NCTB Class 8 BGS Chapter 7 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা Solution/Guide

NCTB Class 8 BGS Chapter 7 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা Solution/Guide

Bangladesh Board Class 8 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 7 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা. Solution for Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 8 Chapter 7 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা : 

Board NCTB Bangladesh Board
Class 8
Subject BGS
Chapter সপ্তম
Chapter Name বাংলাদেশ : রাষ্ট্র ও সরকার

বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 8 BGS Chapter 7 বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?

(ক) ১১

(খ) ১৩

(গ) ১৬

(ঘ) ১৭

উত্তর :

(ঘ) ১৭

(২) রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে?

(ক) সংবিধানে

(খ) স্বাধীনতা সনদে

(গ) আইন গ্রন্থে

(ঘ) সরকারি দলের গঠনতন্ত্রে

উত্তর :

(ক) সংবিধানে

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসাবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন।

(৩) কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন?

(ক) জনগণের

(খ) সংসদ সদস্যদের

(গ) মন্ত্রিপরিষদের

(ঘ) প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের

উত্তর :

(খ) সংসদ সদস্যদের

(8) মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের কারণ হচ্ছে-

(i) মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা

(ii) সংসদের সদস্য সংখ্যা বাড়ানো

(iii) নারীর স্বার্থ সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(খ) i ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১) গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি ২০১৫ সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় ৫টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতোমধ্যেই তিনি তাঁর এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে পরিচিতি পেয়েছেন।

(ক) বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত?

উত্তর : বাংলাদেশে মোট ৪৯২টি জেলা পরিষদ আছে। অনেকগুলো উপজেলার সমন্বয়ে একটি জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদের কার্য পরিচালনার জন্য একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান নিযুক্ত থাকেন। উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন, পৌরসভা ইত্যাদির মহিলা সদস্যের এক তৃতীয়াংশ সদস্য নিয়ে জেলাপরিষদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

(খ) জনগণ সকল ক্ষমতার উৎস‘- ব্যাখ্যা করো।

উত্তর : বর্তমান পৃথিবীতে রাজতান্ত্রিক শাসন ব্যাবস্থার অবসান ঘটেছে। প্রায় প্রতিটি দেশ বা রাষ্ট্রে গড়ে উঠেছে প্রজাতন্ত্র বা গণতন্ত্র শাসন ব্যবস্থা। এই শাসন ব্যাবস্থায় দেশের সাধারণ জনগণরা নিজেদের পছন্দ মতো নেতা বা  রাজনৈতিক দলকে ভোটে জিতিয়ে দেশের শাসনকে কার্য্য পরিচালনা করার জন্য নিযুক্ত করেন। তাই সকল প্রজাতন্ত্রী বা গণতন্ত্রী দেশগুলিতে সকল ক্ষমতার অধিকারী সেখানকার সাধারণ জনগণ। দেশের শাসন ব্যাবস্থার সকল ক্ষমতার অধিকারী থাকেন দেশের সাধারণ মানুষের হাতে। প্রজাতন্ত্রী বা গণতন্ত্রী দেশে সাধারণ মানুষ নির্ধারণ করেন দেশের শাসন ক্ষমতা কার কাছে থাকবে। এই কারণেই বলা হয়েছে ‘জনগণ সকল ক্ষমতার উৎস’। তবে এখনও কয়েকটি দেশে রাজতন্ত্র এবং একনায়কতন্ত্র শাসন ব্যাবস্থার প্রচলন আছে। এই সকল দেশে রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রনায়কের হাতে বিদ্যমানটি থাকে। যেমন – সৌদি আরব এবং রাশিয়া। প্রজাতন্ত্র দেশের শাসকের নির্বাচনের সকল ক্ষমতা থাকে দেশের সাধারণ জনগণের কাছে।

(গ) গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখ্যা করো।

উত্তর : উদ্দীপকের গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের কি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশের স্থানীয় সরকারের একটি প্রাথমিকস্তর। ইউনিয়ন পরিষদের মূল কাজ হলো ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধন করা। ইউনিয়নের আওতাভুক্ত সমগ্র অঞ্চলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তা করা। স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীদের সাহার্য্য ও বৃত্তি প্রদান করা। স্থানীয় এলাকায় রাস্তা-ঘাট নির্মাণ করা ও সংস্কার করা, এলাকাবাসীকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি এই সকল উন্নয়ন মূলক কাজের দায়ভার থাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তার উপর। তাই সমগ্র দিক বিচার করলে উদ্দীপকের গেলাম কুদ্দুস সাহেব ইনিয়নের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বলে বলা যায়।

(ঘ) কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসাবে উল্লিখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয়- বক্তব্যটির যথার্থতা নিরূপন করো।

উত্তর : যে কোনো দেশ বা রাষ্ট্রের পক্ষে একটি নির্দিষ্ট স্থান থেকে সমগ্র দেশে সুশাসন বজায় রাখা সম্ভব হয় না। এই কারণে দেশের সরকারি শাসন ব্যবস্থা বিভিন্ন স্তরে ভাগ করা হয়। এই কারণে বাংলাদেশের শাসন বাবস্থাতেও অনেকগুলো স্তর পরিলক্ষিত হয়। যেমন উদ্দীপকের গেলাম কুদ্দুস একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটি স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এই ইউনিয়ন পরিষদ নির্মাণ করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত কাজ ছাড়াও ইউনিয়নের চেয়ারম্যান অর্থাৎ গোলাম কুদ্দুস সাহেবকে আরো বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। যথা –

(১) ইনিয়নের অন্তৰ্ভুক্ত এলাকার পরিবেশ রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্ন করা।

(২) এলাকার জমির খাজনা আদায়ের সুব্যাবস্থা করা।

(৩) সমগ্র এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

(৪) নির্দিষ্ট এলাকার মানুষের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা।

(৫) নির্দিষ্ট এলাকার মানুষকে অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখা এবং মানুষকে সচেতন করা।

(৬) এলাকায় কোনো দুর্ঘটনা বা অপরাধ মূলক ঘটনা ঘটলে তা পুলিশকে জানানো এবং সমস্যার নিস্পত্তি ঘটানো।

(৭) ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকার মানুষের দারিদ্রতা মোচনের জন্য এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। এবং সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *