NCTB Class 8 Science Bengali Version Chapter 11 আলো Solution

NCTB Class 8 Science Bengali Version Chapter 11 আলো Solution

Bangladesh Board Class 8 Science Solution Chapter 11 আলো Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলো অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 8 Chapter 11 আলো : 

Board NCTB Bangladesh Board
Class 8
Subject Science
Chapter Eleven  
Chapter Name আলো

আলো অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 8 Science Bengali Version Chapter 11 আলো Solution

শূন্যস্থান পূরণ কর :

(১) ভিন্ন মাধ্যমে আলোক রশ্মির গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের ___ উপর।

(২) অভিলম্ব বরাবর আপতিত আলোক রশ্মি ___ হয়ে নির্গত হয়।

(৩) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ___ কোণ কোণের চেয়ে বড় ।

উত্তর :

(১) ভিন্ন মাধ্যমে আলোক রশ্মির গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর।

(২) অভিলম্ব বরাবর আপতিত আলোক রশ্মি পূর্ণ অভন্তরীন প্রতিফলিত হয়ে নির্গত হয়।

(৩) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিসরণ কোণ সংকট কোণের চেয়ে বড় ।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

(১) আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন?

উত্তর : যখন কোনো আলোকরশ্মি কোনো স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে বা কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়। এর ফল স্বরূপ আলোকরশ্মির প্রতিসরণের কোণ অপতন কোণের চেয়ে বড়ো হয়। এই কারণে আলোকরশ্মি ভিন্ন মাধমের চলার সময়  বা গতিপথ পরিবর্তন করে।

(২) সংকট কোণ কী? এটি কখন সৃষ্টি হয়?

উত্তর : কোনো নির্দিষ্ট দুটি মাধ্যমে আপতন কোণের কোনো একটি মানের জন্য আলোকরশ্মির প্রতিসরণ কোণের মান ৯০° হয় বা প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর এসে পরে এর ফলে যে আপতন কোণ সৃষ্টি হয় তাকে সংকট কোণ বলা হয় আর এই কারণেই সংকট কোণ সৃষ্টি হয়ে থাকে।

(৩) মানব চোখ ও ক্যামেরার অমিলগুলো কী কী?

উত্তর : মানব দেহের চক্ষু ও ক্যামের উভয়ই প্রতিফলিত আলোকরশ্মিকে গ্রহণ করে দৃশ্য প্রতি স্থাপিত করে। উভয় ক্ষেত্রে দৃশ্য প্রতিস্থাপিত হওয়ার কার্যপ্রণালীর মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে মানব চক্ষু ও ক্যামেরার মধ্যে পার্থক্য গুলি আলোচনা করা হলো –

() মানব চক্ষু :

(১) মানব চক্ষু প্রকৃতির সৃষ্ট যা মানুষকে পৃথিবীর সকল সবকিছু দেখতে সাহার্য করে।

(২) মানব চক্ষু বিভিন্ন অংশ যেমন – অক্ষিগোলক, শ্বেতমন্ডল, কর্নিয়া, কোরয়েড,আইরিশ, তারমন্ডল, উত্তল লেন্স,  রেটিনা, এবং অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার নিয়ে গঠিত।

(৩) মানব চক্ষুতে নেত্রপলক এর সাহার্য্যে চোখের লেন্সে আলোকরশ্মি গ্রহণ করা শুরু বা বন্ধ করা যায়।

(৪) চোখের লেন্সের ফোকাস দূরত্ব চোখের যুক্ত পেশি বন্ধনীর সাথে সাহার্য্যে পরিবর্তন করা যায়।

() ক্যামেরা : 

(১) ক্যামেরা মানুষের তৈরী একটি যন্ত্র যা মানুষের চোখের ন্যায় কাজ করে। ক্যামেরা দ্বারা আবদ্ধ দৃশ্য আমরা যে কোনো সময় আবার পুনরায় দেখতে পারি।

(২) ক্যামেরার কাজ করার জন্য ফোকাস লেন্স, শাটার প্লেট, চিত্রগ্রাহী পর্দা, ডায়াফ্রাম, এবং এই সব কিছুকে ধরে রাখার জন্য একটি আবরণী প্রকোষ্ঠ থাকে।

(৩) ক্যামেরাতে একটি নির্দিষ্ট ফোকাস দুরুত্ব থাকে।

(৪) ক্যামেরার চিত্রগ্রাহী প্লেটে শাটারের মাধ্যমে আলোকরশ্মি গ্রহণ করা শুরু বা বন্ধ করা যায়।

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশকে কী বলে?

(ক) লেন্স

(খ) রেটিনা

(গ) কর্নিয়া

(ঘ) আইরিস

উত্তর :

(গ) কর্নিয়া

(২) অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-

(i) জ্বালানি কাজে

(ii) পাকস্থলী পর্যবেক্ষণে

(iii) টেলিযোগাযোগের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(গ) ii ও iii

নিচের চিত্র থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

(৩) কোন চিত্রে আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করছে?

(ক) P

(খ) Q

(গ) R

(ঘ) S

উত্তর :

(গ) R

(৪) কোন চিত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান সমান-

(ক) P R

(খ) Q R

(গ) Q S

(ঘ) S P

উত্তর :

(গ) Q ও S

সৃজনশীল প্রশ্ন :

(১) আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল। সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখল। কিন্তু সিঁড়িটি তার ধারণার চেয়ে নিচে থাকায় সে পড়ে গেল। অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সড়কি দিয়ে মাছ ধরতে গেল। কিন্তু সঠিক অবস্থানে সড়কি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যর্থ হলো।

(ক) আলোর প্রতিসরণ কী?

উত্তর : যখন কোনো আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মিটির দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনকেই আলোর প্রতিসরণ বলে। কারণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মির যাত্রা পথ বা এর গতিপথ পরিবর্তিত হয়ে যায় ফলে আলোকরশ্মি প্রতিসরিত হয়।

(খ) আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ কী?

উত্তর : কোনো আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে বা কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মিটির গতিপথের দিক পরিবর্তন হয় যা আলোর প্রতিসরণ নামে পরিচিত। আলোর এই প্রতিসরণের ফলেই আলোক রশ্মি তার গতিপথে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মিটির দিক পরিবর্তন হয়। তাই বলা যায় যে আলোকরশ্মির দিক পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণই দায়ী।

(গ) পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো ।

উত্তর : পুকুরে আনিসের পরে যাওয়ার কারণ হলো আলোর প্রতিসরণ। স্বচ্ছ পুকুরের জলে যখন আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করে তখন আলোর গতিপথ পরিবর্তিত হয় ফলে পুকুরের সিঁড়ি গুলিকে নিজের জায়াগা থেকে কিছুটা উপরে দেহ যায় কিন্তু ওই সিঁড়ি গুলো  তার নিজের জায়গাতেই থাকে অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে  তার থেকে কিচুট নিচে থাকে। এই কারণেই পুকুরে স্নান করতে যাওয়ার সময় পুকুরের জলে সিঁড়ির প্রতিছবিকে আসল সিঁড়ি ভেবে ভুল করে এবং পরে যায়।

(২) (ক) পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন কী?

উত্তর : আলোর প্রতিসরণের সময় আপতন কোণের মান ৯০° হয় কিন্তু যদি এই আপতন কোণের যদি সংকট কোণের থেকে বেশি হয় তাহলে আলোকরশ্মি আর প্রতিসরিত হয় না বরং বিভেদ তল থেকে একই মাধমে প্রতিফলিত হয়ে আসবে। এই সময় বিভেদ তলটি একটি প্রতিফলক হিসেবে কাজ করে। এই প্রতিফলন সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে সংগঠিত হয়। আলোকরশ্মির এই রূপ ঘটনাকে পূর্ণ অভন্তরীন প্রতিফলন বলে।

(খ) অপটিক্যাল ফাইবার বলতে কী বোঝায়?

উত্তর : অপটিক্যাল ফাইবার হলো একধরণের সূক্ষ্ম কাচের তন্তু। এই তন্তু খুবই সুক্ম এবং নমনীয়। এই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারের মধ্যে যখন আলোকরশ্মি প্রবেশ করার পর এই ফাইবারের দেয়ালে আলোকরশ্মির পুনঃপুনঃ পূর্ণ অভন্তরীন প্রতিফলন ঘটতে থাকে। সমগ্র অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোকরশ্মির এই  পক্রিয়া সংগঠিত হতে থাকে অপটিক্যাল  ফাইবারের শেষ প্রান্ত পর্যন্ত। অপটিক্যাল ফাইবার সাধারণত টেলিসংযোগ, ইন্টারনেট পরিষেবা, এবং ডাক্তাররা মানবদেহের ভিতরে কোনো অংশ   পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করে থাকেন। অপটিক্যাল ফাইবারে একই সঙ্গে একাধিক সংকেত প্রেরণ করা যায় এবং প্রেরিত সংকেত যত দূরেই যাক না কেন এর শক্তি ক্ষয় হয় না বা  হ্রাস পায় না।

 

More Solutions :  
Updated: October 20, 2023 — 11:34 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *