NCTB Class 6 Science Chapter 12 পৃথিবীর উৎপত্তি ও গঠন Solution

NCTB Class 6 Science Chapter 12 পৃথিবীর উৎপত্তি ও গঠন Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 12 পৃথিবীর উৎপত্তি ও গঠন Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 12 পৃথিবীর উৎপত্তি ও গঠন : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter Twelve
Chapter Name পৃথিবীর উৎপত্তি ও গঠন

পৃথিবীর উৎপত্তি ও গঠন অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 Science Chapter 12 পৃথিবীর উৎপত্তি ও গঠন Solution

বহুনির্বাচনি প্রশ্ন : 

(১) বাংলাদেশের কোথায় চুনাপাথর পাওয়া যায়?

(ক) ঢাকায়

(গ) বরিশালে

(খ) সিলেটে

(ঘ) খুলনায়

উত্তর :

(খ) সিলেটে

(২) কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কারণ এগুলো-

(i) জৈব পদার্থ

(ii) অজৈব পদার্থ

(iii) জীবদেহ হতে তৈরি

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের চিত্র থেকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

১ম স্তর

২য় স্তর

৩য় স্তর

৪র্থ স্তর

মাটির স্তর

(৩) চিত্রে প্রদর্শিত কোন স্তরের মাটি কম কালো এবং উজ্জ্বল হয়?

(ক) ১ম স্তর

(খ) ২য় স্তর

(গ) ৩য় স্তর

(ঘ) ৪র্থ স্তর

উত্তর :

(ক) ১ম স্তর

(৪) ১ম স্তরটি গঠিত হয়-

(i) শিলাকণা দিয়ে

(ii) হিউমাস দিয়ে

(iii) পচা ও মৃত জীবদেহ দিয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(গ) ii iii

(খ) iiii

(ঘ) i, ii iii ii

উত্তর :

(ক) i ও ii

সৃজনশীল প্রশ্ন :

(১) (ক) ভূ-ত্বক কী?

উত্তর : পৃথিবী পৃষ্ঠের শিলামন্ডলের উপরিস্তরকে ভু-ত্বক বলে। আমরা সবাই শুধু প্রথিবীর পৃষ্ঠকেই দেখতে পারি। এই ভূপৃষ্ঠটি সমতল ভূমি, নদী, পাহাড় ইত্যাদি নিয়ে গঠিত। ভূপৃষ্ঠের উপরিস্তরকেই এক কথায় ভূত্বক বলা হয়। সকল জীবজগৎ পৃথিবীর উপরেই থাকে এবং বিচরণ  করে।

(খ) আগ্নেয়গিরির উদগীরণ বলতে কী বুঝায়?

উত্তর :

আগ্নেয়গিরির :

আমাদের পৃথিবীর উপরিস্তরটি অনেকগুলি ভাগে বিভক্ত। এই ভাগ গুলিকে প্লেট বলা হয়। আর প্লেটগুলি পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলের অর্ধতরলিত শিলার ওপর ভাসমান অবস্থায় আছে। প্রত্যেক বছর এই টেকটনিক প্লেটগুলি একে অপরের থেকে কাছে বা দূরে চলে যাচ্ছে। এই ব্যাপক সম্প্রসারণের ফলেই দুটো প্লেটের মধ্যেবর্তী স্থান অর্থাৎ যেখানে দুটি মিলিত হচ্ছে সেই স্থানে আগ্নেয়গিরির দেখা যায়।

আগ্নেয়গিরির উদগীরণ :

আগ্নেয়গিরির উদগীরণ বলতে বোঝায়, যখন কোনো আগ্নেয় পর্বতের চূড়া থেকে ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রচন্ড চাপের ফলে এর ভেতরের গলিত শিলা, খনিজ পদার্থ, বিষাক্ত গ্যাস ও প্রচুর পরিমানে ঘন ধোয়া ও ছাই ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে আসে। এই ঘটনাকেই আগ্নেয়গিরির উদগীরণ বলে।

(গ) R অংশটির গঠন বর্ণনা কর।

উত্তর : প্রদপ্ত চিত্রে R অংশটি হলো কেন্দ্রমন্ডল। কেন্দ্রমন্ডল পৃথিবীর সবচয়ে গভীরতম অংশ। পৃথিবীর কেন্দ্র বিন্দু থেকে ৩৫০০ কিলোমিটার পর্যন্ত্য ব্যাসার্ধ গোলাকার অংশটিকে পৃথিবীর কেন্দ্র মন্ডল বলে। পৃথিবীর এই অংশটি বিভিন্ন ধাতু যেমন নিকেল, লোহা, সীসা প্রচন্ড উত্তপ্ত ও কঠিন অবস্থায় আছে। এই অংশটি পৃথিবীকে মধ্যাকর্ষণ শক্তি প্রদান করে।

(ঘ) P Q এর যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ কর ।

উত্তর : আমরা জানি পৃথিবীতে মাটির সৃষ্টি হয়েছে শিলা ক্ষয় হয়ে। তাই প্রদপ্ত চিত্রের P স্তরটি মাটি গঠন করে থাকে। পৃথিবী বিভিন্ন শক্তির দ্বারা প্রতিনিয়ত পাহাড়, পর্বত, নদী, সমুদ্রের শিলা ক্ষয় হয়ে চলেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে পড়ছে। এই ভাবে দীর্ঘদিনের ঘর্ষণ কার্য্যের ফলেই পৃথিবীতে মৃত্তিকার সৃষ্টি হয়েছে। তাই প্রদপ্ত চিত্রের P স্তরটি অর্থাৎ শিলামন্ডলটি মৃত্তিকা সৃষ্টি করে।

 

More Solutions : 

Updated: October 4, 2023 — 2:23 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *