NCTB Class 9 and 10 Bengali Chapter 10 উদ্যম ও পরিশ্রম Solution
Bangladesh Board Class 9 and 10 Bengali Solution Chapter 8 উদ্যম ও পরিশ্রম Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution Chapter 8 উদ্যম ও পরিশ্রম.
NCTB Solution Class 9 and 10 Chapter 8 উদ্যম ও পরিশ্রম :
Board | NCTB Bangladesh Board |
Class | 9 and 10 |
Subject | Bengali |
Chapter | Ten |
Chapter Name | উদ্যম ও পরিশ্রম |
বহুনির্বাচনি প্রশ্ন :
(১) “উদ্যম ও পরিশ্রম‘ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে সংগৃহীত ?
(ক) উচ্চ জীবন
(খ) মহৎ জীবন
(গ) উন্নত জীবন
(ঘ) মানব জীবন
উত্তর :
(২) ‘সময়ের যারা সদ্ব্যবহার করে তারা জিতবেই‘- একথা দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) পরিশ্রমীরা বিজয়ী হবে
(গ.) কাজকে ঘৃণা করা অনুচিত
(খ) আলস্য ত্যাগ করা উচিত
(ঘ) সৎশ্রমের কোন বিকল্প নেই
উত্তর : (খ) আলস্য ত্যাগ করা উচিত
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
(৩) ‘উদ্যম ও পরিশ্রম‘ প্রবন্ধের যে চরিত্রের মাঝে উদ্দীপকের প্রতিফলন দেখা যায় তিনি হলেন-
(i) আরভিং
(ii) ড. জনসন
(iii) প্লেটো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ.) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর :
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটিতে ‘উদ্যম ও পরিশ্রম‘ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
(ক) সততা ও পরিশ্রম
(খ) উদ্যম ও পরিশ্রম
(গ) উদ্যম ও সাহস
(ঘ) পরিশ্রম ও নিষ্ঠা
উত্তর :
(ক) সততা ও পরিশ্রম
সৃজনশীল প্রশ্ন :
শামীম পেশায় নৈশপ্রহরী । একদিন রাতে দেখে ম্যানেজার সাহেব শ্রমিকদের দিয়ে গুদামের মালামাল সরাচ্ছেন। এতে সে প্রতিবাদ করায় তাকে ম্যানেজার চাকরিচ্যুতির হুমকি দেয়। এ অন্যায় কাজকে সমর্থন করতে না পারায় সে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যায়। সেখানে হাঁস-মুরগি, মৎস্য ও শবজির চাষ শুরু করে। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়ের বেশ প্রসার ঘটে। অনেক বেকার যুবককে নিয়োগ দেয় তার খামারের কাজে।
(ক) কাকে ইউরোপের জ্ঞানগুরু বলা হয় ?
উত্তর : প্লেটোকে ইউরোপ মহাদেশের জ্ঞানগুরু বলা হয়।
(খ) জুতা পেয়ে জনসন অপমান বোধ করলেন কেন?
উত্তর : জনসন ছিলেন পেশায় ডাক্তার মাত্র কয়েক আনা নিয়ে তিনি লন্ডনের মতো বৃহৎ শহরে উপস্থিত হয়ে ছিলেন। সেখানে তখন তার করুন পরিস্তিতি। অনেক অনেক রাত সে না খেয়েই কাটিয়ে দিয়েছে। এতো প্রতিকূলতা সত্ত্বেও সে কোনোদিন হার মানেননি। তার মনোবলকে কোনোদিন কমে যেতে দেননি। কিন্তু একদিন তার এক বন্ধু তাকে একজোড়া জুতো দিয়েছিলো পড়ার জন্য। এই জুতো জনসন সেদিন তার অপমান মনে করেছিল। কারণ সে জীবনের এতো প্রতিকূলতাকে হারিয়ে জীবনে সফলতা অর্জন করার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো দিন কারো কাছে হাত পাতেননি। তাই এই জুতো জোড়াকে তিনি তার আত্মসম্মানের এবং তার এতো অক্লান্ত পরিশ্রমের অপমান মনে করেছিল। তাই জনসন সেই জুতোজোড়াকে রাস্তাতেই ফেলে দিয়েছিলো।
(গ) উদ্দীপকের শামীমের মাঝে ‘উদ্যম ও পরিশ্রম‘ প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
উত্তর : উদ্দীপকের শামীমের মাঝে আলোচ্য ” উদ্দম ও পরিশ্রম” গল্পের কর্মের প্রতিসৎ থাকা, অন্যায়কে সমর্থন না করা, কোনো কাজকে ছোট করে না দেখা, এবং পরিশ্রমী যে সফলতার চাবিকাঠি তার ভাবটি ফুটে উঠেছে। শামীম পেশায় নৈশপ্রহরী ছিল, একদিন সে দেখতে পায় যে ম্যানেজার কর্মচারীদের দিয়ে গোডাউনের মাল সরাচ্ছিলেন। এই দেখে সে প্রতিবাদ জানালে ম্যানেজার তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুম্মকি দেয়। এই অন্যায় শামীম মেনে নিতে পারে না এবং সেই চাকরি ছেড়ে দিয়ে সে তার গ্রামে চলে যায়। এবং সেখানে গিয়ে কৃষিকাজ শুরু করে। অনেক পরিশ্রমের সাথে কৃষিকাজ করে অল্পদিনেই সে তার ব্যাবসার প্রসার ঘটাতে পেরেছিলো। এবং অনেক বেকার যুবকে সে তার খামারে কাজের সুযোগ করে দিতে পেরেছিলো। এর থেকে শামীমের মাজে গল্পের সৎ ও পরিশ্রমী হয়ে উঠার দিকটি ফুটে উঠেছে।
(ঘ) “উদ্দীপকের ভাবটি মোহাম্মদ লুৎফর রহমানের উদ্যম ও পরিশ্রম‘ প্রবন্ধে বর্ণিত চেতনার সমগ্র অংশকে ধারণ করে কি?” – যুক্তিসহ প্রমাণ কর ।
উত্তর : উদ্দীপকের শামীম আলোচ্য গল্পে বর্ণিত সমগ্র চেতনার সমগ্র অংশটিকে ধারণ করেছিল। কারণ শামীম ছিল একজন নৈশপ্রহরী তার কর্তব্য ছিল সব কিছু দেখে রাখা। যখন একদিন সে তার ম্যানেজারকে কয়েকজন শ্রমিকের সাহার্য্যে গোডাউনের মাল সরাতে ধরে ফেলে। কিন্তু তার ম্যানেজার তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। এই অন্যায় শামীম মুখ বুঝে সহ্য করতে পারে না ফলে সে সেই চাকরি ছেড়ে দিয়ে তার নিজের গ্রামের দিকে প্রস্থান করে। গ্রামে ফিরে এসে জমিতে কৃষিকাজ শুরু করে। অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের পর সে সফলতা অর্জন করে। তার খামারের ব্যাবসায় অনেক লাভ হয়। এর পর সে তার গ্রামের অনেক বেকার যুবককে তার খামারে কাজে নিযুক্ত করে। উদ্দীপকের শামীম অন্যায়কে সহ্য না করে চাকরি থেকে বেরিয়ে আসে এবং অক্লান্ত পরিশ্রমের পর জীবনে সফলতা অর্জন করে ছিল। তাই এখানে শামীমের মধ্যে আলোচ্য গল্পের সম্পুর্ন্ন ভাবটি প্রতিফলিত হয়েছে কবলে যায়।