NCTB Class 9 and 10 Bengali Chapter 2 ফুলের বিবাহ Solution
Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 2 ফুলের বিবাহ Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 2 ফুলের বিবাহ.
NCTB Solution Class 9 and 10 Chapter 2 ফুলের বিবাহ :
Board | NCTB Bangladesh Board |
Class | 9 and 10 |
Subject | Bengali |
Chapter | Two |
Chapter Name | ফুলের বিবাহ |
বহুনির্বাচনি প্রশ্ন :
(১) ‘ফুলের বিবাহ‘ গল্পের পাত্র কে ছিল?
(ক) মল্লিকা
(খ) স্থলপদ্ম
(গ) রজনীগন্ধা
(ঘ) মালতী
উত্তর : (ক) মল্লিকা
(২) এ গল্পে কন্যাকুল বলতে কাদের বোঝানো হয়েছে ?
(ক) ভোমর
(খ) বৃক্ষ
(গ) গাছপালা
(ঘ) ফুল
উত্তর : (ঘ) ফুল
নিচের উদ্দীপকটি পড়ে ৩ – সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
জমিদার জনার্দন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায়বাহাদুর শুভাশিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল। রূপে -গুণে সে অতুলনীয়।
(৩) উদ্দীপকের দেবাশিসের সাথে ‘ফুলের বিবাহ‘ গল্পের সাদৃশ্য রয়েছে
(i) গন্ধরাজের
(ii) গোলাবের
(iii) রজনীগন্ধার
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
উত্তর : (খ) ii
সৃজনশীল প্রশ্ন :
মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয়। নানা জাতের ফুল-ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায়। দীর্ঘদিন সে যেসব ফুল-ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে। –
(ক) ফুলের বিবাহ‘ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে ?
উত্তর : “ফুলের বিবাহ” গল্পে ভ্রমর ঘটকের দায়িত্ব পালন করেছিল।
(খ) ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল?
উত্তর : ক্ষুদ্র বৃক্ষটি তার মেয়ের জন্য সঠিক পাত্রের সন্ধান না পাওয়ার জন্য বিরক্ত হয়ে উঠেছিল।
(গ) উদ্দীপকের মৌরির ভালোলাগার বিষয়ের সঙ্গে ‘ফুলের বিবাহ‘ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর ।
উত্তর : উদ্দীপকের মৌরি ভালোলাগার বিষয়টি ছিল বিভিন্ন রকমারি ফুল। সে তার বাবাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গেলো। সেখানে এতো সব ফুল দেখে সে খুব আপ্লুত হয়েছিল এবং বাড়িতে একটি ছোট বাগান করবে বলে ঠিক করলো। গল্পেও আমরা লেখকের ফুলের উপর গভীর প্রীতির সাদৃশ্যতা লক্ষ করতে পারি। লেখক বাগানে বসে তার কল্পনার মধ্যে ফুলের বিয়ে দেখছিলো লতিনি। তিনি বাগানের সব ফুলকে খুব যত্ন সহকারে দেখছিলেন এবং ফুলের মধ্যে দিয়ে মানুষের বিয়ের পক্রিয়াটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলছিলেন। বাগানের সব ফুলের নাম যেন তার মুখে লেগে আছে। এরথেকে বলা যেতে পারে যে লেখকের ফুলের উপর এক বিশেষ আকর্ষণ রয়েছে। যা উদ্দীপকের মৌরির মধ্যেও প্রকাশিত হচ্ছিলো।
(ঘ) “মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন ‘ফুলের বিবাহ‘ গল্পের মূল চেতনা।” – যুক্তিসহ বুঝিয়ে লেখ ।
উত্তর : গল্পে লেখক নসী বাবুর বাগানে বসে ফুলের শোভা দেখে অবিভুত হয়ে পড়েছিলেন। সেই সময় ছিল বৈশাখ মাস অর্থাৎ বিয়ের মাস তাই লেখক মল্লিকাবৃক্ষর একটি মুকুলিত ফুলের কলি দেখতে পান এবং তার কল্পনার মধ্যে দিয়ে সুন্দর একটি বিয়ের ঘটনা সৃষ্টি করেন। এবং গল্পের মধ্যে দিয়ে তিনি নানা ফুলের পরিচয় ও বৈশিষ্টকে তুলে ধরেছেন। কোন ফুলের পকি বৈশিষ্ট তা সমাজের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এর থেকে লেখকের মধ্যে ফুলের প্রতি এক গভীর আকর্ষণের প্রতিফলিত হয়। উদ্দীপকের মৌরি তার বাবার সাথে একটি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। বইয়ের পাতায় দেখা অফুল গুলো নিজের চোখের সামনে দেখতে পেয়ে সে খুব খুশি হয় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে নিজের বাড়িতেই একটি ফুলের বাগান গড়বে। এখানে মৌরির মধ্যে সেই একই ভাব অর্থাৎ ফুলের প্রতি গভীর প্রীতির দিকটি ফুটে উঠেছে।
Next Chapter Solution :