পদে পরিণত হয়েছে।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৫) বাংলাদেশের সমাজ

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:06 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *