NCTB Class 6 Bengali Chapter 4 মামার বিয়ের বরযাত্রী Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-6-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 6 Bengali Chapter 4 মামার বিয়ের বরযাত্রী Solution

Bangladesh Board Class 6 Bengali Solution Chapter 4 মামার বিয়ের বরযাত্রী Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 6 Bengali Solution Chapter 4 মামার বিয়ের বরযাত্রী.

NCTB Solution Class 6 Chapter 4 মামার বিয়ের বরযাত্রী : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Bengali
Chapter Four
Chapter Name মামার বিয়ের বরযাত্রী

(১) গল্পে কার বিয়ের কথা বলা হয়েছে?

উত্তর : গল্পে কথকের মেজোমামার বিয়ের কথা বলা হয়েছে।

(২) গল্পতে বাড়ির সবাই কতদিন আগে কোথায় যাবে বলে বলা হয়েছে?

উত্তর : বাড়ির সবাই তিনদিন আগে মামাবাড়ি যাবে বলে বলা হয়েছিলো।

(৩) স্টেশনে নেমে রিকশাকে কাদের বাড়ি যাবার কথা বলতে বলা হয়েছিল?

উত্তর : স্টেশনে নেমে রিকশাকে “চৌধুরীদের বাড়ি” যাবার কথা বলতে বলা হয়েছিল।

(৪) “মার্ভেলাস আইডিয়া” – এখানে কোন আইডিয়ার কথা বলা হয়েছে?

উত্তর : পরীক্ষার জন্য গল্পের কথক তার মেজোমামার বিয়েতে যেতে পারছিলো না। তখন তার ছোট মামা তাকে পরীক্ষার পরের দিন একবারে কনেপক্ষের বাড়িতে যাবার বুদ্ধি দিয়েছিলো। এখানে সেই আইডিয়াকেই মার্ভেলাস বলা হয়েছে।

(৫) মার্ভেলাস আইডিয়াটি কার ছিল?

উত্তর : মার্ভেলাস আইডিয়াটি গল্পের কথকের ছোট মামার ছিল।

(৬) গল্পে কোথাকার স্টেশনের নাম ভুলে যাবার কথা বলা হয়েছে? এই স্টেশনের নাম কে জানতো?

উত্তর : কথকের মোজেমামার যেখানে বিয়ে ঠিক হয়েছিল এখানে সেখানকার স্টেশনের নাম ভুলে যাবার কথা বলা হয়েছে। এই স্টেশনের নাম জানতো শুধু কথকের মেজোমামা।  

(৭) কনের বাড়ির স্টেশন ঢাকা স্টেশন থেকে কতগুলি স্টেশনের পর?

উত্তর : কনের বাড়ির স্টেশন ঢাকা স্টেশন থেকে বারোটি স্টেশনের পর ছিল।

(৮) “সবাই ওঁদের চেনে” – এখানে কাদেরকে চেনার কথা বলা হয়েছে?

উত্তর : এখানে মেজোমামার শশুর অর্থাৎ চৌধুরীদের কথা বলা হয়েছে। 

(৯) ভদ্রলোকটিকে তার হাত ঘড়িটি কে দিয়েছিলো এবং কোথা থেকে পাঠিয়েছিল?

উত্তর : ভদ্রলোকটিকে তার ছেলে এই হাতঘড়িটি দিয়েছিলো। ভদ্রলোকের ছেলে মিউনিখ থেকে এই ঘড়িটি পাঠিয়েছিল।

(১০) “এখানে এসব জিনিস টাকা ছাড়লেও পাবে না” – এখন কোন জিনিসের কথা বলা হয়েছে?

উত্তর : এখানে সেই মিউনিখ থেকে পাঠানো হাত ঘড়িটির কথা বলা হয়েছে।

(১১) ঘোড়াটি কেন রেগে গিয়েছিলো?

উত্তর : গল্পের কথক যখন ঘোড়ার পিঠে উঠে বসেছিল তখন ঘোড়াটি খুব রেগে গিয়েছিলো।

(১২) গল্পের কথককে স্টেশনের নাম কে বলেছিলো?

উত্তর : গল্পের কথোককে স্টেশনের নাম সেই ভদ্রলোকটি বলেছিলো। 

(১৩) চৌধুরী সম্পর্কে ভদ্রলোকের কি হতেন?

উত্তর : চৌধুরী সম্পর্কে ভদ্রলোকের মামাতো ভাই।

(১৪) গল্পে পদ্মবিলটি কত দূরে অবস্থিত ছিল?

উত্তর : গল্পে পদ্মবিলটি চৌধুরীদের বাড়ি থেকে সাড়ে তিন মাইল পথ দূরে ছিল।

(১৫) চোধুরীবাড়িতে যে ছেলে দুটি কথককে শিকারের জন্য নিতে এসেছিলো তাদের নাম কি ছিল?

উত্তর : শিকারকরতে যাবার জন্য কথককে যে ছেলে দুটি এসেছিলো তাদের মধ্যে একজনের নামছিলো বুলু এবং আরেকজনের নাম ছিল টুলু।

(১৬) গল্পের কথকের হাত কেন কাঁপছিলো?

উত্তর : চৌধুরীবাড়ির দুজন ছেলে যখন কথককে সঙ্গে নিয়ে শিকার করতে গিয়েছিলো। তখন তারা শিকার করার জন্য কথককে বন্দুক ধরিয়ে দেয়। কথক কোনোদিন বন্দুক চালায়নি তাই তখন তার হাত কাঁপছিলো। 

(১৭) গল্পের কথকের ছোড়া গুলিটি কোথায় গিয়ে লেগেছিলো?

উত্তর : কাঁপা হাতে যখন কথক বন্ধুকের ট্রিগারটি চাপলো তখন গুলিটি দূরে দাঁড়িয়ে থাকা মোটর গাড়ির একটি চাকাতে গিয়ে লেগেছিলো।

(১৮) গল্পের বর কেন আশ্চর্য হয়ে উঠেছিল?

উত্তর : গল্পের কথক ভুল করে অন্য চৌধুরীদের বাড়িতে এসে পড়েছিল। সেই বাড়িতে যখন বর এসেছিলো তখন বাড়ির লোকেরা কথকে বরের ভাগ্নে বলে পরিচয় দিলে বরটি আশ্চর্য্য হয়ে যায়।

(১৯) গল্পের কথক ভুল করে কোন লাইনের গাড়িতে উঠে পড়েছিল?

উত্তর : গল্পের কথক ভুল করে চিটাগাং লাইনের গাড়িতে না চড়ে, বারোটার সময়ের ময়মনসিংহের লাইনের গাড়িতে উঠে পড়েছিলো।

(২০) “ব্যাপারটা খোলসা হয়ে গেলো” – এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে?

উত্তর : ছোটমামা কথককে সাড়ে বারোটার চিটাগাং লাইনের গাড়িতে চড়ে বারোটা স্টেশন পরে নামতে বলে ছিল। কিন্তু কথক ভুল করে বারোটার সময়ের ময়মনসিংহ লাইনের বারোটা স্টেশন পরে নেমে ছিল। 

(২১) গল্পের কথোক আসল নাম কি ছিল?

উত্তর : গল্পের কথক নাম ছিল “ফোকলা”

(২২) গল্পের কথকের আসলে কোথায় যাবার কথা ছিল?

উত্তর :  গল্পের কথকের আসলে চিটাগং লাইনের গাড়ি থেকে বারোটা স্টেশন পরে নেমে সেখান থেকে চৌধুরীদের বাড়ি যাবার কথা ছিল।

(২৩) আশেপাশে যে ছেলেরা ছিল তারা খেপে উঠেছিল কেন?

উত্তর : ভুল করে যাওয়া চৌধুরীদের বাড়ির বড় যখন বলে যে কথক তার ভাগনে নয় এবং সে তাকে চেনে না তখন আশেপাশে থাকা ছেলেগুলো খেপে উঠেছিল।

(২৪) গল্পে কোথায় টেলিগ্রাম করার কথা বলা হয়েছিল?

উত্তর : যখন ভুল চৌধুরীরা জানতে পারে যে কথক ভুল করে সেই বাড়িতে এসে পড়েছে তখন তারা কথকের মামাবাড়িতে টেলিগ্রাম পাঠিয়েছিল।

(২৫) গল্পের কথককে কোথায় বসানো হয়েছিল?

উত্তর : গল্পের কথকে চৌধুরীদের বাড়ির বৈঠকখানায় বসানো হয়েছিল। 

 

Next chapter Solutions : 

Updated: September 12, 2023 — 5:00 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *