NCTB Class 6 Bengali Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-6-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 6 Bengali Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া Solution

Bangladesh Board Class 6 Bengali Solution Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 6 Bengali Solution Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া.

NCTB Solution Class 6 Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject Bengali
Chapter Six
Chapter Name হলুদ টিয়া সাদা টিয়া

NCTB Class 6 Bengali Chapter 6 হলুদ টিয়া সাদা টিয়া Solution

(১) গল্পটিতে কোন দম্পতি কি চাষ করার কথা বলা হয়েছে?

উত্তর : আলোচ্য গল্পটিতে দম্পতির ঝুম চাষ করার কথা বলা হয়েছে। 

(২) প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠে তারা কোথায় কি করতে যেত?

উত্তর : প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠে তারা রান্না করে খেয়েদেয়ে ঝুম চাষের জন্য বেরিয়ে পড়তো।

(৩) দম্পতির কয়জন সন্তান ছিল?

উত্তর : আলোচ্য গল্পে উল্লিখিত দম্পতির একটি মাত্র কন্যা সন্তান ছিল। 

(৪) দম্পতি কখন বাড়ি ফিরে আসতো?

উত্তর : দম্পতি চাষবাসের কাজ সেরে সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে আসতো।

(৫) “তাদের দিন এভাবে অতিবাহিত হতে লাগলো” – কি ভাবে তাদের দিন অতিবাহিত হতো?

উত্তর : গল্পের দম্পতি প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠে রান্না-বান্নার কাজ সেরে, খেয়ে ঝুমচাষ করার জন্য বেরিয়ে পড়তো। মেয়েটি বাড়িতে থাকতো এবং ঘর পাহারা দিতো। সন্ধ্যা বেলায় দম্পতি তাদের কাজ সেরে বাড়িতে ফিরে আসতো। এরপরে তারা রাতের রান্না করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তো। এইভাবে তাদের সুখেই দিন অতিবাহিত হতে লাগলো।

(৬) শুকোতে দেওয়া ধান করা খেয়ে ফেলেছিলো?

উত্তর : মেয়েটির শুকোতে দেওয়া ধান একঝাঁক সাদা ও হলুদ টিয়া খেয়ে ফেলেছিলো।

(৭) “বাবা-মা ফিরে এসে ধান না-দেখলে আমাকে মেরে ফেলবে” – এ কথা কেন বলা হয়েছে?

উত্তর : টিয়ারা প্রতিদিন মেয়েটির শুকোতে দেওয়া ধান খেয়ে ফেলছিলো এতে তার মা-বাবা খুব রাগ করবে এবং তাকে মারবে। তাই যখন টিয়ারা ধান খেতে এসেছিলো তখন মেয়ে এই কথা বলে ছিল।

(৮) দম্পতি তাদের মেয়েকে তাড়িয়ে দিয়েছিলো কেন?

উত্তর : দম্পতি তাদের মেয়েকে প্রতিদিন ধান শুকোতে দেওয়ার কথা বলতো কিন্তু মেয়েটি ধান শুকোতে দিলে টিয়া পাখির ঝাঁক এসে সব ধান খেয়ে ফেলতো। হাজার মানা করলেও তারা মেয়েটির কথা শুনতো না। এই ভাবে প্রতিদিন ধান নষ্ট হচ্ছে দেখে মেয়েটির মা-বাবা রাগ করেন এবং মেয়েটি অলস ভাবে বকাবকি করে বাড়িথেকে তাড়িয়ে দেন।

(৯) রাখাল টিয়াদের কি ভাবে সন্ধান দিয়েছিলো?

উত্তর : অনেক দূর হাঁটার পর ক্লান্ত মেয়েটি একটি রাখালের দেখা পায়। তাকে টিয়াদের সন্ধান জিজ্ঞাসা করলে রাখাল তাকে বলে যে একটু খেয়ে জিরিয়ে নিয়ে সোজা দক্ষিণপূর্ব দিকে চলে যাও।

(১০) মেয়েটি কার কার কাছে টিয়াদের সন্ধান জিজ্ঞাসা করেছিল?

উত্তর : মেয়েটি টিয়াদের সন্ধান রাখাল, মেষপালক, অশ্বরক্ষক, এবং হস্তিরক্ষকের কাছে জিজ্ঞাসা করেছিল।

(১১) চারিদিকে তাকাতেই মেয়েটি কি দেখতে পেয়েছিলো?

উত্তর : টিয়াদের দেশে পৌঁছোবার পর চারিদিকে তাকাতেই একটি বিশাল সোনার অট্টালিকা দেখতে পেয়েছিলো।

(১২) টিয়ারা মেয়েটিকে কোন সিঁড়ি দিয়ে উঠার কথা জিজ্ঞেস করেছিল?

উত্তর : টিয়ারা মেয়েটিকে সোনার এবং রুপার সিঁড়ির মধ্যে কোন সিঁড়ি দিয়ে উঠবে তা জিজ্ঞাসা করেছিল।

(১৩) বাড়িতে ঢুকে মেয়েটি আশ্চর্য্য হয়েছিল কেন?

উত্তর :  টিয়াদের সেই বৃহদ অট্টালিকাতে প্রবেশ করে পর চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে আশ্চর্য্য হয়ে গিয়েছিলো।  

(১৪) মেয়েটিকে কিসের থালায় খাবার খেতে দেওয়া হয়েছিল?

উত্তর : টিয়ারা মেয়েটিকে সোনা-রুপার থালায় খাবার খেতে দিয়েছিলো।

(১৫) পাড়াপ্রতিবেশীরা কেন হিংসায় জ্বলে গেলো?

উত্তর : মেয়েটি যখন টিয়াদের দেশ থেকে সোনা-রূপোয় ভরা কলসি নিয়েই বাড়িতে ফিরে এসেছিলো তখন পাড়াপ্রতিবেশীরা তা দেখে হিংসায় জ্বলে উঠেছিল।

(১৬) সাতটি কলস থেকে কি বের হয়েছিল?

উত্তর : লোভী মেয়েটির সাতটি কলস থেকে বিষধর সাপ বেরিয়ে এসেছিলো এবং তাদের সবাইকে দংশন করে মেরে ফেলেছিলো।  

(১৭)  লোভী মেয়েটি টিয়াদের দেশে গিয়ে কি করেছিল?

উত্তর : লোভী মেয়েটি টিয়াদের দেশে যাওয়ার পর টিয়ার তাকেও স্বাগত জানিয়েছিল। এবং লোভী মেয়েটি তার লোভের জন্য সোনার সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল, সোনার থালায় করে খাবার খেয়েছিলো। এবং সোনার খাটে ঘুমিয়েছিলো।

(১৮) পথ প্রদশর্করা সবাই মেয়েটিকে কি খেয়ে কোথায় যেতে বলেছিলো?

উত্তর : পথ প্রদর্শক রাখাল, মেষপালক, অশ্বরক্ষক, হস্তীরক্ষক সবাই একমুঠি ভাত খেয়ে ও এক আঁজলা জল খেয়ে দক্ষিণপূর্ব দিকের পথ ধরে যেতে বলেছিলো।

(১৯) মা-বাবা মারলে কারা কাকে কোথায় যেতে বলেছিলো?

উত্তর : মা-বাবা মারলে টিয়াপাখির ঝাঁক মেয়েটিকে তাদের দেশে যেতে বলেছিলো।  

(২০) মেয়েটি কাদেরকে কি করতে নিষেধ করেছিল?

উত্তর : মেয়েটি প্রতিদিন ধান শুকোতে দিলে একঝাঁক সাদাটিয়া ও হলুদটিয়া এসে সব ধান খেয়ে যেত। মেয়েটি এই টিয়াদেরকেই ধান খেতে নিষেধ করেছিল।

(২১) মা-বাবা তাদের মেয়েটিকে কি ভেবে ছিল?

উত্তর : প্রতিদিন ধান নষ্ট হওয়ার জন্য মা-বাবা তাদের মেয়েটিকে অলস ভেবেছিল।

(২২) গল্পে কোন কোন বর্ণের টিয়ার কথা বলা হয়েছে?

উত্তর : আলোচ্য গল্পে সাদা ও হলুদ বর্ণের টিয়ার কথা বলা হয়েছে।  

(২৩) টিয়ারা কাকে সাদরে অভ্যর্থনা জানালো?

উত্তর : মেয়েটি যিয়াদের দেশে পৌঁছোবার পর সেই টিয়ারা মেয়েটিকে জিজ্ঞেস করলো সে কেন এবং কথা থেকে এসেছে। মেয়েটির কাছে সব শোনার পর তারা মেয়েটিকে সাদরে অভ্যার্থনা জানালো।

(২৪) টিয়ারা কাকে সান্তনা দিয়েছিলো?

উত্তর : টিয়ারা প্রতিদিন মেয়েটির শুকোতে দেওয়া সব ধান খেয়ে ফেলতো এর ফলে মেয়েটিকে তার মা-বাবা বাড়ি থেকে বেরকরে দিয়েছিলো। তখন মেয়েটি সেই টিয়াদের সন্ধান শুরু করলো। এই ভাবে সন্ধান করতে করতে মেয়েটি টিয়াদের দেশে পৌঁছে গেলো এবং টিয়াদেরকে সব খুলে বললো। টিয়ারা মেযেটির সব কথা শুনে তাকে সান্তনা দিয়েছিলো।

(২৫) গল্প থেকে আমরা কিসের শিক্ষা পাই?

উত্তর : আলোচ্য গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভের ফল ভয়ানক হতে পারে। কোনো কিছুর জন্য আমাদের লোভী হয়ে একদমই উচিত নয়। লোভের ফলে লোভী মেয়েটির যে পরিণতি হয়েছিল তা আমারদের সাথেও হতে পারে।

 

Next chapter Solutions : 

Updated: September 12, 2023 — 5:01 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *