NCTB Class 7 Bengali Chapter 5 আদুভাই Solution


Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-7-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192

NCTB Class 7 Bengali Chapter 5 আদুভাই Solution

Bangladesh Board Class 7 Bengali Solution Chapter 5 আদুভাই Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 7 Bengali Solution Chapter 5 আদুভাই.

NCTB Solution Class 7 Chapter 5 আদুভাই : 

Board NCTB Bangladesh Board
Class 7
Subject Bengali
Chapter Five
Chapter Name আদুভাই

NCTB Class 7 Bengali Chapter 5 আদুভাই

বহুনির্বাচনী প্রশ্ন :

(১) আদুভাইয়ের নাম শুনে কে জ্বলে উঠল ?

(ক) বাংলা শিক্ষক

(খ) মৌলভী সাহেব

(গ) প্রধান শিক্ষক

(ঘ) গণিত শিক্ষক

উত্তর : (খ) মৌলভী সাহেব

(২) আজ হোক, কাল হোক, প্রমোশন আমাকে দিতে হবে- এ উক্তিতে প্রকাশ পেয়েছে আদুভাই-এর

(i) দম্ভভাব

(ii) আত্মবিশ্বাস

(iii) দৃঢ় প্রত্যয়

নিচের কোনটি সঠিক ?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর : (গ) ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : 

অর্ণব ভালো ছাত্র, কখনই স্কুল ফাঁকি দেয় না। ভালো ছাত্র হিসেবে প্রতিবছর পুরস্কার পায়। সহপাঠীদের পড়াশোনায় সাহায্য করে। গত বার্ষিক পরীক্ষায় সে প্রথম হয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। এ পর্যন্ত কোনো ক্লাসে তাকে দুবার থাকতে হয়নি।

(৩) অর্ণব ও আদুভাই উভয়েই-

(ক) ভালো ছাত্র

(খ) সময়নিষ্ঠ

(গ) একই শ্রেণিতে পড়ে

(ঘ) পরস্পর বন্ধু

উত্তর : (গ) একই শ্রেণিতে পড়ে

(8) উদ্দীপকের অর্ণব ও আদুভাইগল্পের আদুভাই কোন দিক থেকে ভিন্ন?

(ক) সময় নিষ্ঠতায

(খ) শ্রমবিমুখতায়

(গ) কৃতকার্যতায়

(ঘ) সদালাপীতে

উত্তর : (গ) কৃতকার্যতায়

সৃজনশীল প্রশ্ন :

রাফি এবার দিয়ে পাঁচবার এসএসসি পরীক্ষা দিল। ষষ্ঠবারের পরীক্ষা দেওয়ার সময় পাশে বসা এক সহপাঠী তার খাতা দেখে রাফিকে লিখতে বলল। কিন্তু সে এতে রাজি না হয়ে তাকে বুঝিয়ে বলে যে, ‘যতদিন আমার পরীক্ষা পাশের মতো লেখাপড়া হবে না ততদিন অপেক্ষা করব।

(ক) কত মাইল রাস্তা হেঁটে আদুভাই স্কুলে আসত?

উত্তর : আলোচ্য গল্পের “আদুভাই” পাঁচ মাইল রাস্তা হেটে স্কুলে আসতো।

(খ) আদুভাইয়ের অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত হওয়ার কারণ ব্যাখ্যা কর ।

উত্তর : আদুভাই কারো আজপর্যন্ত কারো কাছে প্রোমোশনের জন আবেদন করেননি। কিন্তু একদিন তিনি প্রোমোশনের জন্য ব্যাতিব্যাস্ত হয়ে উঠেছিলেন এবং কথকের পা ধরে কেঁদে ফেললেন। এর কারণ জানতে চাইলে তিনি বলে যে তার ছেলে এই বছর ক্লাস সেভেনে প্রমোশন পাবে। এতে তার কোনো আপত্তি নেই কিন্তু তার স্ত্রীর এতে আপত্তি এবং তাই তিনি এবার প্রমোশন চান। এই কথা গুলি বলার সময় তার গলাতে অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত হয়েছে।

(গ) রাফির পাঁচবার এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টি আদুভাইগল্পের আদু ভাই চরিত্রের যে বৈশিষ্ট্যের ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা কর।

উত্তর : রাফি পাঁচবার এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু উর্তীন্ন হতে পারেননি কিন্তু সে হাল ছাড়েনি, যেমন গল্পে আদুভাই বহুবছর থেকে একই ক্লাসে ফেল করেও প্রমোশন চায়নি এর থেকে দুজনের মধ্যে দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। বারবার এসএসসি পরীক্ষাতে ফেল করলেও রাফি অসৎ পথে বা কারো খাতা দেখে লিখে পাস্ করতে চায়নি। রাফি ও আদুভাই দুজনেই নিজের চেষ্টাতে উর্তীর্ণ হতে চেয়ে ছিলেন।

(ঘ) পরীক্ষায় পাশের জন্য রাফি ও আদুভাইয়ের আদর্শ একই- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর : পরীক্ষায় পাশ করার জন্য আদুভাই ও রাফি দুজনের আদর্শই এক। কারণ যেরকম আদুভাই বহুবছর ধরে একই ক্লাসে ফেল করে গেলেও অসৎ ভাবে, খাতা দেখে বা অন্য কোনো সহপাঠীর থেকে দেখে লিখে পাশ করতে চায়নি। নিজের যোগ্যতার সাহার্য্যে উর্তীর্ন হতে চেয়ে ছিল। তেমনি, রাফিও পাঁচবার এসএসসি পরীক্ষায় ফেল করলে সে অসৎ পথে বা নকল করে বা  অন্য কোনো সহপাঠীর থেকে দেখে লিখে পাশ করতে চাইনি। তাই সে ষষ্ঠবার পরীক্ষা দেওয়ার সময় সহপাঠীর থেকে দেখে লিখতে অসহমত হয়েছিল। আদুভাই ও রাফি দুজনেই নিজের চেষ্টাতে সফলতা অর্জন করতে চেয়েছিলো। তাই বলা যায় যে আদুভাই ও রাফি দুজনেরই পরীক্ষায় পাশ করার জন্য আদর্শটি একই ছিল।

 

Next Chapter Solutions : 

👉 তোতাকাহিনী
👉 গুরুচণ্ডালী
👉 বুলু
👉 মানুষের মন
👉 অলক্ষুণে জুতো
👉 উনিশ শ’ একাত্তর
👉 বিচার নেই
👉 চরু

Updated: September 7, 2023 — 6:47 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *