NCTB Class 6 Science Chapter 9 আলোর ঘটনা Solution

NCTB Class 6 Science Chapter 9 আলোর ঘটনা Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 9 আলোর ঘটনা Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আলোর ঘটনা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 9 আলোর ঘটনা : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter Nine
Chapter Name আলোর ঘটনা

আলোর ঘটনা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 Science Chapter 9 আলোর ঘটনা Solution

শূন্যস্থান পূরণ কর :

(১) সমতল দর্পণে আপতন কোণ ও প্রতিফলন কোণ ___

(২) কোনো ব্যক্তি দর্পণ থেকে ১ মিটার দূরত্বে দাঁড়ালে তার প্রতিবিম্ব থেকে তার দূরত্ব ___ মিটার হবে।

(৩) দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান ছুঁলে প্রতিবিম্ব ___ ছুঁবে ।

(৪) পেরিস্কোপ তৈরি হয় প্রতিফলনের  ___ ঘটার জন্য ।

উত্তর :

(১) সমতল দর্পণে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান।

(২) কোনো ব্যক্তি দর্পণ থেকে ১ মিটার দূরত্বে দাঁড়ালে তার প্রতিবিম্ব থেকে তার দূরত্ব মিটার হবে।

(৩) দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান ছুঁলে প্রতিবিম্ব বাম কান ছুঁবে ।

(৪) পেরিস্কোপ তৈরি হয় প্রতিফলনের বিসরণ ঘটার জন্য ।

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কী বলে?

(ক) শোষণ

(খ) প্রতিফলন

(গ) প্রতিসরণ

(ঘ) বিশ্লেষণ

উত্তর :

(ক) শোষণ

(২) কোনো বস্তু আমরা দেখতে পাই যখন-

(ক) বস্তুটি আলো শোষণ করে

(খ) বস্তুটি আলো প্রতিফলিত করে

(গ) বস্তুটি আলো প্রতিসরিত করে

(ঘ) চোখ থেকে আলো বস্তুতে পড়ে

উত্তর :

(খ) বস্তুটি আলো প্রতিফলিত করে

নিচের চিত্র থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

(৩) চিত্রে BON এর মান কত?

(ক) ১০°

(খ) 80°

(গ) ৫০°

(ঘ) ৯০°

উত্তর :

(খ) 80°

(৪) রশ্মিটি PO বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?

(ক)

(খ) 80°

(গ) ৫০°

(ঘ) ৯০°

উত্তর :

(ঘ) ৯০°

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

(১) মনে কর তুমি একটি অন্ধকার ঘরে আছ। তুমি কি ঘরের ভিতরের জিনিস দেখতে পাবে তুমি কি ঘরের বাইরের জিনিস দেখতে পাবে? ব্যাখ্যা কর ।

উত্তর : না, অন্ধকার ঘরের ভেতরের জিনিস গুলোকে আমরা সঠিক ভাবে বা স্পষ্ট ভাবে দেখতে পাবো না। কারণ অন্ধকার ঘরের ভেতরে আলোর কোনো উৎস নেই তাই কোনো আলোক রশ্মি সেই ঘরের কোনো জিনিস থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছতে পারবে না। এই কারণে আমরা অন্ধকার ঘরের ভেতরের কোনো জিনিস দেখতে পারবো না। অপরদিকে, ঘরের বাইরের সব জিনিসকে আমরা সঠিক ও স্পষ্টভাবে দেখতে পারবো। কারণ বাইরে অনেক রকম আলোর উৎস আছে যেখান থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছতে পারবে। তাই ঘরের বাইরের সব জিনিসকে আমরা দেখতে পারবো।

(২) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কী?

উত্তর :

নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে আমার অনেক পার্থক্য দেখতে পাই এই পার্থক্য বা অসামঞ্জস্যতা গুলি নিম্নে আলোচনা করা হলো –

নিয়মিত প্রতিফলন : 

(১) আলোর এই  প্রতিফলনে আলোক রশ্মিগুলি পরস্পরের সামন্তরাল হয়।

(২) আলোর এই প্রতিফলন শুধু মাত্র উজ্জ্বল বা মসৃন পৃষ্ঠতলেই সম্ভব হয়।

(৩) নিয়মিত প্রতিফলনে আলোক রশ্মিগুলিকে প্রফলকের সাহার্য্যে যে কোনো দিকে প্রতিফলিত করা যায়।

(৪) আলোর প্রতিফলনে এর উৎসের সঠিক ও বিপরীত প্রতিবিম্ব তৈরী হয়।

বিক্ষিপ্ত প্রতিফলন : 

(১) আলোর এই প্রতিফলনে আলোক রশ্মি গুলি পরস্পরের সমান্তরালে না গিয়ে ছড়িয়ে যায়।

(২) আলোর এই প্রতিফলন কোনো অসমতল বা অমসৃণ পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়।

(৩) এই প্রতিফলনের সময় আলোক রশ্মিকে নিজের ইচ্ছা মতো দিক দেওয়া যায় না।

(৪) বিক্ষিপ্ত প্রতিফলনে এর উৎসের কোনো প্রতিবিম্ব তৈরী হয় না।

(৩) একটি পেরিস্কোপের গঠন বর্ণনা কর ।

উত্তর :

পেরিস্কোপ এমন একটি দর্পন যন্ত্র যার সাহার্য্যে আমরা কোনো নিচু স্থান থেকে উঁচু স্থানের জিনিসকে অতি সহজেই দেখতে পাই। এই কারণে ডুবোজাহাজের নাবিকরা জলের নিচ থেকে জলের উপরে কি আছে তা দেখার জন্য পেরিস্কোপ বাবপহার করেন। নিম্নে পেরিস্কপের গঠন সম্পর্কে আলোচনা করা হলো।

পেরিস্কপের গঠন : 

পেরিস্কোপ সাধারণ ভাবে একটি লম্বা ও সরু টিউবের দু-পাশে দুটি সমতল দর্পনকে ৪৫° কোন করে লাগিয়ে তৈরী করা হয়। ৪৫° কোন করে লাগানো দর্পন দুটি ৯০° কোনে আলোকরশ্মির বিসরণ ঘটিয়ে আমাদের বিপরীত দিকের বস্তূটিকে দেখতে সাহার্য্য করে। সমতল দর্পনের দুটো টুকরোকে একটি সরু টিউবের দুই প্রান্তে আড়াআড়ি ভাবে ৪৫° কোন করে লাগিয়ে আমরা বাড়িতেই খুব সহজে একটি পেরিস্কোপ বানাতে পারি।

(৪) নিচের কোনটি থেকে নিয়মিত ও কোনটি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে?

(ক) মার্বেলের মেঝে

(খ) ছড়ানো আটা

(গ) জুতার বাক্স

(ঘ) সমতল দর্পণ

(ঙ) পালিশ করা দরজা

(চ) নতুন স্টিলের থালা

উত্তর :

নিয়মিত প্রতিফলন ঘটে –

(১) মার্বেলের মেঝেতে।

(২) পালিশ করা দরজাতে।

(৩) নতুন স্টিলের থালাতে।

(৪) সমতল দর্পনে।

বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে –

(১) জুতার বাক্সোতে

(২) ছড়ানো আটাতে

সৃজনশীল প্রশ্ন :

(১) সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ করল। ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতেই লক্ষ করল সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে, আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে ৩০° কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করল ।

(ক) আলোর প্রতিফলন কাকে বলে?

উত্তর : যখন কোনো বস্তূতে আলোকরশ্মি বাধা প্রাপ্ত হয়ে পুনঃরায় ফিরে আসে, তাহলে তাকে আলোর প্রতিফলন বলে। যেমন কোনো দর্পনে টর্চ লাইটের আলো ফেললে তা দর্পন থেকে বাধাপ্রাপ্ত  হয়ে পুনরায় ফিরে আসে।

(খ) প্রতিবিম্ব বলতে কী বুঝায় ?

উত্তর : কোনো বস্তূ থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে কোনো চকচকে বা মসৃন পৃষ্ঠে পড়লে সেখানে সেই বস্তূটির একটি প্রতিছবি তৈরি হয় এই প্রতিচ্ছবিকেই আলোর প্রতিবিম্ব বলা হয়। কোনো সমতল দর্পন বা খুব মসৃন পৃষ্ঠের সামনে দাঁড়ালে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই।

(গ) আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর ।

উত্তর : আয়নার সামনে সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ হলো সামিনের শরীর থেকে প্রতিফলিত আলোকরশ্মির দূরত্ব হ্রাস ও বৃদ্ধি। সামিন যখন আয়নার সামনে আসছিলো তখন প্রতিফলিত আলোকরশ্মির দূরত্ব হ্রাস পাচ্ছিলো তাই তাকে আয়নাতে বড়ো দেখাচ্ছিল। আবার সামিন যখন আয়নার থেকে পিছিয়ে যাচ্ছিলো তখন তার থেকে প্রতিফলিত আলোকরশ্মিগুলির দূরত্ব বৃদ্ধি পাচ্ছিলো তাই সমিনকে তখন আয়নাতে ছোট দেখাচ্ছিল।

(ঘ) সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও

উত্তর : সামিনের বাড়িতে তৈরী পেরিস্কোপটি দিয়ে স্কুলের প্রোস্কোপের ন্যায় বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না। কারণ একটি কার্যকরী পেরিস্কোপ তৈরী করতে হলে পেরিস্কোপের সরু টিউবের দুই প্রান্তে দুটি সমতল দর্পনকে আড়াআড়ি ভাবে ৪৫° কোন করে লাগাতে হয় যাতে দুটি সমতল দর্পন থেকে প্রতিফলিত আলোকরশ্মি ৯০° কোণে আলোর বিসরন ঘটাতে পারে এবং আমরা বিপরীত দিকের বস্তূটির একটি স্বচ্ছ প্রতিবিম্ব দেখতে পারি। কিন্তু সামিন তার বাড়িতে পেরিস্কোপটি তৈরী করার সময় সমতল দর্পন দুটিকে ৩০° কোণ করে লাগিয়ে ছিল এর ফলে দপর্ন দুটি আলোকরশ্মিকে সমান্তরাল ভাবে প্রতিফলিত করতে পারবে না। এই কারণে সামিনের তৈরী পেরিস্কোপটি দিয়ে স্কুলের পরিস্কোপের অনুরূপ বাইরের দৃশ্য দেখা যাবে না।

(২) দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে । একটি আলোক রশ্মি ২০° কোণে প্রথম দর্পণে পড়েছে ।

(ক) প্রতিফলন কাকে বলে ?

উত্তর : যখন আলোকরশ্মি কোন বস্তূতে পরে সেখান থেকে বাধা প্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে।

(খ) প্রতিফলনের নিয়মগুলো লিখ।

উত্তর : আলোক প্রতিফলনের কিছু বৈজ্ঞানিক নিয়ম আছে। নিয়মগুলি হলো –

(১) আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলিত পৃষ্ঠের আপতন বিন্দুতে টানা স্বাভাবিক একই সমতলে থাকে।

(২) আলোর রশ্মি প্রতিফলিত পৃষ্ঠে আঘাত করলে আপতন কোণ প্রতিফলনের কোণের সমান হয়।

(ঘ) দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে ব্যাখ্যা কর।

উত্তর : দুটি দর্পনকে সমান্তরাল ভাবে রাখা হলে নিয়মিত প্রতিফলন ঘটবে। কারণ দর্পন দুটি থেকে আলোকরশ্মি গুলি সমান্তরাল ভাবে একে অপরের উপর পরবে।

 

More Solutions : 

Updated: October 4, 2023 — 2:22 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *