NCTB Class 6 BGS Chapter 12 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 12 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 12 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 12 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter
Chapter Name

বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 12 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) সার্কের মূল লক্ষ্য কী?

(ক) সামাজিক সহযোগিতা

(খ) অর্থনৈতিক সহযোগিতা

(গ) সাংস্কৃতিক সহযোগিতা

(ঘ) শিক্ষা সহযোগিতা

উত্তর :

(খ) অর্থনৈতিক সহযোগিতা

(২) ইইউর নিজস্ব মুদ্রার নাম কী?

(ক) ডলার

(খ) পাউন্ড

(গ) ইউরো

(ঘ) রুপি

উত্তর :

(গ) ইউরো

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও পাঁচটি দেশ বাংলাদেশের মতো দেশগুলোকে পরিবেশ রক্ষাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করার পদ্ধতি নির্ধারণ করে।

(৩) উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে?

(ক) ইইউ

(খ) ওএইউ

(গ) জি-সেভেন

(ঘ) এনএএম

উত্তর :

(গ) জি-সেভেন

(৪) উল্লিখিত সংস্থাটি কাজ করছে-

(i) নিজেদের জন্য

(ii) স্বল্পোন্নত দেশের জন্য

(iii) দারিদ্র্য ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) ii iii

(গ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১) রাহাতের নেপালি বন্ধু গোমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত নেপালে অবস্থান কালে গোমেজের বাড়িতে বেড়াতে যান।

(ক) আসিয়ানের পূর্ণরূপ কী?

উত্তর : আসিয়ানের পূর্ণরূপ হলো Association of South-East Asian Nations (ASEAN) বাংলায় বললে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এই সংস্থাটি ১৯৬৭ সালে ৮ই আগস্ট এশিয়ার দশটি দেশ যথা – বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মালেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া,  লাওস, মায়ানমার, ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত হয়েছে। এই সংস্থা এই সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।

(খ) দ্বি-পাক্ষিক চুক্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর ।

উত্তর : দ্বি-পাক্ষিক চুক্তি বলতে পাশাপাশি অবস্থিত দুটি দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যেমন অর্থনৈতিক উন্নয়ন, মানবকল্যান, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে যে মুচলেকা সাক্ষর করে তাকে ডিবি-পাক্ষিক চুক্তি বলে। এর চুক্তির ফলে স্বাক্ষরকারী উভয় দেশই বিভিন্ন দিক থেকে  লাভবান হয় এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্কও বজায় থাকে। বর্তমানে বিভিন্ন পারিপার্শিক দেশের মধ্যে এই রকম প্রচুর চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।

(গ) নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।

উত্তর : নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের পারিপার্শিক দেশের মধ্যে শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান ও বিকাশ মূলক কাজের আওতায় পরে। SAARC বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক, শিল্প ও সংস্কৃতি, ব্যবসা -বাণিজ্য, যোগাযোগ, পর্যটন এবং পারিপার্শিক সৌহার্দ বৃদ্ধি।   তাই SAARC অন্তর্ভুক্ত দেশগুলি নিজের মধ্যে বন্ধুত্বপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য ব্যবসা-বাণিজ্যের সাথে সাথে শিল্প ও সাংস্কৃতিক আদান-প্রদান করে থাকে। যেমন রাহাতের নেপালে গিয়ে সার্কের গান পরিবেশন করা।

(ঘ) উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে- বিশ্লেষণ কর।

উত্তর : ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন দক্ষিণ এশীয় দেশ যেমন ভারত, নেপাল,  শ্ৰীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান এই সকল দেশের মধ্যে বাবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি, সামাজিক উন্নয়ন, যোগাযোগ, সুরক্ষা ও পারিপার্শিক সহযোগিতার উদ্দেশ্যে SAARC  নামক সংস্থা গঠিত হয়েছে। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো এর অন্তর্ভুক্ত দেশ গুলোর সামগ্রিক উন্নয়নে সাহার্য্য করা এবং এই সকল দেশের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা। SAARC শুধু ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতিরই উন্নয়ন করে না, প্রত্যেক দেশের সামাজিক, সাংস্কৃতিক আদান-প্রদান, পরস্পরের মধ্যে তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা মূলক কাজে সাহার্য্য করা, বিপদগ্রস্ত মিত্রদেশকে সাহার্য্য করা, চিকিৎসার উন্নতি সাধন করা এই সংস্থার মূল উদ্দেশ্য। দক্ষিণ এশীয় দেশ গুলির মধ্যে সকল প্রকার উন্নয়ন মূলক কাজের পেছনে মূল উপদেষ্টা হিসেবে কাজ করে SAARC.

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৫) বাংলাদেশের সমাজ

(৬) বাংলাদেশের সংস্কৃতি

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:08 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *