NCTB Class 8 Bengali Chapter 5 মার্চেন্ট অব ভেনিস Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-8-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 8 Bengali Chapter 5 মার্চেন্ট অব ভেনিস Solution

Bangladesh Board Class 8 Bengali Solution Chapter 5 মার্চেন্ট অব ভেনিস Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 8 Bengali Solution Chapter 5 মার্চেন্ট অব ভেনিস.

NCTB Solution Class 8 Chapter 5 মার্চেন্ট অব ভেনিস : 

Board NCTB Bangladesh Board
Class 8
Subject Bengali
Chapter Five
Chapter Name                মার্চেন্ট অব ভেনিস

NCTB Class 8 Bengali Chapter 5 মার্চেন্ট অব ভেনিস Solution

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) মার্চেন্ট অব ভেনিসএর অর্থ ভেনিসের-

(ক) রাজপুত্র

(খ) সওদাগর

(গ) প্রেমিক

(ঘ) নাবিক

উত্তর : (খ) সওদাগর

(২) শাইলক স্বভাবে কেমন ছিল?

(ক) সভ্যতাবিরোধী

(খ) বর্ণবিদ্বেষী

(গ) মানববিদ্বেষী

(ঘ) জাতিবিদ্বেষী

উত্তর : (গ) মানববিদ্বেষী

(৩) অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল কে ছিলেন?

(ক) পোর্শিয়া

(খ) লরেঞ্জো

(গ) ম্যালারিও

(ঘ) নেরিসা

উত্তর : (ক) পোর্শিয়া

(৪) পোর্শিয়ার ছদ্মবেশ ধারণের মাধ্যমে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?

(ক) কৃতজ্ঞতাবোধ

(খ) আনুগত্য

(গ) বিচক্ষণতা

(ঘ) সহনশীলতা

উত্তর : (গ) বিচক্ষণতা

(৫) মার্চেন্ট অব ভেনিসগল্পের মূল বিষয় কোনটি?

(ক) বন্ধুত্ব স্থাপনের নানাবিধ কলা-কৌশল

(খ) বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি সাধন

(গ) সুকর্ম ও মানবিকতার জয়গান গাওয়া

(ঘ) কৃতজ্ঞচিত্ত ও পরোপকারী মানুষের পরাজয়

উত্তর : (গ) সুকর্ম ও মানবিকতার জয়গান গাওয়া

(৬) শাইলককে এক কথায় কী বলা যায়?

(ক) সাম্প্রদায়িক

(খ) বুদ্ধিমান

(গ) কুচক্রী

(ঘ) দানশীল

উত্তর : (গ) কুচক্রী

(৭) বাসনিওকে টাকা ধার দেওয়ার পিছনে শাইলকের মূল উদ্দেশ্য-

(i) অ্যান্টনিওকে হেয় প্রতিপন্ন করা

(ii) অ্যান্টনিও এবং বাসানিওর সম্পর্কে ফাটল ধরানো

(iii) তার জিঘাংসা চরিতার্থ করা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) ii iii

(ঘ) i, ii iii           

উত্তর : (ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১) সোনাপুর গ্রামের ধনী ব্যবসায়ী ইমরান সাহেবের কাছে দরিদ্র জালাল মিয়া কন্যার বিয়ের জন্য কিছু সাহায্য চাইলে তিনি তাকে ৫০০০ টাকা দিলেন। প্রচণ্ড খরায় দিশেহারা কয়েকজন কৃষক তার কাছে কিছু ঋণ চাইলে বিনা শর্তে তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে দিলেন এবং সুবিধাজনক সময়ে ফেরত দিতে বললেন। অন্যদিকে মোড়ল জমির সাহেব অসহায় মানুষদের চড়া সুদে ঋণ দেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেন। এভাবে প্রতারণার মাধ্যমে অনেকের জমি কেড়ে নেন।

(ক) ইহুদি ব্যবসায়ীর নাম কী?

উত্তর : ইহুদি বাবসায়ীটির নাম ছিল শাইলক।

(খ) এই ব্যবসায়ীর ব্যবসায়ের ধরন বর্ণনা কর ।

উত্তর : শাইলক ছিল ইতালির ভেনিস শহরের একজ সুদের ব্যাবসায়ী। বিপদে পড়া মানুষদেরকে সে চড়া সুদে টাকা ধার দিতো। কিন্তু কেউ যদি সঠিক সময়ে তাকে পরিশোধ করতে না পারতো তাহলে সে তার সর্বস্ব কেড়ে নিতো। তাই বলা যায় তার ব্যাবসার ধরণ ছিল অমানবিক ও স্বার্থচরিতার্থকারী।

(গ) মার্চেন্ট অব ভেনিসগল্পের অ্যান্টিনিও চরিত্রের যে বৈশিষ্ট্য ইমরান সাহেবের মধ্যে লক্ষ করা যায় তা ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের ইমরান সাহেব গরিব চাষীদেরকে বিনা শর্তে অর্থ ধার দিতো এবং সাহার্য্য করতো।যেমন আলোচ্য গল্পের অ্যান্টিনিও মতো উদার ও পরপোকারী। কারণ সেও  বিপদে পড়া মানুদের বিনাশর্তে সাহার্য্য ও অর্থ প্রদান করতো। তাই বলা যায় ইমরান সাহেবের মধ্যে গল্পের অ্যান্টিনিওর মতো উদার মনের এবং সবসময় অন্যের উপকার করার বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে।

(ঘ) উদ্দীপকের জমির সাহেব ও গল্পের শাইলক মানবতার শত্রু‘ – বিশ্লেষণ কর।

উত্তর : গল্পের শাইলক ও উদ্দীপকের জমির সাহেব দুজনেই ছিল সুদের ব্যাবসায়ী। তারা বিপদগ্রস্ত মানুষদের টাকা ধার দিতো এবং সময় মতো তা পরিশোধ করতে না পারলে চক্রান্ত করে তাদের সর্বস্ব লুট করতো। টাকা ধার দেওয়ার নাম করে গরিব মানুষদের থেকে কাগজে সর্তনামা লেখিয়ে নিতো। পরে টাকা শোধ দিতে না পারলে তাদেরকে চক্রান্ত করে সর্বস্বান্ত করতো। প্রকৃত অর্থেই তারা ছিল অমানবিক ও কুচক্রী। তাই তাদেরকে মানবতার শত্রু বলা হয়েছে।

(২) আলীবাবা ও কাশেম দুই ভাই। ঘটনাচক্রে আলীবাবা এক পাহাড়ে ডাকাত দলের অনেক সম্পত্তির সন্ধান পায় । কিন্তু সে লোভ সংবরণ করে অল্প কিছু সম্পদ নিয়ে ঘরে ফিরে আসে। তার ভাই কাশেম চালাকি করে ডাকাত দলের সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে আলীবাবার কাছ থেকে সেই স্থানের খবর জেনে নেয়। এরপর সম্পদ চুরি করতে গিয়ে ডাকাত দলের হাতে ধরা পড়ে ও মৃত্যুবরণ করে।

(ক) শাইলকের কীসের ব্যবসা ছিল?

উত্তর :  ইতালির ভেনিস শহরের ইহুদি ব্যাবসায়ী শাইলক সুদের ব্যবসা করতো।

(খ) বাসানিওকে ভাগ্যবানবলা হয়েছে কেন?

উত্তর :  বাসানিওকে ভাগ্যবান বলার কারণ হলো – যখন বাসানিও পোর্শিয়াকে বিয়ে করার জন্য অ্যান্টনিওর সাহার্য্য নিয়ে শাইলকের থেকে টাকা ধার নিয়ে সেখানে পৌঁছলো তখন সেখানে ধোনি পিতার একমাত্র কন্যা পোর্শিয়াকে বিয়ে করার জন্য সেখানে অনেক রাজপুত্র ও ডিউকের ছেলেরা আগে থেকেই হাজির হয়ে ছিল। কিন্তু পরে পোর্শিয়া সব রাজপুত্রদের মধ্যে যে তিনজনকে বেছে নিয়েছিল তাদেরমধ্যে বাসানিও ছিল।  তাই তাকে গল্পটা ভাগ্যবান বলা হয়েছে।

(গ) আলীবাবার সাথে মার্চেন্ট অব ভেনিসগল্পের অ্যান্টনিওর চারিত্রিক বৈশিষ্ট্যের যে মিল রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর : আলিবাবা যখন পাহাড়ে গিয়ে ডাকাতদের ধনসম্পদের সন্ধান পান। কিন্তু তিনি তার লোভকে সংবরণ করেন এবং অল্পকিছু সম্পদ নিয়েই সেখান থেকে চলে যায়। এই ঘটনা থেকে আলীর মধ্যে “মার্চেন্ট অব ভেনিস’ গল্পের অ্যান্টনিওর চরিত্রের লোভহীনতার দিকটি ফুটে ওঠে।

(ঘ) উদ্দীপক ও মার্চেন্ট অব ভেনিসগল্পের মূলসুর একই- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর : উদ্দীপক এবং ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের মূলকথা ছিল একই। কারণ গল্পতে আমরা দেখতে পাই যখন অ্যান্টিনিও যখন টার বন্ধু বাসানিওকে অর্থ সাহায্য দিতে না পেরে কুচক্রী শাইলকের কাছ থেকে টাকা ধার নেয় তখন শাইলক তার কাছে একটি সর্তনামাতে স্বাক্ষর করিয়ে নেয়। এই শর্ত অনুযায়ী সঠিক সময়ে অর্থ পরিশোধ করতে না পারলে অ্যান্টিনিওকে তার শরীর থেকে এক পাউন্ড ওজনের মাংস কেটে দিতে হবে। কিন্তু শেষে আমরা দেখতে পাই শাইলকের এই অসাধু পরিকল্পনা সফল হয়নি এবং সে এর জন্য উচিত শাস্তি লাভ করেছিল। ঠিক সেই রকমই উদ্দীপকের আলিবাবা পাহাড়ে ডাকাতদের সম্পদের সন্ধান পেলে সেখান থেকে অল্পকিছু সম্পদ নিয়েই সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তার ভাই এই কথা জানতে পেরে সেই পাহাড় ডাক্তার সম্পদ চুরির জন্য গেলে সেখানকার সম্পদ দেখে লোভে পরে যায় এবং সব সম্পদ নিতে চায়। কিন্তু বেশি দেরি হওয়াতে সেখানে ডাকাতরা এসে পরে এবং সে তাদের হাতে ওমরা যায়। আমরা এই দুটি ঘটনা থেকেই জানতে পারি যে সৎ ভাবে নেওয়া উদ্দেশ্য সবসময় সফল হয় কিন্তু অসৎ ভাবে নেওয়া উদ্দেশ্য নিয়ে আসে চরম পরিণতি।

 

Next Chapter Solutions :  

Updated: September 8, 2023 — 2:14 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *