NCTB Class 9 and 10 Bengali Chapter 9 পল্লিসাহিত্য Solution

NCTB Class 9 and 10 Bengali Chapter 9 পল্লিসাহিত্য Solution

Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 9 পল্লিসাহিত্য Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 9 পল্লিসাহিত্য.

NCTB Solution Class 9 and 10 Chapter 9 পল্লিসাহিত্য : 

Board NCTB Bangladesh Board
Class 9 and 10
Subject Bengali
Chapter Nine
Chapter Name পল্লিসাহিত্য

NCTB Class 9 and 10 Bengali Chapter 9 পল্লিসাহিত্য Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী?

(ক) উপকথা

(খ) প্রবাদ

(গ) ছড়া

(ঘ) পল্লিগান

উত্তর :

(ঘ) পল্লিগান

(২) কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? – মুহম্মদ শহীদুল্লাহ্ এ হতাশা দূর হতে পারে কীভাবে?

(ক) স্বেচ্ছাসেবক দল গঠন করে

(খ) সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে

(গ) ফোকলোর সোসাইটি স্থাপন করে

(ঘ) জনসাধারণকে সচেতন করে

উত্তর :

(ঘ) জনসাধারণকে সচেতন করে

(গ) ফোকলোর সোসাইটি স্থাপন করে

নিচের উদ্দীপকটি পড়ে ৩ – সংখ্যক প্রশ্নের উত্তর দাও :

ষোল চাষে মুলা

তার অর্ধেক তুলা

তার অর্ধেক ধান

বিনা চাষে পান

(৩) উদ্দীপকটির ধরন হলো-

(ক) প্রবাদ প্রবচন

(খ) খনার বচন

(গ) ডাকের কথা

(ঘ) লোকগাথা

উত্তর :

(খ) খনার বচন

(ক) প্রবাদ প্রবচন

সৃজনশীল প্রশ্ন :

এ লেভেল পরীক্ষা শেষে মিতু মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি বেড়াতে আসে। গ্রামে তখন পৌষ মেলা বসেছে। মেলায় মিতু বয়াতির কণ্ঠে একটা ছিল সোনার কইন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কইন্যার দেশগানটি শুনে বিমোহিত হয়। সে তার মাকে জিজ্ঞাসা করে – মা এতদিন কেন আমি এ গানগুলো শুনিনি। এ গানগুলোই তো বড় আপু খুঁজছে তার থিসিসের জন্য। আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব।

(ক) সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি?

উত্তর : সরস প্রাণের জীবন্ত উৎস হলো পল্লিসাহিত্য

(খ) আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কী বুঝিয়েছেন?

উত্তর : আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক বুঝিয়েছেন যে আধুনিক শিক্ষার আলোয় পল্লিসাহিত্য যেন অন্ধকারে ঢোলে পড়েছে। আধুনিক শিক্ষার জন্য মানুষ পল্লিসমাজের পল্লিসাহিত্যকে ভুলতে বসেছে। আধুনিক শিক্ষা সাহিত্যে স্থান পেয়েছে শুধু নাগরিক সাহিত্য। মানুষ এখন আর পল্লীসমাজের এই সব গান, গল্প, নীতিকথা, প্রবাদ শুনতে অভস্ত নয়। মানুষ তাদের আধুনিক জগতে গ্রামবাংলার পল্লিসাহিত্যকে ভুলে যেতে বসেছে আধুনিক শিক্ষার স্রোতে। নগরের শিক্ষিত জননীরা তাদের সন্তানকে এখন আর রাজকন্যার গল্প বা পক্ষীরাজ ঘোড়ার গল্প তাদের কাছে বলেন আরব্য উপন্যাস এর গল্প বা বিদেশি লেখকদের আধুনিক গল্প। এরফলে বাচ্চারা ক্রমশ ভুলতে বসেছে তাদের পল্লিসমাজকে। আর একই সাথে পল্লিসাহিত্যও তলিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গভীরে। আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে হারিয়ে কত নাম না জানা তরুণ পল্লীলেখক তার হিসাব কেই বা বলতে পারে। আধুনিকতার ফলে পল্লীসমাজ ও পল্লীসাহিত্যের এহেন ধ্বংসের জন্য লেখক আধুনিক শিক্ষাকে কর্মনাশা স্রোত বলে অভিহিত করেছেন।

(গ)  মিতুর এ গানগুলো না শোনার কারণটি পল্লিসাহিত্যপ্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর ।

উত্তর : পরীক্ষা শেষে মায়ের সাথে তার গ্রামের বাড়িতে গেলে মিতু পল্লীসমাজের এই অপরূপ মধুর গান গুলির শুনতে পেয়েছিলো। এই গান গুলো শুনে মিতু বিমোহিত হয়ে পড়েছিল। সে এর আগে এই গান কোনোদিন শোনে নি। মিতুর এই গানগুলো শুনতে না পাওয়ার কারণ হলো আধুনিক নগরীতে আধুনিক শিক্ষার স্রোতে পল্লিসাহিত্যের হারিয়ে যাওয়া। আধুনিক নগরীতে এখন মানুষ আধুনিক সাহিত্যি, সংগীত, গল্পের সাথে বৈদেশিক সাহিত্য, সংগীত ইত্যাদিতে মেতে উঠেছে। তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে পল্লিসমাজের এই সুমধুর সংগীত, সাহিত্যের অস্থিত্ব। নতুন শিক্ষার আলোকে পল্লিসমাজের এই অসাধারণ সাহিত্য, গল্প, সংগীত হারিয়ে গিয়েছে কোনো গহীন সাগরের অন্ধরাচ্ছন্ন অতল অন্ধকারে। তাই পল্লিসমাজের এই সকল সাহিত্য, সংগীত সীমাবদ্ধ হয়েছে শুধু বাংলার কোনো অজ পাড়াগাঁয়ের গভীরে। এই কারণেই মিতু এই গানগুলি এর আগে কোনোদিন শুনতে পারেনি।

(ঘ) উদ্দীপকের মিতুই যেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্র চাওয়া পল্লি জননীর মনোযোগী সন্তান।‘- মন্তব্যটি বিশ্লেষণ কর ।

উত্তর : এ লেবেল পরীক্ষা শেষ করে মিতু তার মেয়ের সাথে ঘুরতে গিয়েছিলো তাদের গ্রামের বাড়িতে। সেখানে এক সন্ধ্যায় অপরূপ সুন্দর ও মধুর পল্লিসংগীত শুনতে পেয়ে মিতু হয়ে পড়েছিল বিমোহিত। এই গান শুনে তার মনে বিস্ময় জেগেছে যে সে টের আগে এত মধুর গান কেন শুনতে পায়নি। সে যেন খুঁজে পেয়েছিলো অনেক দিনের হারিয়ে যায় কোনো এক বস্তুর। এই গান শুনে তার মুখে প্রজ্জলিত হয়ে উঠেছিল আনন্দের ছটা। কারণ এই গানগুলোই খুঁজছিলো তার বড়ো দিদি তার থিসিসের জন্য। আর অন্যদিকে পল্লিসাহিত্য, সংগীত যেন খুঁজে পেয়েছিলো নতুন করে প্রজ্জলিত হওয়ার এক নতুন দিশা। মিতুর পল্লিসংগীত শুনে বিমোহিত হয়ে যাওয়াকেই লেখক পল্লি জননীর মনোযোগী সন্তান বলে অভিহিত করেছেন।

 

Next Chapter Solutions :  

 

Updated: September 13, 2023 — 2:19 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *