NCTB Class 6 BGS Chapter 6 বাংলাদেশের সংস্কৃতি Solution/Guide

NCTB Class 6 BGS Chapter 6 বাংলাদেশের সংস্কৃতি Solution/Guide

Bangladesh Board Class 6 Solution for বাংলাদেশ ও বিশ্বপরিচয়. Chapter 6 বাংলাদেশের সংস্কৃতি Solution  Exercises Question and Answer by Experienced Teacher.এখানে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি অনুশীলনের সমস্ত সমাধান দেওয়া হয়েছে।

NCTB Solution Class 6 Chapter 6 বাংলাদেশের সংস্কৃতি : 

Board NCTB Bangladesh Board
Class 6
Subject BGS
Chapter 6
Chapter Name বাংলাদেশের সংস্কৃতি

বাংলাদেশের সংস্কৃতি অনুশীলনী প্রশ্ন এবং উত্তর :

NCTB Class 6 BGS Chapter 6 বাংলাদেশের সংস্কৃতি Solution/Guide

বহুনির্বাচনি প্রশ্ন :

(১) কোনটি বস্তুগত সংস্কৃতি?

(ক) তৈজসপত্র

(খ) নৃত্যকলা

(গ) আচার-অনুষ্ঠান

(ঘ) সাহিত্য

উত্তর :

(ক) তৈজসপত্র

(২) বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ-

(i) ধর্মের ভিন্নতা

(ii) পেশার ভিন্নতা

(iii) ভৌগোলিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

নিচের দৃশ্যকল্প দেখে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও-

(৩) দৃশ্যকল্প-২এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) মানবতাবাদ

(খ) ধর্মবিশ্বাস

(গ) সাম্প্রদায়িকতা

(ঘ) বর্ণবাদ

উত্তর :

(গ) সাম্প্রদায়িকতা

(৪) দৃশ্যকল্প ১ ও ২ হলো-

(i) মানুষের চিন্তার বহিঃপ্রকাশ

(ii) একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত

(iii) উভয়েই সংস্কৃতির বাহ্যিক প্রকাশ

নিচের কোনটি সঠিক?

(ক) i ii

(খ) i iii

(গ) ii iii

(ঘ) i, ii iii

উত্তর :

(ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন :

(১) অন্তরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়। তার ফুফাতো বোন জুলেখার পছন্দ সকালে পান্তাভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ-ভাত খেতে দিলে অন্তরার মন খারাপ হয়। কারণ তার পছন্দ বার্গার, পরোটা মাংস। পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে।

(ক) বস্তুগত সংস্কৃতি কী?

 উত্তর : মানুষের সংস্কৃতির দুটি ভিন্ন রূপ আছে এর একটি বস্তূগত সংস্কৃতি এবং আরেকটি অবস্তূগত সংস্মৃতি। একটি মানব সমাজে যা কিছু দৃশ্যমান অর্থাৎ চোখে দেখা যায় বা স্পর্শ করা যায় তাই ওই মানব সমাজের বস্তূগত সংস্কৃতি। তাই কোনো সমাজের বাড়িঘর, আসবাব পত্র, রাস্তাঘাট, কারুকার্য সবই বস্তূগত সংষ্কৃতি।

(খ) সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল- ব্যাখ্যা কর।

উত্তর : সংস্কৃতির আক্ষরিক অর্থ হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষদের জীবনযাত্রা। তাই সংস্কৃতি স্থিতিশীল নয়। সময়ের সাথে মানুষের জীবন যাত্রায় পরিবর্তনের সাথে সংস্কিতিও পরিবর্তন হয়। যেমন – আগে যে ধরণের পোশাক তৈরী করা হতো বা পড়া হতো বর্তমান সময়ে সেই ধরণের পোশাকের পরিধান করা হয় না। আগে ছেলেরা ধুতি পড়তো এখন প্যান্ট পরে। অথবা   আগে মানুষ লেখা লেখি করতো পাথরে, গাছের ছালে এরপর গাছের পাতায় কালী ব্যবহার করে এইভাবে সময়ের উন্নতির সাথে কাগজ তৈরী করা হলে তাতে কাগজের মধ্যে এরপর আর উন্নতির সাথে সাথে কম্পিউটার আবিষ্কার হলে মানুষ কম্পিটারে লেখা শুরু করেছে।   এইভাবে সময়ের সাথে সাথে পৃথিবীর প্রত্যেক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তন অনন্তকাল পর্যন্ত  চলবে। এই কারণেই বলা হয়েছে সংস্কিতি স্থবির বিষয় নয় সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল।

(গ) জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের জুলেখার মধ্যে বাংলাদশের গ্রাম্য সংস্কৃতি ফুটে উঠেছে। বাংলাদেশের অধিকাংশ গ্রামবাসীর সকালের প্রিয় খাদ্য হলো পান্তাভাতের সাথে মাছ  ও পেঁয়াজ দিয়ে নাস্তা করা। এবং কাজের শেষে বা ফাঁকা সময়ে ভাটিয়ালি গান শুনা। এটাই বাংলাদেশের গ্রাম্য সঙ্গস্কৃতির বৈচিত্র। বাংলাদেশের অধিকাংশ গ্রাম এখনো আধুনিকতার বেড়াজাল থেকে অনেক দূরে। তাই শহরের মতো আধুনিক বা বৈদেশিক খাবার এবং সংগীতের সে রকম প্রচার হয়নি। তাই বাংলাদেশের গ্রাম্য সংস্কৃতি শহরের সংস্কৃতির থেকে এখনো অনেক ভিন্ন। আর এই কারণেই অন্তরার গ্রামের ফুফাতো বোন জুলেখার সকালের নাস্তায় পান্তাভাত ও মাছ প্রিয় খাবার।

(ঘ) অন্তরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ করা যায়-মতামত দাও।

উত্তর : অন্তরা বাংলাদেশের শহরাঞ্চলে বসবাস করে। তাই অন্তরার বাংলাদশের গ্রাম্য পরিবেশের পান্তাভাত ও মাছ খাওয়া পছন্দ নয়। পড়াশোনা বা কাজের শেষে তার ভাটিয়ালি গান শোনাও পছন্দ নয়। অন্তরা সকালে বর্গার, পরোটা মাংস ইত্যাদি খাবার খেতে অনেক বেশি স্বচ্ছন্দ। এই খাবারগুলো বাংলাদেশের খাদ্য সংস্কৃতির মধ্যে পরে না। এই সকল খাবার পাশ্চাত্য দেশের খাবার। অন্তরা পড়াশোনা করার পর ইন্টারনেট ব্যবহার করে। এগুলি সবই বিশ্বায়নের প্রভাব। বর্তমানে সকল দেশের সংস্কৃতির মধ্যে পাশ্চাত্য দেশের সংস্কৃতির প্রভাব লক্ষ করা যায়। পোশাক থেকে শুরু করে খাদ্য, ইন্টারনেট, গান, সিনেমা, কম্পিউটার গেম, এই সবই বিশ্বয়ানের প্রভাব। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ ও যুব সমাজ উন্নতির সাথে সাথে পাশ্চাত্য দেশের সংস্কৃতিকে গ্রহণ করেছে।  বর্তমানে সংস্কৃতির এই উন্নতিগুলোকেই বিশ্বায়ণের প্রভাব বলা হয়েছে।

 

More Solutions : 

(১) বাংলাদেশের ইতিহাস

(২) বাংলাদেশ ও বিশ্বসভ্যতা

(৩) বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ

(৪) বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি

(৫) বাংলাদেশের সমাজ

(৭) বাংলাদেশের অর্থনীতি

(৮) বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

(৯) বাংলাদেশের পরিবেশ

(১০) বাংলাদেশে শিশু অধিকার

(১১) বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা

(১২) বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা

(১৩) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)

Updated: November 3, 2023 — 2:06 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *