NCTB Class 6 Bengali Chapter 5 আদুভাই Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-6-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 6 Bengali Chapter 5 আদুভাই Solution

Bangladesh Board Class 6 Bengali Solution Chapter 5 আদুভাই Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 6 Bengali Solution Chapter 5 আদুভাই.

NCTB Solution Class 6 Chapter 5 আদুভাই :

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Bengali
Chapter Five
Chapter Name আদুভাই

NCTB Class 6 Bengali Chapter 5 আদুভাই Solution

(১) গল্পের আদুভাই কোন ক্লাসে পড়তেন?

উত্তর : গল্পের আদুভাই ক্লাস সেভেনে পড়তেন।

(২) স্কুলের শিক্ষকরা কার সাথে ক্লাস সেভেনে পড়াশোনা করেছিলেন?

উত্তর : এই স্কুলের অনেক শিক্ষকই আদুভাইয়ের সাথে ক্লাস সেভেনে পড়াশোনা করেছিলেন।

(৩) আদুভাইয়ের মতে কি রকম আগ্রহ প্রকাশ করাই অন্যায় ও অসংগত?

উত্তর : আদুভাইয়ের মতে অনৈতিক ভাবে প্রোমোশনের জন্য আগ্রহ প্রকাশ করাই অন্যায় ও অসংগত।

(৪) আদুভাইয়ের কোন সন্দেহ কেউ কখনো দেখেনি?

উত্তর : আদুভাই নিজেই একদিন প্রমোশন পাবে – এই সন্দেহ তার মধ্যে কেউ কখনো দেখেনি।

(৫) খারাপ ছাত্ররা কি করতো?

উত্তর : খারাপ ছাত্ররা পরীক্ষার সময় নকল করতো, প্রশ্নপত্র চুরি করতো এবং অনায়েসেই প্রমোশন পেয়ে যেত।

(৬) -“এ ধরনের ইংগিত আদুভাইয়ের কাছে কেউ করলে, তিনি গর্জে উঠতেন”, – এখানে কোন ইঙ্গিতের কথা বলা হয়েছে?

উত্তর : আদুভাইকে কেউ শিক্ষকের কাছ থেকে প্রমোশন নেওয়ার ইঙ্গিত প্রকাশ করলেই তিনি গর্জে উঠতেন।

(৭)  কোন বিষয়ে আদুভাই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল?

উত্তর : আদুভাইয়ের খাতার সংখ্যা ও সাইজে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল।

(৮) স্কুলে সবার আগে কে পৌঁছতো?

উত্তর : স্কুলে সবার আগে আদুভাই পৌঁছতো। আজপর্যন্ত কেউ তার আগে স্কুলে আস্তে পারেনি।

(৯) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদুভাইকে কিসের জন্য পুরস্কার দেওয়া হতো?

উত্তর : স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদুভাইকে স্কুল কামাই না করার জন্য এবং তার সচ্চরিত্রতার জন্য প্রত্যেকবার দুটি করে পুরুস্কার পেতেন।

(১০) আদুভাই কতদূর পথ অতিক্রম করে স্কুলে আসতো ?

উত্তর : আদুভাই তার গ্রাম থেকে পাঁচ মাইল পথ অতিক্রম করে স্কুলে আসতেন।

(১১) অন্ধকার কোণ থেকে আদাব, স্যারবলে যে-একটি ছাত্র শিক্ষকদের চমকে দিতেন তিনি কে?

উত্তর : অন্ধকার কোণ থেকে ‘আদাব, স্যার’ বলে যে-একটি ছাত্র শিক্ষকদের চমকে দিতেন তিনি আসলে আদুভাই।

(১২) “এঁরা নির্মম, হৃদয়হীন” – এখানে কাদের কথা বলে হয়েছে?

উত্তর : এখানে স্কুলের শিক্ষকদের নির্মম ও হৃদয়হীন বলা হয়েছে। কারণ যখন আদুভাই সেবার জীবনে প্রথমবার প্রমোশন চেয়েছিল তখন শিক্ষকরা তা দিতে অস্বীকার করেছিল।

(১৩) গল্পের কথক সেবার কিসের পরীক্ষা দিয়েছিলো?

উত্তর : গল্পের কথক সেবার বিএ  পরীক্ষা দিয়েছিলো।

(১৪) আদুভাইয়ের কবরের মারবে পাথরে কি লেখা ছিল?

উত্তর : আদুভাইয়ের কবরের মার্বেলে লেখা ছিল – Here sleeps Adu Mia who was promoted from Class VII to Class VIII.

(১৫) গল্পের লেখক একদিন হটাৎ কার পত্র পেয়েছিলেন?

উত্তর : গল্পের লেখক একদিন হটাৎ করে আদুভাইয়ের পত্র পেয়েছিলো।

(১৬) আদুভাইকে স্বয়ং কে এসে প্রোমোশনের আশ্বাস দিয়েছিলো?

উত্তর : আদুভাইকে স্বয়ং হেডমাস্টার মশাই এসে প্রোমোশনের জন্য আশ্বাস দিয়েছিলো।

(১৭) আদুভাই স্কুলের কোথায় বক্তৃতা দিচ্ছিলেন

উত্তর : আদুভাই স্কুলের গেটের সামনে একটি উঁচু টুল চেপে তার ওপর দাঁড়িয়ে আদুভাই হাত পা নেরে বক্তৃতা দিচ্ছিলেন।

(১৮) আদুভাই এইবার কেন প্রমোশন চেয়েছিলো?

উত্তর : আদুভাই কোনোদিন প্রমোশন চাননি কিন্তু এইবার তার ছেলে ক্লাস সেভেনের জন্য প্রমোশন পাবে তাই এই বার আদুভাই প্রমোশন চেয়েছিলো।

(১৯) আদুভাইয়ের ছেলে এবার কোন ক্লাসে প্রমোশন পাবে ?

উত্তর : আদুভাইয়ের ছেলে এইবার ক্লাস সেভেনের জন্য প্রমোশন পাবে।

(২০) আদুভাই বইয়ে লেখা কি বিশ্বাস করতেন না?

উত্তর : আদুভাই ভুগোল বইয়ে লেখা “পৃথিবী গোলাকার ও সূর্য্যের চারিদিকে ঘোরে” এই কথা বিশ্বাস করতেন না।

 

Next chapter Solutions : 

Updated: September 12, 2023 — 5:00 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *