NCTB Class 7 Science Bengali Version Chapter 3 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য Solution

NCTB Class 7 Science Bengali Version Chapter 3 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য Solution

Bangladesh Board Class 7 Science Solution Chapter 3 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 7 Chapter 3 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য :

Board NCTB Bangladesh Board
Class 7
Subject Science
Chapter Three
Chapter Name উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 7 Science Bengali Version Chapter 3 উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য Solution

 

শূন্যস্থান পূরণ কর :

(১) মিষ্টি আলু একটি রূপান্তরিত ___

(২) কাঁচা হলুদ একটি রূপান্তরিত ___

(৩) তা ফনিমনসা একটি রূপান্তরিত ___

(৪) মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে ___

(৫) পাতার প্রধান কাজ  ___করা।

উত্তর :

(১) মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল।

(২) কাঁচা হলুদ একটি রূপান্তরিত মূল।

(৩) ফনিমনসা একটি রূপান্তরিত পাতা।

(৪) মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে জাইলেমের ভেসেলট্রাকিড।

(৫) পাতার প্রধান কাজ খাদ্য তৈরী করা।

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর :

(১) গোল আলু মূল নয় কেন?

উত্তর : গোল আলুর মূল না হওয়ার কারণ হলো গোল আলু একটি ভূ- নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। কিছু উদ্ভিদ ভূ- নিম্নস্থ কাণ্ডে খাদ্যকে সঞ্চয় করে এবং প্রচুর খাদ্য সঞ্চয়ের ফলে ভূ- নিম্নস্থ কান্ডটি  স্ফীত ও গোলাকার হয়ে যায়। উদ্ভিদের ভূ- নিম্নস্থ গোলাকার ও স্ফীত কান্ডটিই গোল আলু।

(২) ফনিমনসার দেহটি কান্ড না পর, ব্যাখ্যা কর।

উত্তর : ফণীমনসা গাছের দেহটি একটি রূপান্তরিত কান্ড যা পাতার মতো আকৃতি ধারণ করে এগুলোকে পর্ণ কান্ড বলে। এই কান্ড গুলি পাতার ন্যায় খাদ্য তৈরী করতে পারে। এই উদ্ভিদের  পাতা গুলি তাই কাটায় পরিণত হয়ে যায়।

(৩) পাতা কী কী কারণে রূপান্তরিত হয়।

উত্তর : উদ্ভিদের পাতা রূপান্তরিত হয় পরিবেশের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য। বিশেষ বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ বেঁচে থাকার জন্য ও তার বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য তার পাতার রূপান্তর ঘটিয়ে থাকে।

(৪) কান্ডের বিশেষ কাজগুলো উল্লেখ কর।

উত্তর : উদ্ভিদের মাটির উপরের অংশকেই কান্ড বলা হয়। কান্ড উদ্ভিদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। উদ্ভিদের বিকাশ ও বৃদ্ধিতে কাণ্ডের ভূমিকা অপরিসীম। কান্ড উদ্ভিদের পাত, ফুল. ফল, ও বিভিন্ন  শাখা ও প্রশাখাকে ধারণ করে। কান্ড উদ্ভিদের খাদ্য তৈরী করে এবং সঞ্চয় করে। বিভিন্ন মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার করে। কাণ্ডের পাতার সাহার্য্যে উদ্ভিদ শ্বাসপ্রশ্বাস গ্রহণ  করে, খাদ্য তৈরী করে এবং অতিরিক্ত জলকে নির্গত করে।

(৫) মূল কী কী কারণে রূপান্তরিত হয়।

উত্তর : যে কোনো উদ্ভিদের মাটির নিচের অংশকেই আমরা সেই উদ্ভিদের মূল বলে জানি। কিন্তু উদ্ভিদের বিভিন্ন কার্য্য সম্পন্ন করার জন্য মূল রূপান্তরিত হয়ে উদ্ভিদের বিভিন্ন অংশে হতে পারে। যেমন পাতায়, কাণ্ডে, শাখা-প্রশাখাতে। উদ্ভিদের শ্বাসপ্রশ্বাসের জন্য, উদ্ভিদের বংশবিস্তারের জন্য, খাদ্য সঞ্চয়ের জন্য, নতুন উদ্ভিদের সৃষ্টি হওয়ার জন্য, উদ্ভিদকে সাহারা দেওয়ার জন্য মূল রূপান্তরিত হতে পারে।

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে ।

(ক) ডালিয়া

(খ) আম আদা

(গ)  মিষ্টি আলু

(ঘ) করলা

উত্তর :

(খ) আম আদা

(২)  রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো-

(i) সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে

(ii) পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত

(iii) মাটির নিচে সমান্তরাল ভাবে থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(খ) i ও iii

উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উওর দাও : 

(৩) M চিহ্নিত অংশটির কাজ হচ্ছে-

(i) খাদ্য জমা রাখা

(ii) কাক্ষিক মুকুলকে রক্ষা করা

(iii)  প্রজননে সাহায্য করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii ii

(ঘ) i, ii iii

উত্তর :

(ক) i ও ii

(৪) উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় ?

(ক) M N

(খ) N O

(গ) O P

(ঘ) M P

উত্তর :

(খ) N ও O

সৃজনশীল প্রশ্ন : 

(ক) বুলবিল কী ?

উত্তর : যখন উদ্ভিদের কাক্ষিক মুকুলগুলি প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং গোলাকার আকৃতি ধারণ করে  এবং এর কাক্ষিক মুকুলগুলিও শাখায় পরিণত হয় না। এই প্রক্রিয়াটি বুলবিল নামে পরিচিত। যেমন  – আলু, রসুন, ইত্যাদি।

(খ) পাথরকুচি পাতার মাধ্যমে কীভাবে প্রজনন ঘটে?

উত্তর : পাথরকুচি উদ্ভিদের পাতার কিনারায় কুঁড়ি জন্মায়। এবং ধীরে ধীরে এই কুঁড়ি গুলি থেকে  শেকড় বা মূল বের হতে শুরু করে। এরপর একটা সময়ের পর এক কুঁড়িগুলি মূল গাছ থেকে  আলাদা হয়ে একটি নতুন গাছে পরিণত হয়ে যায়। এই ভাবে পাতার প্রজনন পক্রিয়ার মধ্য দিয়ে এই গাছগুলি তাদের বংশ বৃদ্ধি করে।

(গ) চিত্র X এর ব্যবহারিক দিক ব্যাখ্যা কর।

উত্তর : প্রদপ্ত চিত্রে X একটি রাইজোম। উদ্ভিদ রাইজোমকে খাদ্য সঞ্চয়ের জন্য ব্যবহার করে। রাইজোম থেকে নতুন করে অঙ্কুর তৈরী করা হয়। রাইজোম উদ্ভিদের বিপদকালের সঙ্গী কারণ রাইজোমে উদ্ভিদের স্টার্চ, প্রোটিন ও অন্যান পুষ্টি সঞ্চিত থাকে। তাই কোনো কারণে উদ্ভিদটি নষ্ট হয়ে গেলে এই রাইজোমের জন্য উদ্ভিদটি পুনরায় অংকুরিত হতে পারে। এছাড়া রাইজোমেকে উদ্ভিদের বংশ বিস্তার করার জন্যেও ব্যবহার করা হয়ে থাকে।

(২) (ক) অফনেট কী ?

উত্তর : অফসেট বলতে বিভিন্ন উদ্ভিদ যেমন টোলাপানা, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদের খর্বাকৃত পর্বমধ্যকে বোঝায়। এই উদ্ভিদের পর্বমধ্যগুলি দেখতে ছোট ও মোটা হয় তাই এদেরকে অফসেট বলা হয়ে থাকে।

(খ) কলসি উদ্ভিদকে পতা ফাঁদ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর : কলসি উদ্ভিদ তার পাতাকে বিভিন্ন ছোট ছোট  কীটপতঙ্গ শিকার করার জন্য ব্যবহার করে। এই উদ্ভিদের পাতাগুলি রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো আকৃতি ধারণ করে। যখন কোনো ছোট কীটপতঙ্গ এই উদ্ভিদের পাতা অর্থাৎ থলের মতো অংশে এসে পরে তখন থলেটির উপরে ঢাকনার মতো অংশটি বন্ধ হয়ে আসে এবং অবশেষ উদ্ভিদটি তার থলের মধ্যে খাদ্যরস নির্গত করে এবং সেই পতঙ্গ বা কীট এর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। এই কারণে কলসি উদ্ভিদের পাতাকে  ফাঁদ বলা হয়।

(গ) ১ম চিত্রে M চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর : প্রদপ্ত চিত্রের M চিহ্নিত অংশটি একটি শ্বাসমূলের। সমুদ্র উপকূলবর্তী এলাকায় উদ্ভিদের প্রধান মূল থেকে এই মূলগুলি মাটির ও পরে উঠে আসে। এই মূল গুলোতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র উপস্থিত থাকে। এই ছিদ্র গুলির সহায়তায় উদ্ভিদ বায়ুমন্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে অর্থাৎ নিজের শ্বাসপ্রশ্বাস ক্রিয়া চালায়। তাই মূলগুলোকে উদ্ভিদের শ্বাসমূল বলে। এই মূলের প্রধান কাজই হলো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস ক্রিয়াকে স্বাভাবিক রাখা।

(ঘ) R N উদ্ভিদ দুইটির তুলনামূলক আলোচনা কর ।

উত্তর :

R উদ্ভিদ :

প্রদপ্ত চিত্রে R উদ্ভিদটি আকর্ষী প্রজাতীর। এই উদ্ভিদগুলির পাতার শীর্ষভাগ লতানো আকারের বা অনেকটা স্প্রিঙের মতো হয়ে থাকে। এই স্প্রিঙের মতো পাতাগুলির সাহার্য্যে এই উদ্ভিদগুলি   কোনো কিছুকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠে আসে। এই গাছ গুলির পাতা গুলো সবসময় প্যাচানো স্প্রিঙের মতো হয়।

N উদ্ভিদ :

প্রদপ্ত চিত্রে N উদ্ভিদটিতে বুলবিল দেখা যাচ্ছে। অনেক আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুলগুলি প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং গোলাকার আকৃতি ধারণ করে  এবং এর কাক্ষিক মুকুলগুলিও শাখায় পরিণত হয় না। এই বুলবিল গুলি উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চিত করে যা উদ্ভিদের বিপদে কাজে লাগে।

 

More Chapters Solutions :  

Updated: October 7, 2023 — 5:11 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *