NCTB Class 6 BGS Chapter 11 বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

NCTB Class 6 BGS Chapter 11 বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 11 বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 11 বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 11
Chapter Name বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 11 বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) শিশুর সামাজিকীকরণ শুরু হয় কোনটি থেকে?

(ক) খেলার সাথি

(খ) পরিবার

(গ) প্রতিবেশী

(ঘ) শিক্ষা প্রতিষ্ঠান

উত্তর :

(খ) পরিবার

(২) শিশুশ্রমের কারণ-

(i) শিশুদের অবাধ্যতা

(ii) পারিবারিক আর্থিক সংকট

(iii) পারিবারিক অশান্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও-

বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শুভ পথ হারিয়ে ফেলে। পথ চিনিয়ে দেওয়ার কথা বলে এক লোক তাকে পার্শ্ববর্তী দেশের কিছু অপরিচিত লোকের হাতে তুলে দেয়। শুভকে হারিয়ে ছোট ছেলে সামীকে বাবা-মা লেখাপড়া, গান ইত্যাদি সকল ক্ষেত্রেই যোগ্য করে তোলার জন্য অতিরিক্ত চাপ দেন।

(৩) শুভ কোন সমস্যার শিকার?

(ক) শিশুশ্রম

(খ) শিশুপাচার

(গ) শিশু নির্যাতন

(ঘ) শিশু অপহরণ

উত্তর :

(খ) শিশুপাচার

(৪) সামীর ক্ষেত্রে যা ঘটতে পারে তা হলো-

(i) সে অত্যধিক মেধাবী হবে

(ii) তার খাওয়ায় অরুচি হবে

(iii) কাজে অনীহা দেখা দেবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১) তেরো বছর বয়সী মোহন জুতার কারখানায় কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে মাঝেমাঝে সে অসুস্থ হয়ে পড়ে। পনেরো বছরের মলি এক বাসায় কাজ করে। সেখানে তাকে ভালো খাবার খেতে দেয়, বেড়াতে নিয়ে যায়, ঈদের সময় তার পছন্দের পোশাক কিনে দেয়। কাজের অবসরে তাকে পড়ার সুযোগও দেয়।

(ক) ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজ শিশুদের উপযোগী?

উত্তর : শিশুদের পড়াশোনা করার সাথে বাড়িতে এবং স্কুলে কিছু অতিরিক্ত কাজও করতে হয়। স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে অংশ গ্রহণ করায় যেমন শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড পরিষ্কার করানো, নিজেদের চেয়ার টেবিল গোছানো, শ্রেণীকক্ষের সাফাই, ইত্যাদি এই সকল কাজ করলে শিশুদের কোনো ক্ষতি হয় না এতে তাদের দায়িত্ববোধ, পরস্পরের প্রতি  ভালোবাসা, ও একে অপরকে সাহার্য্য করার ব্যাক্তিত্ত্ব বিকশিত হয়। আবার বাড়িতেও শিশুরা অনেক সময় তাদের বাড়ির সদস্যদের ও মাতাপিতার বিভিন্ন কাজে সহায়তা করে। এই সকল ছোট ছোট কাজ  শিশুরদের কোনো বিকাশে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। এই সকল কাজের মধ্যে দিয়ে শিশুদের মনোবল বৃদ্ধি পায়, বিভিন্ন সৃজনশীল কাজে অংশ নেওয়ার জন্য অনুপ্রাণিত হয়, অসহায় ব্যাক্তিদের বিপদে সাহার্য্য করতে আগ্রহী হয় এবং সর্বোপরি সমাজের একজন দায়িত্ববান ও কর্তব্য পরায়ণ ব্যাক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সাহার্য্য করবে।

(খ) প্রতিবন্ধকতা শিশুর জীবনে কী প্রভাব ফেলে ব্যাখ্যা কর।

উত্তর : একটি শিশু তখনি সুস্থ, সবল, ও ভালো ব্যাক্তিত্বের মানুষ হবে যখন সে একটি প্রতিবন্ধকতাহীন পরিবেশে বড়ো হয়ে উঠবে। অর্থাৎ আদর, স্নেহ, ভালোবাসা ইত্যাদির সাথে বড়ো হয়ে উঠবে। কিন্তু যদি শিশুটি ভালোবাসার পরিবর্তে বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে বড়ো হয় তাহলে তার মেজাজ হবে খিটখিটে, তার স্বাথ্য হবে খারাপ, মানিসিকতা হবে অসামাজিক। কারণ প্রতিবন্ধকতার মধ্যে বড়ো হওয়া শিশুদেরকে অনেক অত্যাচার ও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে বড়ো হতে হয় এই কারণে সমাজের প্রতি তাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি কঠোর। তাদের মনোবল হয় কম। তারা তাদের আশেপাশের মানুষজনকে নিজেদের শত্রু মনে করে এর ফলে কোনো অসৎ প্রকৃতির লোক এই শিশুদের ভুল বুঝিয়ে অন্য পাচার করে দিতে পারে বা কোনো অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িত করতে পারে।

(গ) মোহনের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে ব্যাখ্যা কর।

উত্তর : মোহনের করা কাজ শিশু শ্রম ধারণাকে প্রতিফলিত করে। কারণ মাত্র তেরো বছর বয়সে যখন তার পড়াশোনা, খেলাধুলা, সঠিক জ্ঞান, আদর  ভালোবাসা পাওয়ার সময় তার বদলে তাকে জুতোর কারখানায় দিন-রাত কাজ করতে হয় এর ফলে মাঝে মাঝে সে অসুস্থও হয়ে পরে। মোহনের এই অবস্থা একদিকে যেমন শিশু শ্রম ও নিশু নির্যাতনের প্রতীক তেমনি আবার সেই দেশের বা রাষ্ট্রের শিশুকে তার সকল অধিকার দিতে না পাড়ারও প্রতীক। বর্তমান সমাজে এবং প্রায় প্রত্যেক দেশে এই রকম হাজার হাজার শিশু মোহনের মতো অবস্থার শিকার। এটি প্রত্যেক রাষ্ট্রের শিশুদেরকে নিরাপত্তা ও তার অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিক।

(ঘ) মলির কর্মক্ষেত্রে তার প্রতি আচরণ মূল্যায়ন কর।

উত্তর : মলিও এক প্রকার শিশুশ্রম করছে কিন্তু তার কাজের পরিবেশ তার সঠিক বিকাশ ও তার সকল প্রাপ্প অধিকারের উপর নজর রেখেছে। তারা তাকে কাজের শেষে পড়াশোনা করতে দিয়েছে। মলিকে তারা ঘুরতে যেতে দিয়েছে, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি তারা উৎসবের সময় তারা মলিকেও নতুন জামা কাপড় কিনে দিয়েছে। এই ভাবে মলির অর্থাৎ একজন শিশুর প্রত্যেকটি অধিকার ও প্রাপ্প যেমন অক্ষুন্ন আছে তেমনি আবার তার সঠিক ভাবে বেড়ে উঠার জন্য একটি ভালোবাসা, আদর, ও স্নেহময় পরিবেশও বজায় আছে।

(২) মায়ের উদ্যোগে মিলি তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে। কেউ বিপদে পড়লে এই ক্লাবের সকলে মিলে সাহায্য করে। অন্যদিকে মিলির ভাই ও তার বন্ধুরা মিলে একটি সংগঠন করে যেখানে তারা একত্রিত হয়ে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন পড়ে। জীবনধর্মী বিভিন্ন ছবি ও বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি দেখে।

(ক) সামাজিকীকরণ কী?

উত্তর : সামাজিকরণ বলতে  একজন শিশুর জন্মের পর থেকে সঠিক শিক্ষা, আচার- আচরণ ও সকল প্রাপ্প অধিকারের সাথে সমাজের একজন আদর্শবান সদস্য হয়ে উঠার প্রক্রিয়াকে বোঝায়। এক কথায় বললে যে পক্রিয়ার মাধ্যমে আমারা সাকমাজিক শিক্ষা অর্জন করে সমাজের এক উপযুক্ত সদস্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারি সেই পক্রিয়াকেই সামাজিকরণ বলা হয়।

(খ) ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর ।

উত্তর : যে কোনো ব্যক্তির সুস্থ মানসিকতার জন্য তার বেড়ে ওঠার প্রক্রিয়াটি প্রতিবন্ধকতাহীন হওয়া এবং তার সাথে সাথে সঠিক সামাজিক শিক্ষা, জ্ঞান ও ভালোবাসাময় হওয়া উচিত। কারণ একজন শিশু যে পারিপার্শিক অবস্থায় বড়ো হয়ে উঠে তার আচার-আচরণ, স্বভাব ও মানসিকতার মধ্যে তার ছাপ লক্ষ করা যায়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে যদি কোনো শিশুর বড়ো হওয়ার প্রক্রিয়াটি  স্নেহ, ভালোবাসাময় না হয়ে কঠোর ও নির্যাতিত হয় তাহলে সেই শিশুটি বড়ো হলে তার সমাজের প্রতি তার মধ্যে বিদ্বেষ ও কঠোর মনোভাব প্রকাশ পাবে। আবার যদি সেই শিশুই ছোট থেকে সবার ভালোবাসা, স্নেহ, মমতা, ও সঠিক সামাজিক শিক্ষার  সাথে বড়ো হতো তবে তার মধ্যে সমাজের প্রতি কর্তব্য পরায়ণতা ও দায়িত্ববোধ প্রকাশ পেতো।  সে হয়ে উঠতো একজন সুস্থ মানসিকতার অধিকারী।

(গ) মিলি সামাজিকীকরণের কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে? ব্যাখ্যা কর ।

উত্তর : মায়ের উদ্যোগে মিলি ও তার বন্ধুরা একত্রিত হয়ে একটি দল বা ক্লাব গঠণ করেছে যাতে কেউ বিপদে পড়লে তারা তাকে সাহার্য্য করতে পারে। মিলি ও তার বন্ধুদের এই কর্মকান্ড সামাজিকরণের প্রতিবেশী মাধ্যমকে ফুটিয়ে তুলেছে। তারা এই ক্লাবটির মাধ্যমে তাদের প্রতিবেশীদের বিপদে-আপদে সাহার্য্য করে। এর মধ্যে দিয়ে আমরা পরস্পরকে বিপদের সময় সাহার্য্য করা, সহমর্মিতা, সমতা, ঐক্য ইত্যাদি বিষয়ের জ্ঞান অর্জন করতে পারি।

(ঘ) মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে কর? মতামত দাও।

উত্তর : সামাজিকরণের একটি গুরুপ্তপূর্ণ মাধ্যম হলো গণমাধ্যম। গণমাধমের জন্য সমাজের প্রত্যেক ব্যাক্তির কাছে এখন সংবাদ, মতামত, বিনোদন ইত্যাদি পৌঁছে যায়। এর ফলে মানুষ এখন অনেক বেশি সামাজিক ভাবে সচেতন হতে পেরেছে। গণমাধমের মধ্যে সবচেয়ে গুরুপ্তপূর্ণ হলো সংবাদমাধ্যম, ম্যাগাজিন, চলচ্চিত্র ইত্যাদি। সংবাদমাধমের মাধ্যমে আমার দেশ – বিদেশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারি। ম্যাগাজিন পরে দেশ-বিদেশের বিভিন্ন জ্ঞানীগুণী মানুষদের কথা পড়তে পারি এবং ভালো জ্ঞান অর্জন করতে পারি। চলচিত্রের মাধ্যমে আমরা অন্নান্য দেশের সামাজিক রীতিনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাই বলতে গেলে সামাজিকরণে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকান্ড তাদের সামাজিকরণের এক বিশেষ ভূমিকা রাখবে।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৫) বাংলাদেশের সমাজ

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:07 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *