NCTB Class 7 Science Bengali Version Chapter 6 পদার্থের গঠন Solution

NCTB Class 7 Science Bengali Version Chapter 6 পদার্থের গঠন Solution

Bangladesh Board Class 7 Science Solution Chapter 6 পদার্থের গঠন Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 7 Chapter 6 পদার্থের গঠন :

Board NCTB Bangladesh Board
Class 7
Subject Science
Chapter Six
Chapter Name পদার্থের গঠন

পদার্থের গঠন অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 7 Science Bengali Version Chapter 6 পদার্থের গঠন Solution

শূন্যস্থান পূরণ কর :

(১) মৌলিক পদার্থ ___ উপাদান দিয়ে তৈরি।

(২) লবণ ও চিনি ___ পদার্থ।

(৩) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম ___

(8)  ___হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।

(৫) পরমাণুর কেন্দ্রে ___ থাকে।

উত্তর :

(১) মৌলিক পদার্থ পরমাণু উপাদান দিয়ে তৈরি।

(২) লবণ ও চিনি যৌগিক পদার্থ।

(৩) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু

(8)  অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।

(৫) পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস ও প্রোটন থাকে।

সংক্ষিপ্ত প্রশ্ন :

(১) মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বোঝ ?

উত্তর : যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরী সেই সব পদার্থকে মৌলিক পদার্থ বলে। যেমন  – লোহা, অক্সিজেন, হাউড্রোজেন ইত্যাদি। আর যে সকল পদার্থ একের অধিক উপাদান নিয়ে গঠিত, সেই সব উপাদানকে যৌগিক উপাদান বলে। যেমন – জল, চিনি, লবন।

(২) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা কর।

উত্তর :

অনু : 

(১) মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কনা হলো অনু।

(২) অনু স্বাধীন ভাবে থাকতে পারে।

(৪) একাদিক অনু মিলতো হতে একটি পদার্থ গঠন করে যেমন জল। জলে একটি অনু অক্সিজেনের থাকে এবং হাইড্রোজেনের দুটি অনু থাকে।

পরমাণু : 

(১) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হলো পরমাণু।

(২) পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে।

(৩) একাধিক পরমাণু যুক্ত হয়ে একটি অনু গঠন করে।

(৩) ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কী ?

উত্তর : ১৮০৩ সালে স্যার জন ডাল্টন তার বৈজ্ঞানিক পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে যে মতবাদ প্রদান করেন তাকে আমার ডাল্টনের পরমাণুবাদ নামে জানি।

পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মূল বক্তব্য : “সকল মৌলিকপদার্থ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একটি নির্দিষ্ট মৌলের সকল পরমাণু একই রকমের তাই একটি মৌলিক পদার্থের সকল পরমাণু গুলির আকার ও রাসায়নিক ধর্মও একই রকমের হয়। প্রকৃতিতে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু গুলি একে অপরের থেকে ভিন্ন। যৌগিক পদার্থ গুলি একাধিক মৌলিক পদার্থের পরমাণু দিয়ে গঠিত। এবং কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পদার্থের পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একে অপরের সাথে যুক্ত বা আলাদা করা যায়”।

(৪) পরমাণু ভেঙে কী কী কণা পাওয়া যায়? এরা পরমাণুর কোথায় অবস্থান করে?

উত্তর : একটি পরমাণুকে ভাঙলে নিউট্রন, প্রোটন ও ইলেক্ট্রন কণা পাওয়া যায়। পমানুর ভেতরে এই কণাগুলির অবস্থান ভিন্ন। নিউট্রন ও প্রোটন কণা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং ইলেক্ট্রন কণা কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষ পথে ঘুরতে থাকে।

বহুনির্বাচনি প্রশ্ন  :

(১) কোনটি মৌলিক অণু?

(ক) Na

(খ) Ne

(গ) N2

(ঘ) NO

উত্তর :

(ক) Na

(খ) Ne

নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও

(২) উপরের ছকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো?

(ক) ২,

(খ) ১,

(গ) ১,

(ঘ) ২,

উত্তর :

(ক) ২, ৪

(৩) কোন পদার্থগুলোর পরমাণুর সংখ্যা সমান?

(ক) ২,

(খ) ৩,

(গ) 5. 8,

(ঘ) ৩,

উত্তর :

(খ) ৩, ৪

সৃজনশীল প্রশ্ন  : 

(১) নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো।

(ক) হিলিয়ামের প্রতীক কী?

উত্তর :

হিলিয়ামের প্রতীক হলো He

(খ) কার্বন কেন মৌলিক পদার্থ? বর্ণনা কর।

উত্তর : কার্বন একটি মৌলিক পদার্থ কারণ কার্বন একটি মাত্র উপাদান দিয়ে গঠিত তাই কার্বনের মধ্যে একই ধরণের পরমাণু দেখা যায়। এবং কার্বোনকে ভাঙলে চারটি ইলেক্ট্রোন বিশিষ্ট পরমাণু পাওয়া যায়। কার্বনের রাসায়নিক সংকেত C

(গ) ১নং পদার্থটির সংকেতসহ রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর : ১নং পদার্থটির সংকেত হলো NaCl এবং এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। সাধারণ ভাষায় একে আমরা লবন বলি। সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবন সোডিয়াম ও ক্লোরিন উপাদানের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ।

(ঘ) ছকের ২নং পদার্থ মৌলিক এবং ৩নং পদার্থ যৌগিক ব্যাখ্যা কর।

উত্তর : ছকের ২নং পদার্থটি হলো ফ্লোরিন এবং ৩নং পদার্থটি হলো কার্বনডাই অক্সাইড । নিম্নে এই উপাদানগুলি নিয়ে আলোচনা করা হলো।

ফ্লোরিন : ফ্লোরিন রাসায়নিক সংকেত F২, এই পদার্থটি একটি মাত্র উপাদান দিয়ে গঠিত। এত এই পদার্থটিতে অন্য কোনো উত্পাদন পায় যায় না। তাই এই উপাদানটি একটি মৌলিক উপাদান। ফ্লোরিন মৌলিক পদার্থের মধ্যে সর্বাধিক প্রতিক্রিয়াশীল রাসায়নিক উপাদান। এই পদার্থের পরমাণুগুলি অত্যন্ত ক্ষুদ্র আকারের হয়।

কার্বনডাই অক্সাইড : এই পদার্থটির রাসায়নিক সংকেত হলো CO২। এই উপাদানটি একটি কার্বন অনু এবং দুটি অক্সিজেন অনু নিয়ে গঠিত। তাই যেহেতু এই পদার্থটিতে দুটি ভিন্ন  উপাদান রয়েছে তাই এর পরমাণুগুলিও হবে ভিন্ন তাই এটি একটি যৌগিক পদার্থ।

(ক) পরমাণু কী?

উত্তর : আমাদের জগতের সকল পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, পদার্থের এই ক্ষুদ্র কনাগুলোকেই পরমাণু বলা হয়। পরমাণু একে অন্যের সাথে যুক্ত হয়ে নৌ  গঠন করে। পরমাণু স্বাধীন  বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। পরমাণুকে ভাঙলে এর কেন্দ্রে নিউট্রন, প্রোটন এবং ইলেক্ট্রন কণা পাওয়া যায়। পরমাণুর নিউট্রন ও  প্রোটন কণা দুটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং ইলেক্ট্রন কণা পরমাণুর কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষ পথে প্রদক্ষিণ করে।

(খ) O এবং O এর মধ্যে পার্থক্য কী?

উত্তর : এখানে O বলতে প্রকৃতির অক্সিজেকে বোঝানো হয়েছে। অক্সিজেন প্রকৃতির একটি মৌলিক পদার্থ। কেননা অক্সিজেন শুধু একটি নির্দিষ্ট পরমাণু নিয়ে গঠিত। একে ভাঙলে অন্য কোনো মৌলের বা উপাদনের পরমাণু পাওয়া যায় না। O২ হলো অক্সিজেনের রাসায়নিক সংকেত। এর মাধ্যমে আমার জানতে পারি যে অক্সিজেন নামক  পদার্থটিতে দুটি পরমাণু আছে। যে কোনো পদার্থের রাসায়নিক সংকেত ব্যবহার করা হয় পদার্থটির রাসায়নিক গুনকে বিচার করে। এই দুটি সংকেত অর্থাৎ O এবং O২ মধ্যে মূল ভাবে এই পার্থক্যটি লক্ষ করা যায়।

 

More Chapters Solutions :  

Updated: October 9, 2023 — 2:14 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *