NCTB Class 6 Science Chapter 11 বল এবং সরল যন্ত্র Solution

NCTB Class 6 Science Chapter 11 বল এবং সরল যন্ত্র Solution

Bangladesh Board Class 6 Science Solution Chapter 11 বল এবং সরল যন্ত্র Solution. Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 11 বল এবং সরল যন্ত্র : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Science
Chapter Eleven  
Chapter Name বল এবং সরল যন্ত্র

বল এবং সরল যন্ত্র অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 Science Chapter 11 বল এবং সরল যন্ত্র Solution

শূন্যস্থান পুরণ কর :

(১) বল কোনো স্থির বস্তুকে __ এবং গতিশীল বস্তুকে __ করে বা করতে চায়।

(২) সরল যন্ত্রে  __ বল প্রয়োগ __ কাজ করা যায়।

(৩) প্রথম শ্রেণির লিভারে __ থাকে বল ও ভারের মাঝখানে।

(৪) জ্যাক ভু একই সাথে __ __ পরিবর্তন করে কাজকে সহজ করে।

উত্তর :

(১) বল কোনো স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়।

(২) সরল যন্ত্রে কম বল প্রয়োগ বেশি কাজ করা যায়।

(৩) প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম থাকে বল ও ভারের মাঝখানে।

(৪) জ্যাক ভু একই সাথে বল বৃদ্ধিবলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে।

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) দ্বিতীয় শ্রেণির লিভার কোনটি?

(ক) কাঁচি

(খ) সাঁড়াশি

(গ) চিমটা

(ঘ) যাঁতি

উত্তর :

(ঘ) যাঁতি

(২) হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?

(ক) দৈর্ঘ্য বাড়িয়ে

(খ) দৈর্ঘ্য কমিয়ে

(গ) উচ্চতা বাড়িয়ে

(ঘ) উচ্চতা কমিয়ে

উত্তর :

(ক) দৈর্ঘ্য বাড়িয়ে

চিত্রটির সাহায্যে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : 

(৩) চিত্রে প্রদর্শিত যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

(ক) ৫

(খ) 80

(গ) ৬০

(ঘ) ৫00

উত্তর :

(ঘ) ৫00

(৪) ভারবাহুর দৈর্ঘ্য ১৫ সে. মি বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা

(i) কমবে

(ii) বাড়বে

(iii) সমান থাকবে

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i ii

উত্তর :

(ক) i

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন : 

(ক) বল প্রয়োগে বস্তুর কী কী ধরনের পরিবর্তন হয়?

উত্তর : একটি বস্তূর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তূটির বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত করা যায়। নিম্নে বলের প্রভাবে বস্তূর বিভিন্ন পরিবর্তন গুলি আলোচনা করা হলো।

বলের প্রভাবে বস্তূর বিভিন্ন পরিবর্তন  : 

(১) বল প্রয়োগ করে আমরা কোনো গতিশীল বস্তূকে স্থিতিশীল আবার কোনো স্থিতিশীল বস্তূকে গতিশীল করা যায়।

(২) বল প্রয়োগের মাধ্যমে কোনো চলন্ত বস্তূর গতি বৃদ্ধি ও হ্রাস করা যায়।

(৩) বল প্রয়োগ করে কোনো বস্তূর আকার-আকৃতি বা আয়তন পরিবর্তন করা যায়।

(৪) বল প্রয়োগ করে আমরা যে কোনো গতিশীল বস্তূর দিক পরিবর্তন করতে পারি।

(খ) কাঁচি থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?

উত্তর : কাঁচি যন্ত্রটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। আমরা যখন কাঁচির সাহার্য্যে কোনো বস্তূকে কাটার চেষ্টা করি তখন সেই বস্তূটি কাঁচির ফালক্রামের যত কাছে থাকবে ততো সহজেই আমরা সেই বস্তূটিকে কাটতে পারবো। কারণ, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান, প্রযুক্তবল ও ভারের মাঝখানে থাকে। তাই আমরা যখন কাঁচি দিয়ে কোন কিছু কাটার চেষ্টা করি তখন খুব কম বল প্রয়োগের মাধ্যমেই আমরা বস্তূটিকে কাটতে পারি। তাই কোনো কিছু কাটার জন্য কাঁচির সাহার্য্যে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়।

(গ) জ্যাক ক্রু কীভাবে কাজকে সহজ করে?

উত্তর : জ্যাক স্ক্র লিভার ও হেলানো উভয় নীতিকে একইসাথে মেনে কাজ করে। এই কারণে জ্যাক স্ক্র একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করতে পারে। স্ক্র এর পেঁচানো অংশের উচ্চতা হলো হেলানো তলের উচ্চতা এবং পেঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে হেলানো তলের দৈর্ঘ্য বলা হয়। স্ক্র এর সাহার্য্যে জ্যাকের হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে আমরা আমরা জ্যাক স্ক্র এর থেকে যান্ত্রিক সুবিধা পাই।

(ঘ) স্ক্র ড্রাইভারের হাতল কেমন হলে বেশি সুবিধা হয়?

উত্তর : স্ক্র ড্রাইভারে হাতল আকারে বড়ো হলে বেশি সুবিধা পাওয়া যায়। দুটি স্ক্র ড্রাইভার নাও একটির হাতল বড়ো আকারের নাও, এবং একটির হাতল ছোট নাও। এখন একটি স্ক্রকে চারবার ঘুরিয়ে ছোট হাতল ওয়ালা স্ক্র ড্রাইভারের সাহয্যে টাইট করো, এবং আরেকটি স্ক্রকে বড়ো হাতলের সাথে। এখন দেখ কোন স্ক্রটি বেশি টাইট হয়েছে। নিচিত ভাবে বড়ো হাতলের স্ক্র ড্রাইভার দিয়ে টাইট করা স্ক্রটি বেশি টাইট হবে। কারণ বড়ো হাতলের জন্য আমরা স্ক্র ড্রাইভারের উপর আমাদের হাত দিয়ে বেশি বল প্রয়োগ করতে পারবো তাই।

চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে । অথচ আশে পাশে কেউ নেই তাকে সাহায্য করার। এমতাবস্থায় একাই কোনো না কোনোভাবে তাকে ড্রামটি উপরে তুলতে হবে ।

(ক) ফালক্রাম কী?

উত্তর : লিভারের শক্ত দন্ডটি যে বিন্দুতে মুক্ত ভাবে ওঠানামা করে সেই বিন্দুটিকেই ফালক্রাম বলা হয়। ফালক্রাম এর জন্যই লিভারে কম বল প্রয়োগ করে বেশি পরিমান ভার উঠানো যায়। ফালক্রাম সবসময় ভার ও প্রযুক্ত বলের মধ্যবর্তি স্থানে থাকে।

(খ) সরলযন্ত্র কীভাবে কাজ করা সহজ করে?

উত্তর : কম বল প্রয়োগ করে অধিক কাজ করা যায় এইরকম যন্ত্রকে সরল যন্ত্র বলা হয়। আমরা অনেক জাগাতেই দেখতে পাই যে কোনো ভারী বস্তূকে একটি লোহার দন্ড বা কাঠের পাটাতনকে ব্যবহার করে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। এই সময় ভারী বস্তূ ও কাঠের পাটাতনকে  একটি পাথরের মাঝে রেখে পাটাতনের ওপর প্রান্তে বল প্রয়োগ করা হলে ভারী বস্তূটিকে খুব সহজেই উপরে ওঠানো যায়। অর্থাৎ যে সকল যন্ত্রের কার্যপ্রণালী খুব সহজ ধরণের হয় এবং স্বল্প বলে অধিক কার্য্য সম্পন্ন করে তাকেই সরলযন্ত্র বলে।

(ঘ) লোকটি ড্রামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা কর ।

উত্তর : চিত্রের প্রদর্শিত লোকটি তেলের ড্রামটিকে তোলার জন্য কপিকল ব্যবহার করবে। কপিকল এক ধরণের সাধারণ যন্ত্ৰ। এই যন্ত্রের সুবিধাগুলি নিম্নে আলোচনা করা হলো।  –

কপিকলের সুবিধা : 

(১) কপিকল একটি সরল যন্ত্র। এই যন্ত্রের সাহার্য্যে আমরা কোনো ভারী বস্তূকে খুব সহজেই কম বল প্রয়োগ করে উপরে তুলতে বা নিচে নামাতে পারি।

(২) কপিকল তৈরী করা খুবই সহজ। একটি চাকার মধ্যে দড়ি ব্যবহার করে একটি কার্যকরী কপিকল বানানো সম্ভব। একটি সম্পূর্ণ কপিকলে আরো অনেক অংশ থাকে যেমন ব্লক, বিয়ারিং, নড়নক্ষম, দড়ি ইত্যাদি।

(৩) কপিকলে একটি  লম্বা দড়িকে চাকার সাথে পেঁচিয়ে রাখা হয় যাতে দড়ির এক প্রান্তকে ধরে টানলে অন্য প্রান্তটি উপরের দিকে উঠে আসে। এর ফলে যেকোনো বস্তুকে কপিকলের সাহায্যে উপরে উঠানো যায়।

(২) মনি ও শিল্পী স্ট্যাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্যাপল করছিল। মনি স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে। অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে।

(ক) লিভার কী?

উত্তর : লিভার একটি সরল যন্ত্র। এই যন্ত্রের একটি শক্ত দন্ড থাকে যা কোনো অবলম্বনের ওপর মুক্ত ভাবে ওঠা নামা করতে পারে। এই প্রকার যন্ত্রকে লিভার বলে। লিভার আবার অনেক গুলো শ্রেণীতে ভাগ করা যায়। যেমন –  প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভারম, এবং তৃতীয় শ্রেণীর লিভার।

(খ) কীভাবে তৃতীয় শ্রেণির লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায় ?

উত্তর : তৃতীয় শ্রেনীর লিভার মূলত চিমটা, কাঁচি, জাতি ইত্যাদি যন্ত্র গুলোর মধ্যে দেখা যায়। এই শ্রেণীর লিভারের বল মাঝখানে কার্যকর হয়। এই যন্ত্রগুলির ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে। তাই তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করতে হলে আমাদের এই শ্রেণীর যন্ত্রগুলির হাতলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। এই যন্ত্রগুলির হাতলের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যন্ত্রটিতে প্রযুক্ত বলের পরিমান বৃদ্ধি পাবে এবং এর যান্ত্রিক কার্যকারিতা বৃদ্ধি পাবে।

(গ) মনি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা কর ।

উত্তর : মনি ও শিল্পীর ব্যাবহৃত যন্ত্রটি একটি তৃতীয় শ্রেণীর লিভারের অন্তর্গত পরে। কারণ তারা একটি  স্ট্যাপলার ব্যবহার করছিলো। এই যন্ত্র্যটির ফালক্রাম ও ভার থাকে দুই প্রান্তে এবং প্রযুক্ত বল এই যন্ত্রের মাঝখানে কার্যকর হয়। তাই এই যন্ত্রের মধ্যবর্তি স্থানে বল প্রয়োগ করলে এর যান্ত্রিক কার্যকারিতা বৃদ্ধি পাবে।

(ঘ) মনি ও শিল্পীর, কার কাজের ধরনের পরিবর্তন করলে কাজ করা আরও সহজ হবে বিশ্লেষণ কর ।

উত্তর : যেহেতু স্ট্যাপলার যত্নটি একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তাই এই যন্ত্রটি ভার ও ফালক্রাম এর দুই প্রান্তে অবস্থান করেছে। এবং এর মাঝখানে প্রযুক্ত বল কার্যকরী হচ্ছে। তাই স্ট্যাপলার এর মধ্যবর্তি স্থানে চাপ দিলে এই যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পাবে। মনির যদি সামনের অংশে চাপ না দিয়ে স্ট্যাপলারের মাঝখানে চাপ প্রয়োগ করলে কাজ করা আরও সহজ হবে।

 

More Solutions : 

Updated: October 4, 2023 — 2:22 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *