NCTB Class 8 Bengali Chapter 7 সাড়ে তিন হাত জমি Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-8-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 8 Bengali Chapter 7 সাড়ে তিন হাত জমি Solution

Bangladesh Board Class 8 Bengali Solution Chapter 7 সাড়ে তিন হাত জমি Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 8 Bengali Solution Chapter 7 সাড়ে তিন হাত জমি.

NCTB Solution Class 8 Chapter 7 সাড়ে তিন হাত জমি : 

Board NCTB Bangladesh Board
Class 8
Subject Bengali
Chapter Seven
Chapter Name                সাড়ে তিন হাত জমি

NCTB Class 8 Bengali Chapter 7 সাড়ে তিন হাত জমি Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) জমি যদি পাই তা হলে কাউকে পরোয়া করব না- পাখোমের এ বক্তব্যে কী প্রকাশ পেয়েছে?

(ক) অর্থলিপ্সা

(খ) অহংকার

(গ) আকাঙ্ক্ষা

(ঘ) দূরদর্শিতা

উত্তর : (গ) আকাঙ্ক্ষা

(২) নিচের কোন বাক্যে পাখোম চরিত্রের বিপরীত সত্তা প্রকাশ পেয়েছে?

(ক) তারপরও কিছু উর্বর জমি ছেড়ে আসতে পারে নি

(খ) তাকেও জমি দখলের দৌড় শুরু করতে হবে

(গ) সব অর্থ, সব পরিশ্রম বৃথা যেতে পারে না

(ঘ) গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলায়

উত্তর : (ঘ) গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলায়

(৩) স্টার্শিনা পাখোমকে শিক্ষা দিতে চেয়েছিল কেন?

(ক) পরিশ্রম করে ফসল ফলায় বলে

(খ) জমির প্রতি মায়া মমতার কারণে

(গ) লোভের পরিণাম হয় ভয়াবহতা বোঝাতে

(ঘ) শহরের চেয়ে গ্রামের বাড়ি ভালো বোঝাতে

উত্তর :  (গ) লোভের পরিণাম হয় ভয়াবহতা বোঝাতে

সৃজনশীল প্রশ্ন :

(১) সজিব সাহেব অফিস থেকে যে বেতন পান তা দিয়ে তার সংসার ভালোই চলছিল। তারপরেও আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণের জন্য তিনি অসৎ পথে পা বাড়ান। বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়েন অনৈতিক কাজে । একটার পর একটা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে থাকে তার। একদিন অবৈধ অর্থের লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। আদালতের রায়ে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয় তার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি সজিব সাহেবের অবস্থান এখন কারাগারের একটি ছোট্ট ঘরে।

(ক) দিন প্রতিবলতে কোন সময়কে বোঝায়?

উত্তর : গল্পে দিন প্রতি বলতে “সূর্য উদয় থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পায়ে হেটে সে যতটা জমি ঘুরে আস্তে পারবে ততটুকু জমির মূল্যকে বোঝানো হয়েছে।

(খ) বুকের ভিতর কে যেন হাপর টানছে‘- কথাটি ব্যাখ্যা কর।

উত্তর : পাখোম যখন বাসকিরদের দেশে জমি ক্রয় করতে গিয়েছিল তখন সেখানকার নেতা তাকে বলে ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত যাওয়ার সময় পর্যন্ত যতদূর পায়ে হেটে ফিরে আস্তে পারবে তত জমি তার হবে। কিন্তু পরের দিন সকালে পাখোম যখন হাটা শুরু করে অনেক দূর পৰ্যন্ত যাত্রা করে প্রায় ১০ মাইল পথ সে অতিক্রম করে। এবার ফিরে আসার সময় তার শরীর আর চলছে না। কারণ সারাদিন এতো পথ হাঁটার পর সে খুবই ক্লান্ত , তার পা থেকে রক্ত পড়ছে এবং তার বুকের ভিতর যে যেন হাপর টানছে মনে হচ্ছে।

(গ) উদ্দীপকের সজীব সাহেবের সাথে সাড়ে তিন হাত জমিগল্পের পাখোম চরিত্রের যে দিক থেকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর : গল্পরে পাখোম চরিত্রের সাথে উদ্দীপকের সজীব সাহেবের চরিত্রের লোভ ও অতিআসার সাদৃশ্যতা পাওয়া যায়। গল্পের পাখোম যেমন তার অল্প জমির বদলে অনেক বেশি জমির মালিক হতে চেয়েছিলো। এবং এর জন্য সে তার সমস্ত জমি বিক্রি করে এবং অন্য নতুন জায়গায় কম দামে অনেক বেশি জমি কিনতে শুরু করে কিন্তু সে তার লোভকে সংবরণ করতে পারে না এবং আরো বেশি জমির জন্য অন্য জাগায় যেতে শুরু করেন। এবং শেষ তার করুন পরিণতি হয়।  ঠিক তেমনি উদ্দীপকের, সজীব সাহেবের চাকরি করে ভালোই চলছিল কিন্তু তার লোভ ও উচ্চাকাঙ্খা পূরণ করার জন্য সে অনৈতিক ও অসৎ পথে উপার্জন শুরু করেন। এই ভাবে শেষে তারও করুন পরিণতি হয়েছিল। দুটি চরিত্রতেই লোভ ও উছকাঙ্খা প্রতিফলিত হয়েছে।

(ঘ) সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মূলভাবকে সাড়ে তিন হাত জমিগল্পের মূলভাবের সমার্থক বলা যায় কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর : উদ্দীপকের মূলভাবের সাথে গল্পের মূল ভাবটি সমার্থক। কারণ আমরা গল্প ও উদ্দীপক উভয়েই লোভের যে করুন পরিণতি হয় তার শিক্ষা অর্জন করতে পেরেছি। গল্পের পাখোম তার অল্প জমিতে বেশ সুখেই ছিল কিন্তু তার বেশি জমির মালিক হওয়ার উচ্চাকাঙ্খা ও লোভের কারণে অল্পদামে বেশি জমি কেনার সুযোগ ছাড়তে পারে না এবং এই ভাবে শেষে সে জমির মারা যান এবং মাত্র সাড়ে তিন হাত জমিই তার ঠিকানা হয়। তেমনি, উদ্দীপকের সজীব তার চাকরি করে সুখেই ছিল কিন্তু তার বেশি লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্য সে অসৎ পথে অনৈতিক কর্মকাজ শুরু করে এবং পরিশেষ ধরা পরে এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং সারা জীবনের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়ে একটি ছোট্ট কারাগারের ঘরে জায়াগা পায়। এই দুই ঘটনা থেকেই অতিলোভের ফলে যে করুন পরিণতি হয় তার ভাবটি ফুটে উঠেছে।

(২) এক চাষির একটি রাজহাঁস ছিল। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। ফলে অল্প দিনেই চাষির ভাগ্য পরিবর্তন হয়ে গেল। কুঁড়েঘরের পরিবর্তে এখন সে বড় বড় টিনের ঘর-বাড়ির মালিক হয়ে গেল। চাষির আরও বড়লোক হওয়ার ইচ্ছা হলো। রাতারাতি বড়লোক হওয়ার জন্য একদিন সে রাজ হাঁসটিকে জবাই করল। কিন্তু হায়। একি! হাঁসের পেটে কোনো ডিম নেই। চাষি মাথায় হাত দিয়ে চিৎকার করে কান্না-কাটি করতে লাগল, আমি এ কী করলাম !

(ক) একজন মজুর সঙ্গে নিয়ে পাখোম কোথায় যাত্রা করলো?

উত্তর : একজন মুজুরকে সঙ্গে নিয়ে পাখোম যাত্রা শুরু করলো বাসকিদের দেশের উদ্দেশ্যে। যখন একজন মহাজনের থেকে পাখোম জানতে পারলো যে সে ১০০০ রুবল দিয়ে ১০,০০০ একর জমি কিনেছে বাসকিদের দেশে। সেখানে নাকি জমির দাম খুবই সস্তা। চাইলে সেও সেখানে গিয়ে জমি কিনতে পারে। এই কথা মহাজনের থেকে শুনে পাখোম নিজের আরো বেশি জমির মালিক হবার লোভকে আর আটকে রাখতে পারে না। এবং ১০০০ রুবেল ও সঙ্গে একজন মজুর নিয়ে রওয়না হলে বাসকিদের দেশের উদ্দেশ্যে।

(খ) নিজেকে বাঁচানোই এখন একমাত্র চিন্তা‘- কেন?

উত্তর : পাখোম যখন মহাজনের থেকে জানতে পারে যে বাসকিদের দেশে মাত্র ১০০০ রুবল দিয়ে ১০,০০০ একর জমি কেনা যায় তখন সে সাথে সাথে বাসকিদের দেশের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সে যত জমি ঘুরে আবার ফিরে আস্তে পারবে তত জমিই তার হবে। এর জন্য সে পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে জমির জন্য বেরিয়ে পরে এবং প্রায় ১০ মাইল পথ অতিক্রম করে পায়ে হেটে। এর পর ফিরে আসার সময় তার শরীর ভেঙে যায়। তার পা কেটে রক্ত ঝরছে। তার মনে হচ্ছে তার বুকের ভিতরে কে জানি হাপর টানছে। তখন সে তার জমির মালিক হবার চিন্তা ভুলে যায়। এবং নিজেকে বাঁচানোই এখন তার একমাত্র চিন্তা হয়ে উঠে।

(গ) উদ্দীপকের সাথে সাড়ে তিন হাত জমিরচনার যে দিকের সাদৃশ্য রয়েছে- ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের সাথে ” সাড়ে তিন হাত জমি” গল্পের সাদৃশ্যতা এই নিজে মানুষ তার নিজের লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজের চরম দুর্গতি ও অবনতি ডেকে আনে। গল্পে আমরা দেখতে পারি যে পাখোম নামে চরিত্রটি বেশি জমির মালিক হতে চায়। এক সময় অল্প দামে বেশি জমির মালিক হওয়ার সুযোগ পেলে সে তার সব সম্পত্তি বিক্রি করে দেয়। এই ভাবে সে আস্তে আস্তে অনেক জমির মালিক হয় কিন্তু তার আরো বেশি জমির মালিক হওয়ার লোভটিকে সে সংবরণ করতে পারে না। এবং শেষে তার চরম দুর্গতি হয় এবং  মাত্র সাড়ে তিন হাত জমিতে তার ঠাঁই হয়। তেমনি উদ্দীপকে আমরা দেখি যে রাজহাঁসের সোনার ডিম্ বিক্রি করে বেশ বড়োলোক হয়ে উঠেছিল। মাটির বাড়ি থেকে তার এখন টিনের বাড়ি হয়েছে। কিন্তু ওটাও সে সন্তুষ্ট হতে পারে না এবং একেবারে অনেক বড়োলোক হতে চায়। তাই সে একদিন একবারে সব সোনার দিমে নেওয়ার জন্য রাজহাঁসটিকে জবাই করে ফেলে। কিন্তু শেষে দেখে যে রাজহাঁসের পেটের ভিতরে কোনো ডিম খুঁজে পায় না এবং কাঁদতে শুরু করে। এই ভাবে অতিলোভের কারণে সে তার অবনতি ডেকে আনে। দুটি ঘটনাই আমাদেরকে অতি লোভের ফলে যে দুর্গতি হয় তার শিক্ষা দেয়।

(ঘ) উদ্দীপকের চাষির সিদ্ধান্তের সাথে পাখোমের সিদ্ধান্তের মিল রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর : উদ্দীপকের চাষীর সিদ্ধান্তের সাথে গল্পের পাখোমের নেওয়া সিদ্ধান্তের মিল রয়েছে। কারণ গল্পে পাখোম যখন বাসকিদের দেশে জমি কেনার উদ্দেশ্যে যায় তখন সেখানকার নেতা তাকে বলে সূর্যদয় থেকে ও সূর্যাস্ত হাওয়া পর্যন্ত সে যতটা জমি ঘুরে আসতে পারবে তাকে ততটাই জমি দেওয়া হবে। এই কথা শুনে পাখোম পরের দিন সূর্যোদয় হওয়ার সাথে সাথে জমির জন্য বেরিয়ে পরে অনেকক্ষণ চলার পর সে প্রায় সাড়ে তিন মাইল পথ অতিক্রম করে কিন্তু আরো বেশি জমির লোভে সে আবার চলতে শুরু করে। এই ভাবে সে প্রায় দশ মাইল পথ অতিক্রম করে ফেলে। কিন্তু ততক্ষনে সূর্য প্রায় অস্ত হবার পথে এবার তাকে ফিরতেও হবে কিন্তু তার শরীর এখন আর চলতে পারছে না।  তার পা কেটে রক্ত পড়ছে। সে মাটিতে লুটিয়ে পড়েছে কিন্তু সেখানকার লোকেদের উৎসাহে যাত্রাটি পূরণ করতে চায় এবং এর ফলে তার মৃত্যুও হয়। একই ভাবে উদ্দীপকের চাসিটিও রাজহাঁসের সোনার ডিম থেকে ভালোই বড়োলোক হয়ে উঠে ছিল কিন্তু একবারে আরোবেশি বড়োলোক হওয়ার লোভে রাজহাঁসের সব ডিম একবারে নেবার জন্য সে রাজহাঁসটিকে জবাই করে ফেলে। এবং রাজহাঁসের পেটের ভিতরে কোনো কিছু পাওয়া না। এরা দুজনেই লোভের বসে পরে ভুল সিদ্ধান্ত নিয়ে ছিল। পাখোম যদি বেশি লোভ না করে আর বেশি দূরে না গিয়ে ফিরে আসতো তাহলে সে জমিও পেতে আবার নিজের জীবনটাও হারাতে হতো না। অপরদিকে, উদ্দীপকে চাষী যদি তার লোভকে সংবরন করে রাজহাঁসটিকে মেরে না ফেলতো তাহলে সে প্রতিদিন আরো অনেক সোনার ডিম পেতে পারতো এবং আরো বেশি বড়োলোক হয়ে উঠতে পারতো। তারা দুজনেই তাদের অতিলোভের জন্য একইরকম ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং নিজেদের দুর্গতি ডেকে এনেছিল।

 

Next Chapter Solutions :  

Updated: September 8, 2023 — 2:15 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *