NCTB Class 6 Science Chapter 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ Solution

NCTB Class 6 Science Chapter 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter One
Chapter Name বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ

NCTB Class 6 Science Chapter 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ Solution

অনুশীলনী প্রশ্ন এবং উত্তর : 

শূন্যস্থান পূরণ কর : 

(১)  পরিমাপের একক দুই প্রকার

(২)  আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা টি।

(৩) সকল পদ্ধতিতেই সময়ের একক

উত্তর :

(১)  পরিমাপের একক দুই প্রকার মৌলিকযৌগিক।

(২)  আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা টি।

(৩) সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড।

বহুনির্বাচনি প্রশ্ন

(১)   ভরের একক কোনটি?

(ক)  কিলোমিটার

(খ)  কিলোগ্রাম

(গ)  কেলভিন

(ঘ)  ক্যান্ডেলা

উত্তর :

(খ)  কিলোগ্রাম

(২)  একটি ইট যে জায়গা দখল করে তাকে কী বলে?

(ক)  ক্ষেত্রফল

(খ)  আয়তন

(গ)  ভর

(ঘ)  দৈর্ঘ্য

উত্তর :

(ক)  ক্ষেত্রফল

নিচের চিত্র থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

(৩) B চিত্রে পাথরের আয়তন কত?

(ক) ৫ ঘন সে.মি

(খ) ১০ ঘন সে.মি

(গ) ১৫ ঘন সে.মি

(ঘ) ২০ ঘন সে.মি

উত্তর :

(ঘ) ২০ ঘন সে.মি

(৪) A চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার?

(ক) একটি

(খ) দুইটি

(গ) তিনটি

(ঘ) চারটি

উত্তর :

(ক) একটি

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

(১)  প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন?

উত্তর : আমাদের দৈনিন্দন জীবনে আমরা বিভিন্ন কাজ অনুমান বা আন্দাজ করে থাকি কিন্তু কাঙ্খিত ফল লাভ করতে পারি না। কারণ আন্দাজের সহিত কোনো কিছুর সঠিক পরিমাপ জানা যায় না। কোনো জিনিস কতটুকু দরকার তা আমরা পরিমাপের সাহার্য্যেই জানতে পারি। সঠিক পরিমাপ জানা খুবই আবশ্যিক কারণ পরিমাপ ছাড়া যে কোনো কাজই পন্ড হয়। যেমন সঠিক পরিমানে ওষুধ না খেলে মানুষ অসুস্থ হবে। সঠিক পরিমান না জানলে আমরা দৈনিন্দন জীবনে   যে সকল বস্তুকে ব্যবহার করি তার অপচয় ঘটবে। সর্বোপরি পরিমাপ না জানলে আমরা কোন কাজকেই সফল করে তুলতে পারবো না। 

(২) মৌলিক একক কী কী?

উত্তর : কোনো জিনিসকে সরাসরি পরিমাপ করা গেলে এবং সেটি স্বয়ংসম্পূর্ণ হলে সেই একককে মৌলিক একক বলে। কোনো জিনিসের পরিমাপকে সাধারণত রাশি বলে। রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা মৌলিক একক এবং যৌগিক একক। মৌলিক রাশির কিছু পরিমাপ করার জন্য মোট ৭টি মৌলিক একক রয়েছে। যথা – (১) দৈর্ঘের জন্য মিটার, (২) সময়ের জন্য সেকেন্ড, (৩) ওজনের  জন্য কিলোগ্রাম, (৪) আলোক ঔজ্জল্যের জন্য ক্যান্ডেলা, (৫) বিদ্যুৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার, (৬) তাপমাত্রার জন্য কেলভিন এবং (৭) পদার্থের জন্য মোল।

(৩) এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন হয়?

উত্তর : এককের গুণিতক বা ভগ্নাংশের ব্যবহার করা হয় কোনো কিছু বৃহত্তর পরিমাপের জন্য। যেমন এক শহর থেকে আরেক শহরে দূরত্ব পরিমাপ করার জন্য।

(৪)  পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়?

উত্তর : ক্ষেত্রফল ও আয়তনের পরিমাপের ক্ষত্রে মূল পার্থক্য হলো পরিমাপ এককের ব্যবহারের। কারণ কোনো বস্তুর ক্ষেত্রহল নির্ণয় করতে হলে সেই বস্তূটির দৈর্ঘ ও প্রস্থ একক দুটিকে গুন্ করতে হয়। অপরদিকে, কোন বস্তূর আয়তন নির্ণয় করতে হলে সেই বস্তুটির তিনিটি এককের গুনফল অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, এবং উচ্চতার মিলিত গুনফল। সকল বস্তূর আয়তন নির্ণয়ের  একক হলো ঘন একক এবং ক্ষেত্রফল নির্ণয়ের একক হলো বর্গ একক।

সৃজনশীল প্রশ্ন :

(১)    ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সে মি । ফারহানের মা সমআকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন।

(ক)  দৈর্ঘ্যের একক কী?

উত্তর : দৈর্ঘ্যের একক হলো মিটার। আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে দৈর্ঘ্যের মৌলিক একককে মিটারে প্রকাশ করা হয়।

(খ)  পরিমাপের প্রয়োজন হয় কেন?

উত্তর : যে কোনো বস্তূ বা তরলের সঠিক মান জানার জন্য পরিমাপের প্রয়োজন। আমরা কোনো কিছুর সঠিক পরিমাপ না জানলে তা উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারবো না। তাই পরিমাপ জানা বিশেষ ভাবে জরুরি। পৃথিবীতে প্রত্যেক বস্তূ ও তরলের পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট একক ব্যাবহার করা হয়ে থাকে। যেমন কিলোগ্রাম, মিটার, লিটার ইত্যাদি।

(২)  হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এ বছর তিনি বিদেশে ৫ মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে F. P. S পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে M. K. S পদ্ধতি ব্যবহার করেন।

(ক)  ক্যান্ডেলা কী?

উত্তর : কোনো বস্তূর আলোক ঔজ্জ্বলতা পরিমাপ করার জন্য যে একক ব্যবাহার করা হয় তাকে ক্যান্ডেলা বলে। যেমন একটি মোমবাতির দহনের ফলে তার থেকে কত পরিমান আলোক ওজ্জ্বলতা নির্গত হবে তা নির্ণয় করা হয় এই এককের দ্বারা। এই এককের আন্তর্জাতিক সংকেত  হলো cd. কোনো আলোক উৎসের দীপন তীব্রতাকে সঠিক ভাবে পরিমাপ করার জন্য ক্যান্ডেলা একক ব্যবহার করা হয়।

(খ)  যৌগিক একক ব্যাখ্যা কর।

উত্তর : কোনো বস্তূর পরিমান নির্ণয় করার জন্য দুই বা ততোধিক এককের সমন্বয়ের প্রয়োজন হলে সেই একককে যৌগিক একক বলা হয়। যৌগিক একক ব্যবহার করা হয় কোনো বৃহত্তর পরিমাপের জন্য। যেমন এক শহর থেকে অন্য শহরের দুরুত্বকে সঠিক ভাবে পরিমাপ করতে হলে গৌগিক একক ব্যবহার করা হয়।

(ঘ)  উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর :

F. P. S পদ্ধতি অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড এবং M. K. S পদ্ধতি অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড। F. P. S  পদ্ধতিতে কোনো পদার্থের দৈর্ঘ্যের একক মিটার, তার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ডে নির্ণয় করা হয়। অপরদিকে, F. P. S পদ্ধতিতে কোনো পদার্থের দৈর্ঘ্যের একক ফুট, তার ভরের একক পাউন্ডে এবং সময়ের একক সেকেন্ডে প্রকাশ করা হয়।

 

More Solutions : 

Updated: September 30, 2023 — 11:35 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *