NCTB Class 6 Science Chapter 14 পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন Solution

NCTB Class 6 Science Chapter 14 পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 14 পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 14 পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter Fourteen 
Chapter Name পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন

পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 Science Chapter 14 পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন Solution

শূন্যস্থান পুরণ কর : 

(১) পরিবেশের বিভিন্ন উপাদান মানুষসহ অন্যান্য সকল ___ প্রভাবিত করে ।

(২) পরিবেশের ___ সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত।

(৩) পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ___ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।

(৪) কোনো কোনো উদ্ভিদের ___ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে ।

(৫) সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ___ উপাদানের উপর নির্ভরশীল।

উত্তর :

(১) পরিবেশের বিভিন্ন উপাদান মানুষসহ অন্যান্য সকল জীবজগৎকে প্রভাবিত করে ।

(২) পরিবেশের আজিব সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত।

(৩) পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীবজগৎ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।

(৪) কোনো কোনো উদ্ভিদের বিনাশ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে ।

(৫) সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের আজিব ও সজীব উপাদানের উপর নির্ভরশীল।

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) নিচের কোনটি অজীব উপাদান?

(ক) অ্যামিবা

(খ) পানি

(গ) গোলাপ

(ঘ) শামুক

উত্তর :

(খ) পানি

(২) পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের-

(i) রাস্তাঘাট নির্মাণ করতে হবে

(ii) পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে

(iii) উদ্ভিদ ও প্রাণিকুলকে রক্ষা করতে হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) iiiii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

নিচের চিত্র দুইটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

(৩) কিসের জন্য X এর উপর Y নির্ভর করে?

(ক) সালোকসংশ্লেষণ

(খ) খাদ্যগ্রহণ

(গ) পরাগায়ন

(ঘ) প্রস্বেদন

উত্তর :

(গ) পরাগায়ন

(4) X Y প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে-

(i) পানির উপর

(ii) বায়ুর উপর

(iii) আলোর উপর

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১)

X Y Z
মাটি ধানগাছ মানুষ
পানি    
বায়ু    
আলো    

 

(ক) পরিবেশ কী?

উত্তর : কোনো একটি নির্দিষ্ট স্থানের চারিদিকের পরিবেষ্টনকারী বিভিন্ন অবস্থাকে সেই স্থানের পরিবেশ  বলে। পরিবেশ মূলত দুই  প্রকারের হয় (১) প্রাকৃতিক পরিবেশ ও (২) অপ্রাকৃতিক পরিবেশ। প্রকৃতির সৃষ্ট সব কিছু যেমন গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত, ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। এছাড়া বাকি সব অর্থাৎ রাস্তাঘাট, ঘরবাড়ি, নালা নর্দমা, যানবাহন ইত্যাদি অপ্রাকৃতিক পরিবেশের অন্তর্গত।

(খ) দূষণ বলতে কী বুঝায় ?

উত্তর : প্রকৃতির সৃষ্ট বিভিন্ন উপাদানে অর্থাৎ জল, বায়ু, ও মৃত্তিকাতে যখন বিভিন্ন দূষিত উপাদান যেমন  রাসায়নিক পদার্থ, বিষাক্ত গ্যাস, ইত্যাদি মিশ্রত হয়ে তা ব্যবহারের অনুপযোগী করে তোলে তখন তাকে দূষণ বলে। যেমন – বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ।

(গ) X কলামের উপাদানগুলোর উপর Y কলামের জীব কীভাবে নির্ভরশীল ? ব্যাখ্যা কর।

উত্তর : ধানের বীজ থেকে সম্পূর্ণ একটি ধানগাছ হতে X কলামের প্রতিটি জিনিস অত্যন্ত আবশ্যিক। কারণ ধানের বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রথমে মাটির  প্রয়োজন। তারপর জল এবং পর্যায় ক্রমে বায়ু, এবং পর্যাপ্ত আলোর। এই সকল উপাদানের উপস্থিতির কারণেই একটি ছোট্ট বীজ থেকে কিছু সময়ের মধ্যে একটি সম্পূর্ণ ধান গাছ সৃষ্টি হয়ে যায়। এই সকল উপাদান না থাকলে ধানগাছটি সঠিক ভাবে বড়ো হতে পারতো না।

(ঘ) Z কলামের জীবটি X Y উভয়ের উপর নির্ভরশীল‘- বিশ্লেষণ কর।

উত্তর : ধানগাছটি যেমন তার সৃষ্টির জন্য X কলামের উপর সম্পূর্ণ ভাবে নির্ভর শীল তেমনি Z কলামের মানুষও তার সৃষ্টি ও অস্তিত্ব রাখার জন্য X ও Y কলামের উপর সুম্পূর্ণ ভাবে নির্ভরশীল। কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির মাটি,জল, বায়ু ও আলোর উপর নির্ভরশীল। আবার মানুষ তার খাদ্যের জন্য ধানগাছের উপর নির্ভরশীল। মানুষের খাদ্যের একটি গুরুপ্তপূর্ণ অংশ হলো ধান। পৃথিবীর প্রায় সকল মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে ধান ব্যবহার করা হয়। তাই মানুষ বেঁচে থাকার জন্য সম্পূর্ণ ভাবেই X ও Y কলামের উপাদানগুলির উপর নির্ভরশীল।

(২) P একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী। জীবনধারণের জন্য এটি তার চারপাশের বিভিন্ন উপাদান ব্যবহার করে । তবে মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে P প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ।

(ক) জড় পরিবেশ কী?

উত্তর : প্রকৃতির সৃষ্টি করা বিভিন্ন উপাদান যেমন মাটি, বায়ু, জল, আলো তাপমাত্রা, জলবায়ু ইত্যাদি আজিব উপাদান গুলিকে একসঙ্গে জড় পরিবেশ বলা হয়। এই আজিব উপাদান গুলি প্রত্যেক সজীব জীবের জন্য অত্যন্ত জরুরি এবং এই উপাদানগুলি সজীব উপাদানের বিস্তৃতিকে প্রভাবিত করে।

(খ) জীবের বিলুপ্তি বলতে কী বুঝায় ?

উত্তর : যখন কোনো নির্দিষ্ট একটি অঞ্চলের বা পরিবেশের একটি নির্দিষ্ট জীব সেই অঞ্চল থেকে সম্পূর্ণ ভাবে লুপ্ত হয়ে যায়, তখন সেই অঞ্চলে বা পরিবেশে ওই জীবের বিলুপ্তি বোঝায়।

(গ) P প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে? ব্যাখ্যা কর।

উত্তর : আলোচ্য P প্রাণীটি পরিবেশে উদ্ভিদ প্রজাতির উপর বেশি নির্ভর করে কারণ যেহেতু বলা হয়েছে P প্রাণীটি একটি তৃণভোজী প্রাণী। তাই এই প্রাণীটি তার খাদ্য ও জীবনযাপনের জন্য বিশেষ ভাবে পরিবেশের সবুজ উদ্ভিদদের উপর নির্ভরশীল হবে।

(ঘ) P প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য আমরা কী ধরনের পদক্ষেপ নেব? মতামত দাও ।

উত্তর : P প্রাণীটির সংখ্যা স্থির সংখ্যা স্থির রাখার জন্য আমরা বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন –

(১) বেশি করে সবুজ উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করে।

(২) বনভূমিকে রক্ষা করে।

(৩) P প্রাণীটি যাতে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ উদ্ভিদের যোগান পায় তার ব্যবস্থা করে।

(৪) P প্রাণীটির জন্য একটি সুরক্ষিত জায়গার সৃষ্টি করে।

 

More Solutions : 

Updated: October 5, 2023 — 5:17 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *