Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-7-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192
NCTB Class 7 Bengali Chapter 6 অলক্ষুণে জুতো Solution
Bangladesh Board Class 7 Bengali Solution Chapter 6 অলক্ষুণে জুতো Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 7 Bengali Solution Chapter 6 অলক্ষুণে জুতো.
NCTB Solution Class 7 Chapter 6 অলক্ষুণে জুতো :
Board | NCTB Bangladesh Board |
Class | 7 |
Subject | Bengali |
Chapter | Six |
Chapter Name | অলক্ষুণে জুতো |
বহুনির্বাচনি প্রশ্ন :
(১) ওমরের সাথে আবুর কোথায় দেখা হলো ?
(ক) রাস্তায়
(খ) হাম্মামে
(গ) নদীর তীরে
(ঘ) কাজির দরবারে
উত্তর : (খ) হাম্মামে
(২) আবু কার জুতো পায়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিল ?
(ক) বন্ধুর
(খ) মুচির
(গ) কাজির
(ঘ) সওদাগরের
উত্তর : (গ) কাজির
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
গুপ্তধনের লোভে দীপু রাতের অন্ধকারে প্রতিবেশির বাগানের মাটি খুঁড়তে লাগল। টের পেয়ে তারা পুলিশকে জানালো। সন্দেহজনক কার্যকলাপের দায়ে সেই রাতেই গ্রেফতার হলো সে ।
(৩) কোন কাজের জন্য আলী আবু আর উদ্দীপকের দীপু একই সুতোয় বাঁধা?
(ক) গুপ্তধনের লোভ
(খ) মাটি খোঁড়ার কাজ
(গ) জুতা চুরি
(ঘ) নতুন জুতা ক্রয়
উত্তর : (খ) মাটি খোঁড়ার কাজ
(৪) কোন উদ্দেশ্যের ভিত্তিতে উভয়ের কাজটি ভিন্ন ?
(ক) চুরি করার
(খ) লজ্জা লুকানোর
(গ) প্রচুর লোভ
(ঘ) জুতা বিক্রির
উত্তর : (ক) চুরি করার
সৃজনশীল প্রশ্ন :
রাজার হয়েছে ভীষণ অসুখ। কবিরাজ-বদ্যির ঔষুধে কোনো কাজ হচ্ছে না। অবশেষে একজন দিল মোক্ষম দাওয়াই। সুখী মানুষ খুঁজে বের করে তার জামা এনে পরাতে হবে রাজাকে । রাজ্যজুড়ে খোঁজ করে সুখী মানুষ একজন পাওয়া গেল বটে কিন্তু তার কোনো জামা ছিল না। তাই রাজার বালাই দূর হলো না।
(ক) আলী আবু জেলখাটা থেকে রেহাই পেতে মোট কত দিনার জরিমানা দিয়েছিল?
উত্তর : আলী আবু জেলখাটা থেকে রেহাই পেতে প্রথমে এক হাজার দিনা জরিমানা দিয়েছিলো। এবং দ্বিতীয় বার জেলখাটা থেকে রেহাই পেতে দুই হাজার দিনা জরিমানা দিতে হয়েছিল। এই ভাবে আলী আবু মোট তিন হাজার দিনার বিনিময়ে জেল খাটার হাত থেকে রেহাই পেয়েছিল।
(খ) “কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি – কেন ?
উত্তর : আলী আবু তার পুরোনো জুতো জোড়ার জন্য অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন। তাকে তার এই জুতোর জন্য দুবার শাস্তি পেতে হয়েছিল এবং জরিমানা হিসেবে প্রথমে ১ হাজার দিনা ও পরে দুহাজার দিনা দিতে হয়েছিল। গোলাপ জলের রঙিন শিশি গুলি ভেঙে গিয়েও তার অনেক ক্ষতি হয়েছিল। এরপর যখন আবার তাকে তার জুতোর জন্য খেসারত দিতে হয় তখন সে কাজীর কাছে গিয়ে সব কথা খুলে বলে এবং এই জুতোর থেকে মুক্তি চায়। তখন কাজী সাহেব তার সব কথা শুনে জরিমানার অর্থ ফেরত দিয়ে দেয় এবং সেই জুতো গুলো থেকেও তার রেহাইয়ের ব্যবস্থা করেন। এর পরে আলী আবার পায়ে সেই জুতো গুলোকে আর দেখা যায়নি।
(ঘ) ‘সুখী মানুষের জামা কাল্পনিক দাওয়াই হলেও আলী আবুর জুতো বাস্তবিক বালাই- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর : রাজার কঠিন রোগের নিরাময়ের জন্য সুখী মানুষের জামা হলো একটি কাল্পনিক ও ভ্রান্ত দাওয়াই। এর থেকে রজার রোগের নিরাময় হতো না। কিন্তু আলী আবুর জুতো জোড়া সত্যিই একটি বাস্তবিক বালাই ছিল। কারণ আলী আবুর জুতো গুলো জন্য আলী আবুরকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। জেলের শাস্তির হাত থেকে বাঁচার জন্য তাকে প্রথমে এক হাজার দিনা এবং পরে দুই হাজার দিনা জরিমানা দিতে হয়েছিল। এছাড়াও তার এই জুতো জোড়ার জন্য তার ব্যাবসার ক্ষতিও হয়েছিল। পরে যখন ক্ষতিপূরণ ও জরিমানা দিতে দিতে সে সর্বশান্ত হয়ে গিয়েছিলো তখন তিনি কাজীর কাছে গিয়ে এই জুতো জোড়া থেকে রেহাই চেয়েছিলেন। তাই বলা যায় যে আলী আবুর জুতো জোড়া এক বাস্তবিক বালাই ছিল।
Next Chapter Solutions :
👉 তোতাকাহিনী
👉 গুরুচণ্ডালী
👉 বুলু
👉 মানুষের মন
👉 আদুভাই
👉 উনিশ শ’ একাত্তর
👉 বিচার নেই
👉 চরু