NCTB Class 7 BGS Chapter 6 বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা Solution/Guide

NCTB Class 7 BGS Chapter 6 বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা Solution/Guide

Bangladesh Board Class 7 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 6 বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 7 Chapter 6 বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 6
Chapter Name বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 7 BGS Chapter 6 বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি ?

(ক) ৩০টি

(খ) ৪০টি

(গ) ৫০টি

(ঘ) ৬০টি

উত্তর :

(গ) ৫০টি

নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ –

(i) সকলে মিলে দেশ শাসন সম্ভব নয়।

(ii) নির্বাচনে পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করা হয়

(iii) এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক ?

(ক) iii

(খ) ii iii

(গ) i ii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

জনাব সাহানা আক্তার একটি স্থানীয় সরকার কাঠামোর নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যাপারে তার অধীনে নির্বাচিত ০৯ জন সদস্যের সাথে আলোচনা করেন। সে সময় সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যগণও অংশগ্রহণ করেন।

 (৩) সাহানা যে স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধি তার নাম কী ?

(ক) জেলা পরিষদ

(খ) সিটি কর্পোরেশন

(গ) পৌরসভা

(ঘ) ইউনিয়ন পরিষদ

উত্তর :

(ক) জেলা পরিষদ

(8) উক্ত স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমের উপর সরকারের কী সফলতা নির্ভর করে ?

(ক) উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন

(খ) নীতিমালার সঠিক প্রয়োগ

(গ) সরকারের পক্ষে জনমত গঠন করা

(ঘ) বাজেট প্রণয়ন করা।

উত্তর :

(ক) উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন

সৃজনশীল প্রশ্ন :

সপ্তম শ্রেণির শ্রেণিশিক্ষক জনাব আমজাদ হোসেন ক্লাশ ক্যাপ্টেন নির্বাচিত করার কথা বললে অনেকেই ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করে। শ্রেণিশিক্ষক একটি বাক্স বানিয়ে সকল শিক্ষার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে ফরিদা ১ম, সাব্বির ২য় এবং নেহাল ৩য় স্থান অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালি দিয়ে তিন ক্যাপ্টেনকে অভিনন্দন জানায়। এরপর যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা একে অপরকে অভিবাদন জানায়।

(ক) আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী ?

উত্তর : আধুনিক গণতন্ত্রের মূল ভিক্তি হলো নির্বাচন।  প্রত্যেক গণতান্ত্রিক দেশ বা রাষ্ট্রের নাগরিকরা তাদের হয়ে দেশ বা রাষ্ট্রকে পরিচালনার জন্য সঠিক প্রতিনিধি বেছে নেওয়ার জন্য নির্বাচন পক্রিয়া সংগঠিত হয়। একটি দেশ বা রাষ্ট্রকে সেই দেশের সকল নাগরিক একত্রিত ভাবে পরিচালনা করবে তা যুক্তি সঙ্গত নয় এবং সম্ভবও নয়। তাই দেশেকে সঠিক ভাবে পরিচালনার জন্য এবং সকলের সার্বিক উন্নয়নের জন্য নির্বাচনি পক্রিয়ার মাধ্যমে দেশের নাগরিকরা  তাদের মনোনীত প্রাথীকে ভোটদানের মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

(খ) বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন সংগঠিত হয় পরোক্ষ নির্বাচনের মাধ্যমে অর্থাৎ দেশের নাগরিকরা সরাসরি ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে পারে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য প্রথমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের জনগণের ভোট ৩৫০ জন সংসদ নির্বাচিত হন। এই নির্বাচিত সদস্যরাদেড় মধ্যে ভোটগ্রহণের মাধ্যমে একজন উপযুক্ত পার্থীকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি পদে  নিযুক্ত করা হয়। তাই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে পরোক্ষ নির্বাচন নীতি প্রয়োগের দ্বারা সম্পন্ন করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষের সে রকম কোনো বিশেষ ভূমিকা থাকে না। তাদের দ্বারা নির্বাচিত দেশের সংসদরা  নিজেদের মধ্যে ভোটগ্রহণের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। এই ভাবে প্রথমে দেশের সাধারণ জনগণের ভোট দেশের সংসদ নির্বাচিত হন, এবং এই নির্বাচিত সাংসদদের ভোট বাংলাদেশের রাস্ট্রপতি নির্ধারিত বা নির্বাচিত হয়ে থাকেন।

(গ) আমজাদ হোসেনের ক্লাশের নির্বাচন প্রক্রিয়াটির ধরন ব্যাখ্যা কর।

উত্তর : বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক আমজাদ হোসেন ক্লাসের ক্যাপ্টেন নির্ধারণের জন্য প্রতক্ষ নির্বাচন পক্রিয়া ব্যবহার করেছিলেন। তিনি যখন ক্লাসের ক্যাপ্টেন নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেন তখন ক্লাসের অনেকে ক্যাপ্টেন হওয়ার জন্য এগিয়ে এসেছিলো তাই যারা যারা ক্যাপ্টেন পদের জন্য আগ্রহী ছিল আমজাদ হোসেন তাদের প্রত্যেককে প্রার্থী ঘোষণা করেছিল এবং ক্লাসের অন্য ছাত্রদেরকে তাদের পছন্দ মতো ক্যাপ্টেন বেছে নেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করেছিল। এই ভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ ভাবে ভোট দিয়ে ক্লাসের ক্যাপ্টেন নির্ধারণ করতে পেরেছিলো। এই একই পতিক্রিয়া বাংলাদেশের জাতীয় পর্যায়ে নির্বাচনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের পছন্দ মতো, উপযুক্ত এবং এলাকার উন্নতির জন্য একজন প্রাথীকে বেছে নিতে পারেন প্রত্যক্ষ ভাবে ভোট দিয়ে।

() প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ধরনের আচরণ গণতান্ত্রিক ভিতকে মজবুত করেবক্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর : প্রত্যেক দেশ বা রাষ্ট্রতে সেখানকার প্রত্যেক সুনাগরিকের দেশের সাধারণ এবং জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তাই দেশের নির্বাচন চলার সময় একটি নির্দিষ্ট পদের জন্য একই সময়ে অনেক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে  কিন্তু সাধারণ মানুষের ভোট যেতে মাত্র একজন সেই সময় প্রতিদ্বন্ধিদের মধ্যে যদি শত্রুতার পরিবর্তে মিত্রতা লক্ষ করা যায় তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। দেশের রাজনীতিতে অরাজকতার সৃষ্টি হবে না। দেশের রাজনৈতিক পরিবেশ হবে অনেক বেশি শান্তি শৃঙ্খলার। শক্তি বৃদ্ধি পাবে দেশের  সরকারের। সরকারি কাজে বাধা সৃষ্টি না হওয়ার কারণে দেশের উন্নতি ত্বরান্বিত হবে যা দেশকে করে তুলবে অনেক বেশি শক্তিশালী এবং দেশের নাগরিকদের মধ্যে বৃদ্ধি পাবে সাম্যতা এবং ঐক্কতা। দেশের  রাজনীতিবিদরা যদি ক্ষমতার জন্য লড়াই করার পরিবর্তে একসঙ্গে জোট বেঁধে কাজ করে তাহলে দেশের প্রভূত উন্নতি সম্ভব হবে। তাই নির্বাচকে ঘিরে লড়াই না করে দেশের জনগণের মুক্ত ও স্বাধীন ভাবে ভোট দিয়ে জেতানো প্রাথীর সাথে প্রত্যেক প্রতিদ্বন্ধি প্রার্থীর এই রূপ বন্ধুসুলভ আচরণ দেশের গণতান্ত্রিক ভিতকে অনেকবেশি মজবুত করতে সাহার্য্য করবে।

 

More solutions : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *