NCTB Class 6 Science Chapter 5 সালোকসংশ্লেষণ Solution

NCTB Class 6 Science Chapter 5 সালোকসংশ্লেষণ Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 5 সালোকসংশ্লেষণ Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সালোকসংশ্লেষণ অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 5 সালোকসংশ্লেষণ : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter Fifth
Chapter Name সালোকসংশ্লেষণ

NCTB Class 6 Science Chapter 5 সালোকসংশ্লেষণ Solution

সালোকসংশ্লেষণ অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?

(ক) শর্করা

(খ) আমিষ

(গ) স্নেহ

(ঘ) ভিটামিন

উত্তর :

(ক) শর্করা

(২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো-

(i) পানি

(ii)  আলো

(iii) অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(গ) ii iii

(খ) i iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

বিকালে কনক মাঠে ফুটবল খেলতে যায় । কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে। অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে।

(৩) পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ-

(i) পানি

(ii) সূর্যের আলো

(iii) কার্বন ডাই-অক্সাইড

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

(৪) কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো?

(ক) ব্যাপন

(খ) অভিস্রবণ

(গ) শ্বসন

(ঘ) সালোকসংশ্লেষণ

উত্তর :

(গ) শ্বসন

(ঘ) সালোকসংশ্লেষণ

সৃজনশীল প্রশ্ন :

(১) (ক) সালোকসংশ্লেষণ কাকে বলে?

উত্তর :

সূর্যরশ্মির সাহার্য্যে উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে এক কথায় সালোকসংশ্লেষ বলে। উদ্ভিদের পাতার কোষে প্লাস্টিড নামক এক ধরণের বিশেষ অঙ্গাণু থাকে। সূর্য থেকে আগত আলোক রশ্মি পাতায় পরে এবং পাতায় অবস্থিত সবুজ প্লাস্টিডের সাথে বিক্রিয়া করে খাদ্য উৎপন্ন করে। উদ্ভিদের পাতায় খাদ্য উৎপন্ন করার এই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষ বলে।  এই পক্রিয়া শুধু উদ্ভিদ জগতে পরিলক্ষিত হয়।

(খ) সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন?    

উত্তর : সালোকসংশ্লেষ উদ্ভিদের পাতায় সংগঠিত হওয়ার মূল কারণ হলো উদ্ভিদের পাতার কোষে উপস্থিত ক্লোরোফিল নামক গ্রন্থির উপস্থিতি। এই সবুজ বর্ণের বিশেষ গ্রন্থি সূর্যের আলোক রশ্মির সাথে বিক্রিয়া করে উদ্ভিদদের প্রয়োজনীয় খাদ্য উৎপন্ন করে। সালোকসংশ্লেষ পক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ক্লোরোফিল নামক বিশেষ গ্রন্থির প্রয়োজন হয়। উদ্ভিদ কোষের মধ্যে অবস্থিত এক বিশেষ অঙ্গাণু হলো প্লাস্টিড । এই প্লাস্টিড যেমন উদ্ভিদের ফল, ফুল ও পাতাকে বিভিন্ন বর্ণ প্রদান করে। উদ্ভিদের পত্রে উপস্থিত বিশেষ সবুজ বর্ণের প্লাস্টিড সূর্য রশ্মিকে  আবদ্ধ করে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য উৎপন্ন করে। প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষেই পাওয়া  যায়। প্রাণিকোষে এই প্লাস্টিড থাকে না যায় প্রাণীদের শরীরে ক্লোরোফিল সৃষ্টি হয় না। এই মূলত ক্লোরোফিল এর অনুপস্থিতির কারণেই জীবজগতে শুধুমাত্র উদ্ভিদে সালোকসংশ্লেষ পক্রিয়া দেখা যায়।

(গ) P বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা কর ।

উত্তর : P বেলজারে  মোমবাতিটি জ্বলে থাকার মুখ্য কারণ হলো অক্সিজেনের উপস্থিতি। আমরা জানি আগুন  জ্বালানোর জন্য বায়ুতে অক্সিজের উপস্থিতি অনিবার্য। অক্সিজেন ছারা দহন সম্ভব নয়।  এবং আমরা এও জানি যে প্রকৃতিতে উদ্ভিদ এই অক্সিজের মুখ্য উৎস। উদ্ভিদ দিনের বেলায় সালোকসংশ্লেষ পক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করার সময় প্রচুর পরিমানে অক্সিজেন উৎপন্ন করে। তাই যেহেতু P বেলজারে ভেতরে মোমবাতিটির সাথে একটি গাছও আছে তাই সেই গাছ থেকে নির্গত অক্সিজেনের প্রভাবেই মোমবাতিটি জ্বলে আছে।

(ঘ) চিত্রে প্রদর্শিত অবস্থায় Q বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও

উত্তর : প্রদপ্ত চিত্রের Q বেলজারে গাছটি বেঁচে থাকবে না। কারণ গাছটি একটি আবদ্ধ স্থানে রয়েছে তাই সেখানে বায়ুর চলাচল বন্ধ রয়েছে। উদ্ভিদ যেমন দিনের বেলায় খাদ্য উৎপন্ন করার সময় প্রচুর পরিমান অক্সিজেন উৎপন্ন করে ঠিক তেমনি রাতে শ্বাসপ্রশ্বাসের সময় প্রচুর পরিমানে কার্বনডাই-অক্সাইড উৎপন্ন করে। কিন্তু যেহেতু গাছটি আবদ্ধ অবস্থায় রয়েছে যায় সেই স্থানে বায়ুতে অক্সিজেন এবং কার্বনডাই-অক্সাইডের ভারসাম্যতা ঠিক থাকবে না। এর ফলে গাছটি সঠিক ভাবে তার শ্বাসপ্রশ্বাস চালাতে পারবে না এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে। পরিশেষে অক্সিজেনের অভাবে গাছটি মারা যাবে।

(২) কার্বন ডাই-অক্সাইড + R S + পানি + অক্সিজেন ক্লোরোপ্লাস্ট

(ক) পৃথিবীতে সকল শক্তির উৎস কী?

উত্তর : পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্য থেকে খাদ্য শ্রেণীর প্রথম স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সকল খাদ্য ও খাদক সূর্যের থেকে আগত আলোকশক্তির উপর নির্ভরশীল। তাই সূর্যকে আমারদের পৃথিবীর সকল শক্তির উৎস বলা হয়ে থাকে।

(খ) রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন?         

উত্তর : উদ্ভিদের পাতায় অবস্থিত বিশেষ সবুজ গ্রন্থি ক্লোরোফিল সূর্যের থেকে আগত আলোক রশ্মির সাথে বিক্রিয়া করে সালোকসংশ্লেষ পক্রিয়া সম্পন্ন করে। তাই সালোকসংশ্লেষ পক্রিয়া সম্পন্ন করেত সূর্যের উপস্থিতি খুবই আবশ্যক। সূর্য থেকে আগত আলোকরশ্মির কারণেই উদ্ভিদে  সালোকসংশ্লেষণ সম্ভব হয়। তাই রাতে সূর্যের উপস্থিতি না থাকায় এই  সালোকসংশ্লেষণ পক্রিয়া সম্পন্ন হতে পারে না। রাতে সূর্যের অনুপস্তিতে সূর্য থেকে আগত আলোকরশ্মিও থাকে না। তাই রাতে সালোকসংশ্লেষণ হয় না।

(ঘ) জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর ।

উত্তর : সালোকসংশ্লেষণ পক্রিয়া জীবজগতে খুবই গুরুপ্তপূর্ণ। জীবজগতে প্রায় সকল উদ্ভিদ প্রজাতির মধ্যে এই পক্রিয়া সংগঠিত হয়। উদ্ভিদ প্রজাতি পক্রিয়ার সাহার্য্যে নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে। উদ্ভিদের পাতায় উপস্থিত ক্লোরোফিল নামক এক বিশেষ গ্রন্থি সূর্যের থেকে আগত আলোক রশ্মিকে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্যে রূপান্তরিত করে আর এই পক্রিয়াকেই সালোকসংশ্লেষণ পক্রিয়া বলে। জীবজগতের বাস্তুতন্ত্রে খাদ্য ও খাদকের শ্রেণীতে অবস্থিত জীব ও উদ্ভিদ মুখ্য ভাবে এই সালোকসংশেষন পক্রিয়ার মাধ্যমেই বেঁচে থাকে। তাই প্রক্রিয়াটি যদি না ঘটে তাহলে প্রথম শ্রেণীর সকল খাদ্য ধ্বংস হয়ে যাবে এবং যেহেতু জীবজগতের বাস্তুতন্ত্রে সকল খাদ্য এবং খাদক একে অপরের উপর নির্ভরশীল তাই জীববৈচিত্রে সকল জীবের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এছাড়া জীবগতের সকলের বেঁচে থাকার জন্য প্রয়জনীয় অক্সিজেন গ্যাস এই পক্রিয়ার ফলেই উদ্ভিদের থেকে নিৰ্গত হয়। আবার এই পক্রিয়া থেকেই উদ্ভিদের মধ্যে ফল, ফুল ইত্যাদি উৎপন্ন হয়। যা জীবজগতের খাদ্যের যোগান দেয়। তাই সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে সালোকসংশ্লেষন জীবজগতের জন্য খুবই গুরুপ্তপূর্ণ একটি পক্রিয়া।

 

More Solutions : 

Updated: October 2, 2023 — 2:03 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *