NCTB Class 6 Bengali Chapter 8 অতিথি Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-6-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 6 Bengali Chapter 8 অতিথি Solution

Bangladesh Board Class 6 Bengali Solution Chapter 8 অতিথি Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 6 Bengali Solution Chapter 8 অতিথি.

NCTB Solution Class 6 Chapter 8 অতিথি : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Bengali
Chapter Eight
Chapter Name অতিথি

NCTB Class 6 Bengali Chapter 8 অতিথি Solution

(১) কে নগরে ঢুকেছেন এবং তিনি কোথায় যাবেন?

উত্তর : অডিসিয়ুস নগরে ঢুকেছিলেন এবং তিনি রাজপ্রাসাদে যাবেন বলে বলেছিলেন।

(২) তারা কাদেরকে তেমন একটা পছন্দ করতেন না?

উত্তর : এদেশের লোকেরা বিদেশিদের তেমন একটা পছন্দ করতেন না।

(৩) মেয়েটির বাড়ি কোথায় ছিল?

উত্তর : নগরে প্রবেশ করার পর যে মেয়েটি অডিসিয়ুসকে সাহার্য্য করেছিল তার বাড়ি রাজপ্রাসাসদের কাছেই ছিল।

(৪) অডিসিয়ুস কি বুঝেছিলেন?

উত্তর : অডিসিয়ুস মেয়েটির কথা শুনে বুঝেছিলেন যে মেয়েটি খুব বুদ্ধিমতী। 

(৫) নগরটির চারিদিক কি দিয়ে ঘেরা ছিল?

উত্তর : গল্পের নগরটি ছিল চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা।

(৬) অডিসিয়ুস রাজা-রানীর সামনে কোথায় বসে পড়েছিল?

উত্তর : অডিসিয়ুস রাজা রানীর সামনে মেঝেতেই বসে পড়েছিল।

(৭)  রাজপ্রাসাদের দরজাগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল?

উত্তর : ইরাজপ্রাটসদের দরজাগুলো ছিল সোনা দিয়ে তৈরী।

(৮) এদেশের ছেলেদের ও মেয়েদের কি কি বিষয়ে দক্ষ ছিলেন?

উত্তর : এদেশের ছেলেরা যেমন জাহাজ চালানোতে দক্ষ ছিল তেমনি মেয়েরা দক্ষ ছিল গৃহ কাজে।

(৯) অডিসিয়ুস রাজপ্রাসাসাদে কেন গিয়েছিলেন?

উত্তর : অডিসিয়ুস রাজপ্রাসাদে গিয়েছিলে রাজার সাথে দেখা করার জন্য।

(১০) গল্পের রাজার ও রানীর নাম কি ছিল?

উত্তর : আলোচ্য গল্পে রাজার নাম ছিল “আলসিনৌস” এবং রানীর নাম ছিল “এরিতি”

(১১) অডিসিয়ুস কে রাজা কোথায় বসতে দিয়েছিলো?

উত্তর : রাজা অডিসিয়ুসকে রুপোর তৈরী আসনে বসতে দিয়েছিলেন। 

(১২) “অডিসিয়ুস মানুষ নন ছদ্মবেশী দেবতা” – কে এমন সন্দেহ করেছিলেন।

উত্তর : রাজা অডিসিয়ুকে তার দেশে ফিরে যেতে সাহার্য্য করার কথা বললেও শেষে তিনি অডিসিয়ুসকে ছদ্মবেশী দেবতা বলে সন্দেহ করেছিলেন।

(১৩) মানুষের কাছে খুদার চেয়ে বড়ো কি থাকে না?

উত্তর : মানুষের কাছে ক্ষুদার চেয়ে বড়ো কোনো মুনিব থাকে না বলে বলা হয়েছে।

(১৪) অডিসিয়ুস শেষ ইচ্ছা কি ছিল?

উত্তর : অডিসিয়ুসের শেষ ইচ্ছা ছিল নিজদেশের মাটিতে, আপনজনদের মাঝখানে মৃত্যুবরণ করা। 

(১৫) অডিসিয়ুস কোন দ্বীপে আটকে পড়েছিল? এবং সেখানে তিনি কত বছর ছিলেন?

 উত্তর : অডিসিয়ুস সমুদ্রের ঝরে আটকে পড়েন এবং সমুদ্রেরই অজানা কোনে একটি দ্বীপে  গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে তিনি ৭ বছর আটকে ছিলেন।

(১৬) অডিসিয়ুস একটানা কতদিন নৌকা চালিয়ে ছিলেন?

উত্তর : অজানা দ্বীপ থেকে মুক্ত হবার পর অডিসিয়ুস একটানা আঠারো দিন নৌকা চালিয়েছিলেন।

(১৭) তার রচিত কাব্যে সবচেয়ে বেশি কি প্রতিফলিত হয়েছে বলে বলা হয়েছে?

উত্তর :  কবি হেমারের রচিত কাব্যে মানুষ, মানবতা, ও দেশপ্রেম সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে।

(১৮) অডিসিয়ুস সর্বপ্রথম কার কাছে সাহায্য প্রার্থনা করেছিল?

উত্তর :  অডিসিয়ুস এদেশে আসার পর সর্বপ্রথম এই দেশের রাজকন্যার কাছে সাহার্য্য চেয়ে ছিল।

(১৯) দ্বীপের দেবী অডিসিয়ুসকে কি দিবেন বলে বলেছিলে?

উত্তর : অজানা দ্বীপের দেবী অডিসিয়ুসকে অমরত্ব দিবেন বলে বলেছিলেন। এই বরের ফলে  মানুষের বয়স বাড়তো না।

(২০) অডিসিয়ুস কি ভুলতে পারেনি ?

উত্তর : অডিসিয়ুস এতো কিছুর পর নিজের দেশের ও নিজের আপনজনদেড় কথা ভুলতে পারেনি।

(২১) সমুদ্রের দূরে ছায়ার মতো কি ভেসে উঠে ছিল?

উত্তর : অডিসিয়ুস একটানা আঠারোদিন নৌকা চালানোর পর সমুদ্রে হটাৎ কতগুলি পাহাড়ের ছায়া ভেসে উঠতে দেখে ছিল।

(২২) সবাই কি দেখে থ মেরে গিয়েছিলো?

উত্তর : অডিসিয়ুস যখন রাজাকে কে পার করে রানীর হাত ধরে তার সমস্ত কথা খুলে বলে এবং শেষে সেখানেই মেঝের ওপর বসে পরে। এই ঘটনা দেখে প্রাসাদের সকলেই থ মেরে গিয়েছিলো।

(২৩) রাজপ্রাসাদে মশাল হাতে কারা দাঁড়িয়ে ছিল?

উত্তর : রাজপ্রাসাদে সোনার তৈরী যুবকেরা মশাল হাতে দাঁড়িয়ে ছিল।

(২৪) অডিসিয়ুস রাজা-রানী ও অন্য সকলের কাছে কিসের প্রার্থনা করেছিল?

উত্তর : অডিসিয়ুস রাজা-রানী এবং অন্য সকলের কাছে তাকে নিজের দেশে যাবার জন্য ব্যবস্থা করে  দেবার প্রার্থনা করেছিলেন।

(২৫) অডিসিয়ুস কি দেখে রাজাকে চিনতে পেরেছিলেন?

উত্তর : অডিসিয়ুস সেখানে থাকা সিঙ্গাসন দেখে রাজাকে চিনতে পেরেছিলো।

(২৬) আলোচ্য গল্পের লেখকের নাম কি? তার লেখা দুটো বিখ্যাত মহাকাব্যের নাম বলো?

উত্তর : আলোচ্য গল্পের লেখকের নাম হলো “হেমার”। তার লেখা দুটো বিখ্যাত মহাকাব্যের নাম হলো ‘ইলিয়াড’ এবং ‘অডিসি’।

(২৭) আলোচ্য গল্পের রূপান্তরকারী লেখকের নাম কি?

উত্তর : আলোচ্য গল্পের রূপান্তরকারী লেখকের নাম হলো – “সিরাজুল ইসলাম চৌধুরী”

(২৮) গল্পের লেখক “হেমার” কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর : কবি “হেমার” গ্রিস দেশের অধিবাসী ছিলেন।

(২৯) অডিসিয়ুস সঙ্গীদের সাথে কি হয়েছিল?

উত্তর : সমুদ্রেরর প্রবল ঝরে বজ্রের আঘাতে অডিসিয়ুসদেড় জাহাজ ছিন্নভিন্ন হয়ে যায়। জাহাজে থাকে অডিসিয়ুসের সঙ্গীরা সবাই সমুদ্রের জলে নিশ্চিন্ন হয়ে যায়। শুধু অডিসিয়ুসই কোনো মতে একটি তক্তায় ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে পৌঁছেছিল এবং বেঁচে গিয়েছিলো।

(৩০) “দেখলেন চমৎকার এক দৃশ্য” – এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে?

উত্তর : রাজপ্রাসাদে সামনে আসতেই অডিসিয়ুস দেখতে পেলেন রাজবাড়ীর সামনে দুপাশ দিয়ে লাগানো সারি সারি গাছ। ডালিম, আপেল, নাশপাতি, ডুমুর, জলপাই, আরো কত কি। এতো সব গাছের মধ্যে শীত ও গ্রীষ্ম সব সময়ে ফল ফলে। ফলের সঙ্গে আছে তরিতরকারিও। এদের মাঝে আছে দুটো সুন্দর ঝর্ণা। এর থেকে একটি রাজবাড়িতে জল যোগায় আর অন্যটি সমগ্র নগরে জলের যোগান দেয়। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।  এই দৃশ্যকেই চমৎকার বলা হয়েছে।

 

Next chapter Solutions : 

Updated: September 12, 2023 — 5:02 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *