Warning: Undefined array key "https://nctbsolution.com/nctb-class-7-bengali-solution/" in /home/862143.cloudwaysapps.com/hpawmczmfj/public_html/wp-content/plugins/wpa-seo-auto-linker/wpa-seo-auto-linker.php on line 192
NCTB Class 7 Bengali Chapter 4 মানুষের মন Solution
Bangladesh Board Class 7 Bengali Solution Chapter 4 মানুষের মন Exercises Question and Answer by Experienced Teacher. NCTB Class 7 Bengali Solution Chapter 4 মানুষের মন.
NCTB Solution Class 7 Chapter 4 মানুষের মন :
Board | NCTB Bangladesh Board |
Class | 7 |
Subject | Bengali |
Chapter | Four |
Chapter Name | মানুষের মন
|
বহুনির্বাচনি প্রশ্ন :
(১) মানুষের মন গল্পে পল্টুর বয়স কত?
(ক) পনের
(খ) ষোলো
(গ) সতের
(ঘ) আঠার
উত্তর : (খ) ষোলো
(২) নরেশ ও পরেশের মধ্যে ঝগড়া না হওয়ার কারণ কোনটি?
(ক) যার যার মত নিজস্ব বিশ্বাসে চলতো
(খ) কারো সঙ্গে কথা বলতো না
(গ) দু‘জন আলাদা ঘরে বাস করতো
(ঘ) দুজনই বোবা ছিল।
উত্তর : (ক) যার যার মত নিজস্ব বিশ্বাসে চলতো
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরিফের বাবা মা স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ দীর্ঘদিন ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসার নামে সময় নষ্ট করে। কিছু দিন রোগে ভোগার পর আরিফ মারা যায়।
(৩) আরিফ ‘মানুষের মন‘ গল্পের কোন চরিত্রের প্রতিচ্ছবি?
(ক) তাপস
(খ) পল্টু
(গ) পরেশ
(ঘ) নরেশ
উত্তর : (খ) পল্টু
(8) আরিফের বাবা মার মধ্যে ‘মানুষের মন‘ গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়।
(ক) আধুনিক মানসিকতার অভাব
(গ) ঝাড়-ফুঁক অসুখ সারায়
(খ) আর্থিক অসচ্ছলতা
(ঘ) যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা
উত্তর : (ক) আধুনিক মানসিকতার অভাব
(গ) ঝাড়-ফুঁক অসুখ সারায়
সৃজনশীল প্রশ্ন :
অমিত ও সুমিতের বন্ধুত্ব দৃঢ়। অমিতের বিশ্বাস দৈবে আর সুমিতের যুক্তিতে। চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সুমিত মনে করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করা ভালো। আর অমিতের ধারণা ঝাড়-ফুঁকে অসুখ সারে। আকাশ-পাতাল পার্থক্য দু‘জনের মধ্যে কিন্তু কখনো বোঝা-পড়ায় ভুল বুঝাবুঝি নেই। আরেক বন্ধু তারেকের অসুস্থতায় দু‘জনের বিশ্বাসের ভিত নড়ে গেল। অমিত দৈব ছেড়ে যুক্তিতে সুমিত যুক্তি ছেড়ে দৈবে আশ্রয় খোঁজে।
(ক) পল্টুর বাবার নাম কী?
উত্তর : পল্টুর বাবার নাম হলো তপেশ। নরেশ এবং পরেশের ছোট ভাই।
(খ) পরেশের বুকটা কেঁপে ওঠলো কেন?
উত্তর : পল্টুর অনেক দিন ধরে কঠিন অসুখ। ডাক্তার, কবিরাজ, জোতিষী কেউ সারিয়ে তুলতে পারছে না। নরেশ ও পরেশ দুই ভাইয়ের দ্বৈত চিকিৎসার জন্য পল্টুর অবস্থা ক্রমশ খারাব হয়ে উঠছে। এই ভাবে অনেক দিন কেটে গেলে পল্টুর অবস্থা আরো বেশি খারাব হতে থাকে। এর মধ্যে এক গভীর রাত্রে নরেশ পরেশকে গিয়ে বললো পল্টু কেমন জানি করছে। পরেশ গিয়ে পল্টুর কাছে গিয়ে বসলো এবং শুনতে পেলো পল্টু বলছে “মা আমাকে নিয়ে যাও, বাবা কোথায়” এই কথা শুনে পরেশের বুকটি কেঁপে উঠলো।
(গ) যে কারণে সুমিত ‘মানুষের মন‘ গল্পের নরেশের প্রতিনিধি তা ব্যাখ্যা কর।
উত্তর :“মানুষের মন” গল্পে নরেশ ছিল বৈজ্ঞানিক চিন্তাধারার লোক। নরেশ সবকিছু যুক্তি দিয়ে ও বুদ্ধি দিয়ে বিচার করতো। উদ্দীপকে সুমিতও ছিল যুক্তিতে বিশ্বাসী লোক। সবকিছু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করতো। নরেশ ও সুমিত উভয়েরই চিন্তাধারা ছিল আধুনিক। তাই উদ্দীপকের সুমিতের মধ্যে নরেশের প্রতিনিধি দেখতে পাওয়া যায়।
(ঘ) উদ্দীপকটি ‘মানুষের মন‘ গল্পের একটি খণ্ডচিত্র মাত্র- বক্তব্যটি বিচার কর।
উত্তর : আলোচ্য গল্প “মানুষের মন” হলো দুটো চরিত্রের বিপরীত মানসিকতার গল্প। একজন বৈজ্ঞানিক চিন্তাধারায় বিশ্বাসী এবং অন্যজন বৈষ্ণব চিন্তা ধারায় বিশ্বাসী। নরেশ সবকিছু যুক্তি দিয়ে বিচার করে আর পরেশ সব কিছু ভক্তি দিয়ে বিচার করে। এর ফলে যখন তাদের একমাত্র ভাইপো অসুস্থ হয়ে পরে তখন নরেশ ডাক্তার নিয়ে আসে এবং পরেশ বৈদ্য বা কবিরাজ নিয়ে আসে। তাদের এই দ্বৈত চিন্তার ও দ্বৈত চিকিৎসার কারণে পল্টুর শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। সেরকমই, উদ্দীপকটিতেও আমরা দুজন বন্ধুর দ্বৈত চিন্তা ভাবনা দেখতে পাই। এবং তাদের আরেক বন্ধুর অসুস্থতার সময় তাদের মানসিকতার পরিবর্তন লক্ষ করা যায়। তাই উদ্দীপকটিকে “মানুষের মন” গল্পের একটি খন্ড চিত্র মাত্র বলা হয়েছে।
Next Chapter Solutions :
👉 তোতাকাহিনী
👉 গুরুচণ্ডালী
👉 বুলু
👉 আদুভাই
👉 অলক্ষুণে জুতো
👉 উনিশ শ’ একাত্তর
👉 বিচার নেই
👉 চরু