NCTB Class 9 and 10 Bengali উমর ফারুক Solution
Bangladesh Board Class 9 and 10 Bengali Solution উমর ফারুক Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 9 and 10 Bengali Solution উমর ফারুক.
NCTB Solution Class 9 and 10 উমর ফারুক :
Board | NCTB Bangladesh Board |
Class | 9 and 10 |
Subject | Bengali |
Chapter Name | উমর ফারুক |
বহুনির্বাচনি প্রশ্ন :
(১) ‘আমিরুল মুমেনিন‘ অর্থ কী?
(ক) বিশ্ববাসীর নেতা
(খ) বিশ্বাসীদের নেতা
(গ) বিশ্বনেতা
(ঘ) মুসলিম খলিফা
উত্তর :
(ক) বিশ্ববাসীর নেতা
(২) ‘মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী‘ পঙ্ক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে?
(ক) সাম্যবাদিতা
(খ) বিচক্ষণতা
(গ) ন্যায়পরায়ণতা
(ঘ) অনাড়ম্বরতা
উত্তর :
(ক) সাম্যবাদিতা
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
সমাজকর্মী মালেকা বানু তার বাসার কাজের মেয়েটাকে খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ এমনকি আচার-আচরণের দিক থেকেও নিজেদের সন্তানের মতোই দেখেন।
(৩) উদ্দীপকের মালেকা বানুর দৃষ্টিভঙ্গির সঙ্গে হযরত উমর চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো-
(i) মানবতা
(ii) সাম্য
(iii) বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর :
(ক) i ও ii
(৪) উক্ত দিকটি ‘উমর ফারুক‘ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
(ক) পরশে তাহার সোনা হল যারা তাদেরেই মোরা বুঝি
(খ) ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভূঁয়ে
(গ) ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি
(ঘ) পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুখিনীর আঙিনাতে
উত্তর :
(গ) ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি
সৃজনশীল প্রশ্ন :
কাজী পাড়ার চেয়ারম্যান আব্বাস আলী। একবার তার নির্বাচনি এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। কিন্তু বানভাসি মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না। কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটায়। বন্যা শেষে একদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাসি করে থেকে ত্রাণের প্রচুর টিন ও খাদ্যসামগ্রী উদ্ধার করে।
(ক) ‘উমর ফারুক‘ কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে?
উত্তর : আলোচ্য ‘উমর ফারুক’ কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। উক্ত কবিতাটি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) এর মানবিকতা, সাম্যবাদী দৃষ্টি ভঙ্গি ও তার জীবনাদর্শকে ব্যাক্ত করে।
(খ) হযরত উমরকে ‘আমিরুল মুমেনিন‘ বলার কারণ কী?
উত্তর : ‘আমিরুল মুমেনিন’ কথার অর্থ হলো বিশ্বাসীদের নেতা বা কোনো ধর্মীয় প্রধান বা রাষ্ট্রীয় নেতা যাকে সবাই অনুসরণ করে। কবিতায় বিশেষ ভাবে বোঝানো হয়েছে মুসলমানদের ধর্মীয় নেতা বা গুরুকে বোঝাতে। হজরত উমর ছিল মুসলিমদের দ্বিতীয় খলিফা। তিনি একজন প্রভাবশালী শাসকের সাথে সাথে ছিলেন একজন ধর্মালম্বী, মানবিক, বীর ও সাম্যবাদী। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু লোক তাকে অনুসরণ করতো। তার সাম্যবাদী ভাবনা ও দৃষ্টিভঙ্গি অনুপ্রাণিত করেছিল সমগ্র জাতিকে। তিনি যেমন তার ভৃত্যকে নিজের সমসাময়িক মনে করতেন তেমনি আবার নিজের ছেলেকেও শাস্তি দিতে পিছপা হতেন না। তার মতাদর্শের জন্য ইসলামী রাষ্ট্রেরসীমা ছাড়িয়ে ছিল আরব থেকে তুর্কিস্থান পর্যন্ত। তাই হজরত উমরকে ‘আমিরুল মুমেনিন’ বলা হয়েছে। কারণ তিনি ছিলেন ইসলামের একজন প্রকৃত পথপ্রদর্শক।
(গ) চেয়ারম্যান আব্বাস আলী যেদিক থেকে হযরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর : উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলী আলোচ্য কবিতার হজরত উমরের বিপরীত ধর্মী এক মানুষ। তার মধ্যে আলোচ্য কবিতার হজরত উমরের কোনো সাদৃশ্যতা দেখা যায় না। হজরত উমর ছিলেন মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গির এক বিশিষ্ট উদাহরন। তার দৃষ্টিতে সব মানুষ সমান। সমাজের সবাই এক তাই হজরত উমরের কাছে তার ভৃত্য ও ছেলের মধ্যে কোনো পার্থক্য ছিলোনা। মানুষের সেবায় তিনি তার সর্বস্ব দান করে দিতে পারেন। হজরত উমর মানুষের মধ্যে ভেদাভেদ না করে জাতিধর্ম নির্বিশেষে সকলকে একত্রিত হতে বলেছিলেন। উদ্দীপকের আব্বাস ছিল হজরত উমরের চরিত্রের বিপরীত এক চরিত্র। গ্রামের বন্যার সময় সে মানুষের পাশে না থেকে ত্রাণ সামগ্রীর লুন্ঠণে ব্যাস্ত ছিল। গরিবদের ও দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য আসা সকল ত্রাণসামগ্রী সে লুকিয়ে রেখেছিলো নিজের বাড়ির বাগানে।
(ঘ) আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শ মানুষ হতে হলে কী কী করতে হবে “উমর ফারুক‘ কবিতার আলোকে ব্যাখ্যা কর?
উত্তর : উদ্দীপকের চেয়ারম্যান আব্বাস আলীকে আলোচ্য কবিতার হজরত উমরের মতো আদর্শ মানুষ হয়ে উঠতে হলে তার চরিত্রের সব দোষকে বর্জন করে গ্রহণ করতে হবে মানবতাকে, পরোপকারিতাকে এবং নির্স্বার্থকতাকে। তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সাম্যবাদী দৃষ্টি ভঙ্গিকে জিরোন করতে হবে। সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম যে মানবধর্ম এই সত্যকে মেনে চলতে হবে। নিজের ভৃত্যকেও নিজের সমসাময়িক মনে করতে হবে কারণ সেও একজন মানুষ। নিজের স্বার্থ সিদ্ধিকে প্রাধান্য না দিয়ে মানুষের সাহায্যের জন্য স্বর্বস্বদান করার মানসিকতাকে অবলম্বন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে গরিবদুঃখী মানুষের পাসে দাঁড়াতে হবে। এই সকল গুনকে যদি চেয়ারম্যান আব্বাস আলী গ্রহণ করতে পারে তবেই সে হয়ে উঠবে হজরত উমরের মতো একজন মহান ও মানবিকতায় উৎকৃষ্ট একজন মানুষ।
Next Chapter Solutions :